বনপৰ্ব্ব । ] নহ’তে করিল আন, দুইজন দুই স্থান, শনি দুঃখ দিল বহু মোরে । ‘বন’ দে তাপিত মন, এই চিন্তা অনুক্ষণ, ভয়ে রক্ষ। কে করিবে তারে ॥ 4. চান্ত নরপতি, শোকেতে কাতর অতি চলিল নদীর তটে তটে । :তুড়, দল জনে জনে, স্থাবর জঙ্গমগণে, মনুষ্য যতেক দেখে ঘাটে ॥ ‘ব:প কানন মাবা, খুজিলেন মহারাজ, চিন্তার না পাইল উদেশ । নাম স্থানে, নদ নদী উপবনে, ভ্ৰমিলেন পেয়ে বহু ক্লেশ ৷ পূৰ্ণ চঞ্চ অনাহারে, মহাকষ্টে নৃপবরে, শম মাত্র ছিল প্রাণ র্তার । পৰ্ম্ম মহাশয়, সকলি দৈবেতে হয়, সব কৰ্ম্ম ইচছ বিধাতার ॥ ১৫-নদ নাম বনে, রাজা গেল সেইস্থানে তপ ছিল সুরভী আশ্রম । গপুর বিচিত্র শোভ, স্বরাহের মনোলোভ, তথ মেতে সভয় শমন ॥ • নাজাত পশু পক্ষ, একস্থানে লক্ষ লক্ষ ভক্ষ্য ভোজ্য রহে এক স্থল । বঠ এ তত্ত্বাগ বাপী, পুষ্করিণী কত রূপ, শোভে কনক কমল ; *পাল কলিন শাভ, নানাপুষ্প মনলোভ, সড়ঋতু শোভিত তথায় । • < কারে নাহি ডরে,স্থখে সবে ঘর করে, নিঃশঙ্কেতে রহিল তথায় ॥ পুণ্যবান অতি,জানিয় গেমো সতী, তথায় হইল উপনীত । * “রায় দাস গায়, বিফলে জনম যায়, ভজ হরি ভবে নাহি ভীত ॥ ته مrيې. y সরভ আt - নে র: দ্রুরি স্থিতি । _3রভি জিজ্ঞাস করে তুমি কোন জন । ধ" বলে শুন মাতা মম নিবেদন ॥ প্রণাম মন্ত্র—অখণ্ড-মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরং । ף צפS | অবনীতে মহীপতি ছিলাম মা আমি শ্ৰীবৎস আমার নাম প্ৰাগদেশস্বামী ॥ আনন্দেতে করিলাম প্রজা স্থপালন । কত দিনে শুন মাতা দৈবের ঘটন ॥ বিচার করিনু আমি ধৰ্ম্মশাস্ত্র ধরি । বিপরীত বুঝি শনি হৈল সম অরি ॥ রাজ্যপন সকল করল শনি নাশ । অপর চিন্তারে ল’য়ে আইনু বনবাস ॥ বনবাসে মহাক্লেশে বঞ্চি দুইজনে । চিন্তারে হারানু শেষে বিপিন নিৰ্জ্জনে ॥ সুরভি এতেক শুনি কঙ্গে রাজ! প্রতি : ভয় নাহি থাক রাজ। আমার এস! ত ॥ তদিন গ্ৰহ মন্দ আছয়ে তোমার ! ততদিন মোর হেথা থাক গুণাপ র ॥ এখানে শনির ভয় না হয় র জন । হেথা থাকি কর রাজা কালের হরণ ॥ পুনঃ বহুমতি পতি হবে নরবর । 'চন্তাসত পাবে কত দিবস তান্তর ॥ এ বন চড়িয়: নাহি নাfইবে কোথায় । একাধারে তৃপ্ত আমি ভুঞ্জব তোমায় ॥ রজি বললেন ম: ৩ মাস আগুঃ তোমার । রাহুলাম যতদিন দুঃখ নঙ্গে প!র ॥ এরূপে শ্ৰীবৎস রাজ রাহুল নির্ভর । শুনহ অপূর্ণব কথা ধৰ্ম্মের তনয় ; মনোরথ মন্দিনার যত দুগ্ধ খায় : ভুপারের তস্কেন্তে ধরণ ভিজে স{য় ॥ দুই হাতে সঙ্গরাজ দুই পাট পরি । সেই তন্ধে মুক্তিব ভি জীয়ে ক{ে কfর ॥ চিন্তঃসত শবংস নৃপতি নাম ম র । সে তল বতাল সিদ্ধ •,.সতে বিসরি ॥ যুথপটি যুক্ত করি গঠয়ে রাজন । এহরাপে কত পঢ়ি লক্ষ রয়ে রচন | ঈশ্বরের ধ্যান ফরি কালের স্তরণ । সহস্ৰ সহস্ৰ পাট করিল গঠন ॥ স্থানে স্থানে স্তুপীকার শত শত করি ; এমতে বপেন রাজ; দিবস শর্বর ॥ ग زC\
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।