৩৫৬ তুলসীর ধ্যান—ধ্যায়েদেৰীং নবশশিমুখীং পদ্ধবিম্বাধরোষ্ঠীং । [ মহাভারত । সারথি করিয়া আর কৌশলের রায় । আপনার রাজ্যে গেল লইয়। বিদায় ॥ তবে নল নরপতি শ্বশুরে কহিয়া । নিধধ রাজ্যেতে গেল কত সৈন্য লৈয় ॥ নিজ রাজ্যে আইলেন নল নরপতি । পুষ্কর নিকটে যান অতি শীঘ্ৰগতি ॥ পুষ্করে বলিল তোরে রাজ্য দিয়া । অরণ্যে গেলাম আমি দেবনে হরিয়া ॥ পুনঃ তব সহিত খেলিব একবার । আপনার আহ্বা পণ করিব এখার ॥ জিনিলে তোমার আত্মা হইবে আমার । হারিলে আমার আত্ম হইবে তোমার । দৃত্যক্রীড় করছ আনহ পাশাপারি । নহিলে উঠহ শীঘ্ৰ ধনুঃশর ধরি ॥ নলের বচন শুনি পুষ্কর হাসয়া । বলে বড় ভাগ্য মানি তোমারে দেখিয়া ॥ দময়ন্তা সহ তুমি প্রবেশিলে বনে । এই তাপ অনুক্ষণ জাগে মম মনে ॥ দময়ন্তী দেবনে ন কৈলা রাজা পণ । আমার বাঞ্ছিত বিধি করিল ঘটন ॥ এত বলি পুষ্কর আনিল পাশাপারি। ; দুই জনে বসিল আপন পণ করি ॥ জিনিলা নৃপতি নল হারিলা পুষ্কর । পুঙ্কর ভাবিল মনে জীবন দুস্কর ॥ . হারিয়া নলের হাতে উড়িল জীবন ; পুষ্কর কম্পিত তনু সজল নয়ন ॥ ধাৰ্ম্মিক অধৰ্ম্ম ভ}রু দয়ার সাগর । অমুজে চাহিয়া তবে বলে নৃপবর ॥ না ভাবিও পুঙ্কর নাহিক তব দোষ । } যতেক করিলা তাহে নাহি করি রোষ ॥ কলিতে করিল সব দৈব নিবন্ধন । }পূর্ববমত নিৰ্ভয়ে থাকহ হৃষ্টমন । ং এত শুনি করপুটে বলিছে পৃক্ষ । তব কাত্তি ঘুষিবেক দেব-দৈত নর ॥ বহু দোষে দোধা আমি ক্ষমিল আমারে । তোমার সদৃশ ক্ষমা নাছি চরাচরে ॥ এত বলি প্ৰণমিয়া পড়িল ধরণী । আশ্বাস কুরিল তারে নল নৃপমণি ॥ পাত্র মিত্ৰগণ আর নগরের প্রজা । সর্ববলোকে আনন্দিত নল হৈল রাজা ॥ দ্বিজগণে পাঠাইয়া বৈদন্ত্ৰী আনিল । দীর্ঘকাল মহাসুখে রাজত্ব করিল ॥ কত দিনে নরপতি চিন্তি মনে মন । ইন্দ্রসেনে রাজ্যভার করিল অপর্ণ ॥ নিজ পুভ্ৰে করি রাজা নল নরপতি । স্বগলোকে গেল রাজা মহিষী সংহতি ॥ বৃহদশ্ব বলে রাজা শুনিলা সকল । তোমার অধিক দুঃখ পেয়েছিল নল ॥ সম্পদ কাহার কভু নাহি রহে চির । ক্ষণমাত্র রহে যেন জায়ারের নীর ॥ পরসার্থ চিন্তা রাজ কর অনুক্ষণ । ঃথ সুখ হয় সব কৰ্ম্ম নিবন্ধন ॥ নলের চরিত্র আর কলির শাসন । এক মন হইয়া শুনিবে যেই জন ॥ খণ্ডয়ে বিপদ ভয় স্ববাঞ্ছিত পায় । বংশবৃদ্ধি হয় তার সুখে কাল যায় ॥ কদাচ কলির বাধা নাহি হয় তারে । যতেক সঙ্কট ভয় তাহ হৈৃত তরে ॥ তব দুঃখ নৃপতি গণ্ডিবে অল্প দিনে । এত বলি আক্ষবিদ্যা দিলেন রাজনে ॥ সভা সম্ভাষিয়া মুনি ঋরিল গমন । প্রণাম করেন তারে ধর্মের নন্দন ॥ কাম্যবনে ধৰ্ম্মপুত্ৰ চাfর স-হাদর । অৰ্জ্জুন বিচ্ছেদে সদ; কাতর অন্তর ॥ পুণ্যকথা ভারতের শুনে পুণ্যবান। পৃথিবীতে হথ নাহি ইহার সমান । হরির ভাবনা বিনা অন্য নাহি মন । | সদাকাল হয় তার গোলোকে গমন ॥ | মজুণের বিরহে পাওবগণের শোক । জনমেজয় বলেন কহ মুনিরাজ । পার্থ বিল কেমনেতে রহে পাণ্ডুরাজ ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।