YYYBBDDDDDBBBBBBBB BBBBBBBBBBBBBBB S ee নলরাঞ্জার উপাথ্যান । যুধিষ্ঠির বলে মুনি কর অবধান । আমার দুঃখের কথা নাহি পরিমাণ ॥ কপটে সকল মম নিল রাজ্যধন । ভুটাচীর পরাইয়া পাঠাইল বন ॥ যত ক্লেশ দুঃথে আমি বঞ্চি যে হেথায় । রাজপুত্র হয়ে এত দুঃখ নাহি পায় ॥ রাজার বচন শুনি হাসে মুনিবর। কতক্ষণে বৃহদশ্ব করিল উত্তর ॥ কি দুঃখ তোমার হেথা অরণ্য ভিতর । ইন্দ্র চন্দ্ৰ সম তোমা সঙ্গে সহোদর ॥ ব্রহ্মার সদৃশ দ্বিজ সঙ্গে শত শত । ন স দাসী আর যত তব অনুগত ॥ এই হেতু দুঃখ রাজা না দেখি তোমার । তোম হৈতে নল দুঃখ পাইল অপার ॥ এত শুনি জিজ্ঞাসেন ধৰ্ম্মের নন্দন । কহ শুনি মহারাজ নল বিবরণ ॥ রাজপুত্র হয়ে আম সমান দুঃখিত । অবশ্য শুনিতে হয় তাহার চরিত ॥ কহ শুণি মুনিরাজ র্তাহার কথন । ” কোন দেশে ঘর তার কাহার নন্দন ॥ বৃহদশ্ব বলে শুন ধৰ্ম্মের নন্দন । তোমা হৈতে বড় দুঃখী নিষধ রাজন ॥ নল নামে নরপতি বীরসেন-হত । ইন্দ্রের সদৃশ রাজা মহাগুণযুত ॥ রূপতে কন্দপ তুল্য অতি জিতেন্দ্ৰিয় । যশস্বী তেজস্ব ধীর অক্ষে বড় প্রিয় ॥ নিষধ রাজ্যেতে নল মহাগুণবান। বিদৰ্ভেতে ভীম রাজা তাহার সমান ॥ বংশের কারণ রাজা বড় চিন্ত মন । কতদিনে আইল তথা মহর্সি দমন ॥ পুত্ৰ হেতু ভাৰ্য্যা সহ তাহারে পূজিল । হৃষ্ট হয়ে মুনি তারে এই বর দিল ॥ রূপেতে সংসারে নারী করিবে দমন । দময়ন্তী কস্ত পাবে বড় সুলক্ষণ । দমনের বরে কন্যা হৈল দময়ন্তী । যক্ষ রক্ষ দেঙ্ক নরে নাহি দেখি কান্তি ॥ সমান বয়স্ক সঙ্গে যত সখীগণ । দময়ন্তী নিকটে থাকয়ে অনুক্ষণ ॥ দময়ন্তী সাক্ষাতে যতেক সর্থীগণ । নিরবধি বাখানে নলের রূপ গুণ ॥ নলের চরিত্র শুনি ভীমের নন্দিনী । কাম-দাবানলে দগ্ধ যেমন হরিণী ॥ দময়ন্তী-গুণ নল শুনি লোক-মুখে । সদাই অস্থির অঙ্গ শর বাজে বুকে ॥ দময়ন্তী চিন্তাতে নলের ময় মন । কতদিনে দেখ তার দৈবের ঘটন ॥ আন্তঃপুর উদ্যানে বিহরে দুঃখমতি । জলতটে হংস এক দেখে নরপতি ॥ নিকটে পাইয়। হংস ধরিল তথন । রাজ। প্রতি বলে হংস বিনয় বচন ॥ ছাড়হ আমারে রাজ না কর নিধন । করিব তোমার হিত চিন্ত যে কারণ ॥ তব অনুরূপ রূপা ভীমের নন্দিনী । তার সহ মিলন করবে নৃপমণি ॥ এতেক শুনিয়া রাজা হংসেরে ছাড়িল । তান্তর ক্ষে গতি পক্ষী বিদগৰ্ভেতে গেল ॥ অন্তঃপুর মধ্যে যথ সরোবর ছিল । সেইখানে গিযু হংস খেলিতে লাগিল ॥ সেইক্ষণে দসয়ন্তা সহচরী সনে । পুষ্প তুলিবার ছলে অইল সেখানে । সরোবর মধ্যে হংস দেখি রূপবতী । ধরিবfর মানসে চলিল শীঘ্ৰগতি ॥ চতুৰ্দ্দিকে বেড়ি হংসে ধরিল স্ত্রাগণে । বৈদভীরে কহে হংস মনুস্য-বচনে ॥ নিষধ রাজ্যেতে রাজা নল মহামতি । অশ্বিনীকুমার রূপে নিন্দে রতিপতি ॥ নরলোকে না দেথি তাছার রূপে গুণে । করাইব মিলন তোমার তার সনে ॥ সার্থক হইবে রূপ শুনহ বচন । নল নৃপতিরে যদি করহ বরণ ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।