পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনপৰ্ব্ব । ] গদাভিঘাতেন চ’দক্ষিণেন, পীতাম্বরাঢ্যাং দ্বিভুজাং নমামি ॥ wo)3 > . পূবে হংসমুখে রাজা যতেক শুনিল । দত্য সত্য বলি রাজা সকল মানিল ॥ মল দেখি দময়ন্তী হৈল চমকিত । কব এ পুরুষবর হেথা উপনীত ॥ ইন্দ্র কিবা কামদেব অশ্বিনীকুমার । ধনু ধতি হেন রূপ স্বজিল ইহার ॥ বসিতে আসন দিতে হৃদয়ে বিচারে । সাহস করিয়া কিছু কহিতে না পারে ॥ কতক্ষণে মন্দ হাসি কহে মৃদুভাযে । কে তুমি পোড়াও মোরে কন্দপ হুতাশে ॥ কমনে আইলে হেথা কেহ না দেখিল । লক্ষ লক্ষ রক্ষকেতে যে পুরী রাখিল ৷ পবনাদি দেবে মম পিতা দণ্ড করে । এ ভুগমে কিরূপে আইলে হেথাকারে ॥ জ: বলিলেন আমি নল বরাননে । sথ আইলাম আমি দেব-দূতপণে ॥ চন্দ্রাগ্নি বরুণ ঘম পাঠান আমারে । সব করি ইচ্ছ। বড় তোমা লভিবারে ॥ এই হেতু তব পুরে করি আগমন । বের প্রভাবেতে না দেখে কোনজন ॥ স্য, বলে দেবগণ বন্দিত সবার । স কারণে র্ত সবারে করি নমস্কার ॥ মস্থল হেথায় আপিছেন দেবগণ । পূবে নল ভূপতিরে করেছি বরণু । গসমূখে পূর্বে আমি বরেছি তোমায় । কমনে আমায় ত্যাগ কর নৃপরায় ॥ কায়মনোবাক্যে রাজা তুমি মম পতি । .ত ম; ভিন্ন বিষ অগ্নি জলে মম গতি ॥ নল বলে যেই দেবে পূজে সৰ্ব্বজন । তপস্যা করিয়া বাঞ্ছে যার দরশন ॥ মহন্তেকে ভূমণ্ডল বিনাশিতে পারে । চনজন বাঞ্ছে তোমা ত্যজ কেন তারে । ইন্দ্র দেবরাজ দৈতু দানবমৰ্দ্দন । ত্ৰৈলোক্যের উপরে যাহার প্রভূপণ ॥ “সঁর সমান হবে র্যাহারে বরিলে । হেন দেব ত্যজি কেন মনুষ্য ইচিছলে ॥ দিকপাল বৈশ্বানর সবাকার গতি । র্যার ক্রোধে মুছুৰ্ত্তেকে ভস্ম হয় ক্ষিতি ॥ জলেশ্বর বরুণ ও নর-অন্তকারী । কেমনে বরিব অন্যে র্তারে পরিহরি ॥ কন্যা বলে অন্যে মোর নাহি প্রয়োজন । তুমি ভৰ্ত্ত তুমি কর্তা করিনু বরণ ॥ শুভকার্য্যে বিলম্ব না কর মহামতি । গলে মাল্য দিতে রাজা দেহ অনুমতি ॥ নল বলে ইহ সম নাহিক অধৰ্ম্ম । দূত হয়ে কেমনে করিব হেন কৰ্ম্ম ॥ এত শুনি বৈদভীর বিষধ-বদন । দুই চক্ষু অশ্রষ্টপূর্ণ করেন রোদন ॥ পুনঃ বলে দময়ন্তী চিন্তিয়া উপায় । বরিব তোমারে দোষ নহিবে তাহtয় ॥ দেবগণ সহ তুমি এলে স্বয়ম্বরে । র্তা সবার মধ্যে আমি বরিব তোমারে ॥ এত শুনি নল রাজা করিল গমন । দেবগণে সকল করিল নিবেদন ॥ কেহ মান না করিল তব অনুগ্রহে । দেখিলাম সে কন্যারে অন্তঃপুর গৃহে ॥ . কহিলাম সবfকার যে সব সন্দেশ । প্রবন্ধেতে রূপ গুণ বিভব বিশেষ ॥ কারে ন৷ চাহিয়; কথ্য অাদরে ইচিছল । আসিবার কালে পুনঃ এমত বলিল ॥ দেবগণ সঙ্গে এস স্বয়ম্বর স্থানে । তোমায় বরিব তা সবার বিদ্যমানে ॥ বৈদভীর চিত্ত বুঝি সৰ্ব্ব দেবগণ । নলের সমান বেশ হৈল সৰ্ব্বজন ॥ এইরূপে দেবগণ নলের সংহতি । স্বয়ম্বর স্থানে চলি গেল শীঘ্ৰগতি ॥ মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ দময়ম্ভর পিলহি ; স্বয়ম্বরে আইল যতেক দেবগণ । নথাযোগ্য স্থানেতে বসিল সৰ্ব্বজন ॥