woGo o রাজগৃহে গিয়া তবে দ্বিজ বিচক্ষণ । নিকটে সৈরিন্ধী ডাকি করে নিরীক্ষণ ॥ চন্দ্রাননী বিশালাক্ষী দীর্ঘ মুক্তকেশ । চারু পীনপয়োধর স্বনাশা-স্ববেশ ॥ পদ্ম যেন বিচলিত হস্তী দস্তাঘাতে । চন্দ্র যেন বিদলিত-সিংহিকেয়ু দাতে ॥ ক্ষিতি মধ্যে না দেখি ইহার রূপ সম । এই যে সৈরিন্ধী হবে বিদর্ভ চন্দ্ৰিম ॥ স্বামীর বিচ্ছেদে কৃশ বিবর্ণবদনী । ক্ষণেক চিন্তিয় তবে বলে দ্বিজমণি ॥ মম দিকে বরাননে কর অবধান । সুদেব ব্রাহ্মণ আমি ভ্রাতৃদখা জান ॥ তোমারে চাহিয়া ভ্ৰমি দেশ-দেশান্তর। চারিদিকে গিয়াছে ব্রাহ্মণ বহুতর ॥ কন্য। পুত্র দুই তব আছে শুভতরে । , তব শোকে পিতা মতি। প্রাণমাত্র ধরে ॥ এত শুনি দময়ন্তী করয়ে রোদন ৷ ” শুনিয়া আইল যত পুরনারীগণ । ব্রাহ্মণের বাক্য শুনি সৈরিন্ধা কান্দিল ॥ বার্তা পেয়ে রাজমাতা বিপ্রে জিজ্ঞাসিল ॥ কাহার তনয়; এই কাহার গৃহিণী । , কি কারণে স্থানভ্রষ্ট হৈল প্রভাবিনী । যদি তুমি জানহ বলহু দ্বিজবর । শুনিয়। স্বদেব র্তারে করিল উত্তর ॥ বিদর্ভ ঈশ্বর ভীম তাহার দুহিত। । পুণ্যকশ্লোক নলরাজ তাহার বনিত ॥ নিজ ভৰ্ত্তা রাজ্য দেশ পাশায় হারিল । অরণ্যে পশিল গিয়া কেহ না দেখিল ॥ মম ভাগ্যে তব গৃহে পাই দেখিবারে । ভ্ৰী-মধ্যেতে তিল দেখি চিনিমু ইহারে ॥ এত শুনি রাজমাতা আপন পাশরে । দময়ন্তী কোলে করি আক্রজল ঝরে ॥ এতকাল অজ্ঞাত আছহ মম ঘরে । কি কারণে পরিচয় না দিলা অীমারে ॥ তোমার জননী গো আমার সহোদরা । সুদাম রাজার কন্যা ভগিনী আমরা ॥ বীরবাহু মম পতি ভীম তব পিতা 17 এ কারণে তুমি মম ভগিনী দুহিত। । শুনি দময়ন্তী তবে প্রণাম করিল। বিনয় পূর্বক তারে কহিতে লাগিল । পিতৃ-মাতৃবিহীন যুগল শিশু আছে । জনক জননী মম দুঃখ পাইতেছে । আজ্ঞা কর আমারে গো করিতে গমন শুনি রাজমাতা আজ্ঞা দিলা সেইক্ষণ ॥ দিব্য বস্ত্ৰ অলঙ্কারে করিয়া হবেশ । দিব্যরথ দিয়া পাঠাইল নিজ দেশ ॥ স্বদেব ব্রাহ্মণ সঙ্গে চলিল তখন । নানা দেশ ভ্ৰমি গেল পিতার ভবন । শুনিল ভামের পত্নী আইল তনয় । উৰ্দ্ধমুখে ধায় রাণী মুক্ত কেশ হৈয় । পিতা মাত পুত্ৰ কন্য। কৈল সম্ভাষণ । একে একে মিলিল যতেক বন্ধুজন ॥ ভোজন করিয়া ভৈমা করিল শয়ন । একাস্তুে কহেন মায়ে করিয়৷ ক্ৰন্দন । জীয়ন্ত আছি হে আমি ন করিহ মনে । কেবল আছয়ে তনু নলের কারণে ॥ নিশ্চয় নলের যদি না পাই উদ্দেশ । অনলের মধ্যে আমি করিব প্রবেশ ॥ এত শুনি মহাদেবী রাজস্থানে গিয় । কন্যার যতেক কথ। কহিল কান্দিয় ॥ নলের বিচ্ছেদে কন্য। প্রাণ ন রাখিবে } কন্যার বিচেছদে মম প্রাণ কিসে রবে ! এত শুনি নরপতি আনি দ্বিজগণে । চতুর্দিকে পাঠাইল নল অন্বেষণে ॥ সব দ্বিজগণে তবে বৈদভা ডাকিল । সবাকারে এইরূপে বচন বলিল ॥ । একাকা নির্জনে লৈয়া চিরি অৰ্দ্ধ সাড় কোন দোষে ছাড়ি গেল অনুরক্ত না ? যেই দেশে যেই গ্রামে করিল পয়ান সেই কথা জিজ্ঞাসহ সবে সেই স্থান । ইহার উত্তর যদি দেয় কোনজন । i দ্রুত আসি আমারে কহিব। সেইক্ষণ •
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।