পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাস

       মহাভারত
         বনপর্ব্ব।  
 নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম।
 দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ।।
-------------------------------------------------------------
   পাণ্ডবদের বনবাসে প্রজাগণের খেদ।       
   বলিলা বৈশম্পায়ন শুনহ রাজন।
 কপটে সকল নিল রাজা দুর্য্যোধন।।
 ক্ষমাবন্ত দয়াবন্ত রাজা যুধিষ্ঠির।
 হস্তিনা হইতে তিনি হইয়া বাহির।।
 নগর উত্তরমুখে চলেন পাণ্ডব।
 চতুর্দ্দিকে ধাইল রাজ্যের প্রজা সব।।
 যেইমত ছিল সেই ধাইল ত্বরিতে।
 পাণ্ডবে দেখিয়া সবে রহে চতুর্ভিতে।।
 ভীষ্ম দ্রোণ কৃপাচার্য্য বিদুরের প্রতি।
 নানা মত তিরস্কার করে নানা জাতি।।
 ধৃতরাষ্ট্রে ভয় কেহ করে নাহি আর।
 ক্রোধে গালাগালি পাড়ে মুখে আসে যে যাহার।।
 পাপিষ্ঠ রাজার রাজ্যে কি ছার বসতি।
 সবে মিলি যাব মোরা পাণ্ডব সংহতি।।
 যে দেশে শকুনি মন্ত্রী রাজা দুর্য্যোধন।
 তথায় বসতি নাহি করে সাধুজন।।
 পাপিষ্ঠ হইলে রাজা প্রজা সুখী নয়।
 কুলধর্ম্ম পুণ্য যত সব নষ্ট হয়।।
 মহাক্রোধী অর্থলোভী মানী কদাচারী।
 নির্দ্দয় সুহৃদ শত্রু মহা পাপকারী।।
 হেন দুর্য্যোধন মুখ কভু না দেখিব।
 চল সবে পাণ্ডবের সহিত রহিব।।
 সবিনয়ে ধর্ম্মরাজ প্রতি প্রজাগণ।
 কৃতাঞ্জলি হইয়া করিছে নিবেদন।।
 আমা সবা ছাড়ি কোথা যাইবে রাজন।
 তুমি যথা যাবে তথা যাব সর্ব্বজন।।
 তোমার সর্ব্বস্ব ছলে জিনিল কৌরব।
 আইলাম উদ্বেগে আমরা হেথা সব।।
 রাজ্যেতে হইল মহাপাপী অধিকারী।
 এ কারণ আমরা হইব বনচারী।।
 জল ভূমি বস্ত্র পুষ্প সঙ্গে যদি রয়।
 তাহার সৌরভে গন্ধ সকলের হয়।।
 পাপীর সংসর্গে পাপ বাড়ে নীতি নীতি।
 পুণ্য বৃদ্ধি হয় পুণ্যজনের সংহতি।।
 রাজ-পাপে প্রজার নাহিক অব্যাহতি।
 যাইব তোমার সঙ্গে কি আর বসতি।।
 দর্শনেতে পাপ হয় স্পর্শনে শয়নে।
 ধর্ম্মাচার নষ্ট হয় রাজার মননে।।
 যেমন সংসর্গ ফল সেইমত হয়।
 তেঁই সে আমরা বনে যাইব নিশ্চয়।।
 সমস্ত সদগুণ করে তোমাতে নিবাস।
 তেঁই তব সহিতে থাকিতে করি আশ।।