পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vО e o o একাকী পাণ্ডব সহ ভ্ৰমুক কাননে । মন্দ চিত্ত না করুক না হিংহক মনে ॥ ইহাতে পাণ্ডব যদি হয় প্রীতিমান । তবে তব শত পুত্ৰ পাইবে কল্যাণ ॥ ধৃতরাষ্ট্র বলে দেব কহিলা উত্তম । অামারে না রুচে যত কছিল অধম । ভীষ্ম দ্রোণ বিছর গান্ধারী আদি করি । কাহার’ না শুনে বাক্য দুষ্ট জ্বরাচারী ॥ মুনি বলিলেন নহে ধৰ্ম্মের আচার । সে সব কৰ্ম্মেতে নাহি আমার বিচার ॥ পুত্ৰ সম স্নেহ রাজা নাহিক সংসারে । বিশেষ দুৰ্ব্বল পুত্র বড় স্নেহ করে ॥ তুমি যেন মম পুত্ৰ পাণ্ডুও তেমন । যুধিষ্ঠির যেমন তেমন দুৰ্য্যোধন ॥ পাগুবেরে বিশেষ অনেক স্নেহ হয় । পিতৃহীন সদা পায় দুঃখ অতিশয় ॥ পূর্বের্বর বৃত্তান্ত কথা শুনহ রাজন । শুরভি গে। মাত আর সহস্ৰলোচন ! স্থরভি রোদন করে হইয়া বিকল । . তুষ্ট হৈয় তারে জিজ্ঞাসিল আখণ্ডল ॥ কহ কি কারণে মাতা করহ রোদন । দেবে নরে কিবা নাগে আপদ ঘটন ॥ । স্তরভি কহিল নাই আপদ কাহার । শুন যেই হেতু দুঃখ হইল আমার ॥ দুৰ্ব্বল আমার পুত্রে যুড়ি লাঙ্গলেতে । হীনশক্তি বৃদ্ধ বড় না পারে চলিতে ॥ মারিছে কৃষক বড় পুচ্ছমূল মোড়ে । আর এক বলিষ্ঠ যাইছে উভরড়ে ॥ তার সঙ্গে শক্তি নাই যাইতে ইহার । কৃষক পাপিষ্ঠ বড় করিছে প্রহার ॥ এ হেতু রোদন আমি করি নিরন্তর ॥ শুনিয়া উত্তর করিলেন পুরন্দর ॥ এই হেতু দেবী তুমি করহ রোদন । জটাভায়-লগচ্চন্দ্র-খণ্ডযুগ্রং জলক্ষিপ্তং । | স্থরভি বলেন এই অসক্ত দুৰ্ব্বল 2 } ইহা দেখি চিত্ত মোর হইল বিকল । এত শুনি দেবরাজ মেঘে আজ্ঞা দিল, জল বৃষ্টি করি সব পৃথিবী পূরিল ৷ কৃষক ত্যজিল কৃষি করিল গমন । স্থরভি বলেন সাধু সহস্ৰলোচন । এইমত পালন করহ সবাকারে ; বনবাসে হইল ছৰ্ব্বল কলেবরে ॥ শুন রাজা পূর্বে হেন হয়েছে বিধান । তবে ধৰ্ম্ম রহে সব দেখিলে সমান । মৈত্রেয় মুনির বাক্য ও দুৰ্য্যোপনকে | অভিশাপ প্রদান । ধৃতরাষ্ট্র বলে মুনি করি নিবেদন । মোরে যদি স্নেহ হয় শুন তপোধন ॥ আপনি বুঝাও ছষ্টমতি দুর্য্যোধনে । ব্যাস বলে আমি ন কহিব কদাচন । এইক্ষণে আসিবে মৈত্রেয় তপোধন ; সকল কহিবে হিত শুনহ রাজন ! তব হিত তিনি বুঝাইবেন আপনি । র্তারে প্রীত না করিলে শাপ দিবে মুনি { এত বলি চলিলেন ব্যাস নিজtলয় । উপনীত হৈল মৈত্ৰেয় মহাশয় ॥ যথোচিত পূজা তার ধৃতরাষ্ট্রকৈল । স্থস্থ হৈয়া বসিয়া কুশল জিজ্ঞাসিল । আমি বহু তীর্থগণ করিয়া ভ্রমণ । কাম্যবনে দেখিলাম পাণ্ডুপুত্ৰগণ । জটাচীর ভূষিত আহার ফল মূল । তপস্বীর বেশ অঙ্গে তপস্যা বিপুল । শুনিলাম তথায় এ সব সমাচার । তব পুত্র দুর্য্যোধন কৈল কদাচার । ভীষ্ম আর তুমি কুরুবংশের প্রধান । হেন কৰ্ম্ম কেন হয় তোমা বিদ্যমান ! কুরুবংশে সবাকার স্বৰ" স্বকৃতি । হেন বংশে অপযশ করিল দুৰ্ম্মতি ৷ - এইমত স্থানে স্থানে লক্ষ বৃষগণ ॥ কি নষকে কৃষকগণ করিছে প্রহর । পুনঃ সবারে স্নেহ কেন না হয় তোমার ।