-sলক মাত্ৰ দ্বেতাঙ্গং তা-মভরবরদাং শ্বেতপদ্মাসনস্থাং। ননি দেখি যুধিষ্ঠির সহ ভ্রাতৃগণ । দলেন প্রণাম করি বসিতে আসন ॥ ৭৮ছাসেন কি হেতু আইলা মুনিবর । লালম্ব করিয়া মুনি করিল উত্তর ॥ চন্দ্র অনুসারে আমি করি পর্য্যটন । একদিন সুরপুরে করিনু গমন ॥ atথয় আশ্চৰ্য্য বোধ করিলাম মনে । ইন্দুসহ অৰ্জ্জুন বসেছে একাসনে । মামারে কহিল তবে সহস্ৰলোচন । যুধিষ্ঠির স্থানে তুমি করহ গমন ॥ কহিব! সংবাদ এই তাছার গোচরে । কুশলে নিবসে পার্থ অমরনগরে ৷ সব কার্ষ্য সাধি অস্ত্রপারগ হইলে । স্বাসবেন ধনঞ্জয় কতদিন গেলে ॥ ভ্রাতৃগণ সহ তুমি তীর্থে কর স্নান । তপ আচরণ কর দ্বিজে দেহ দান ॥ কিন্তু আমি কর্ণেরে যে ভালমতে জানি । অৰ্জ্জুনের ষোল অংশে তারে নাহি গণি ॥ ভfর ভয় অন্তরে যে আছে ধৰ্ম্মরায় । চ ত্যজ ধৰ্ম্ম তার করিবে উপায় ॥ শুক ভ্রাত পার্থ যে কহিল সমাচার । মবেদন করি শুন কুন্তীর কুমার ॥ মালয়ে হৈমবতী করিয়া সেবন । Sরাসের অগোচর পাইয়াছে ধন ॥ সমুদ্র মথনে যেই অস্ত্র উপজিল । দন্ত্রসহ পাশুপত পশুপতি দিল ॥ য অস্ত্র থাকিলে হস্তে ত্ৰৈলোক্য অজিত । ঠন অস্ত্র দিল যম হ’য়ে হরষিত ॥ কুবের বরুণ যম দিল অস্ত্ৰগণ । সম্প্রীতে আছয়ে হথে ইন্দ্রের ভবন ॥ মৃত্য গীত বিশ্ববস্বতনয়। শিখায় । ভরি হেতু তাপ না ভাবিও সৰ্ব্বদায় ॥ আমারে বলিল পুনঃ বিনয় বচন । আপনি থাকিয় তীর্থ করাবে ভ্রমণ ॥ তীর্থে নিবসয়ে দৈত্য দানব দুর্জন । ইনি রক্ষা করিৰ আমার ভ্রতুগণ ॥ | ՎԶՓ:Տ রাখিল দধীচি যেন দেব পুরন্দরে । অঙ্গির রাখিল যেন দেব দিবাকরে ॥ ইন্দ্রের বচনে তব অমুজ সম্মতি । তীর্থস্থানে নরপতি চল শীঘ্ৰগতি ॥ দুইবার দেখিয়াছি তীর্থ আছে যথা । তব সহ যাইব তৃতীয়বার তথা ॥ বিষম সঙ্কট স্থানে আছে তীর্থগণ । বিনা সব্যসাচী যেতে নারে অন্যজন ॥ তুমিও যাইতে পার রাজধৰ্ম্মবলে । পরাক্রম বিশেষ অনুজগণ মিলে ॥ হইবে বিপুল ধৰ্ম্ম অধৰ্ম্মের ক্ষয় । নিজ রাজ্য পাইবে হইবে শক্রজয় । লোমশের বচন শুনিয়া যুধিষ্ঠির । আনন্দেতে পুলকিত হইল শরীর ॥ চারি ভাই কৃষ্ণ সহ করিল স্বীকার । মুনিগণ চরণে করেন নমস্কার ॥ অভেদ্য কবচ সবে অঙ্গেতে পরিল । দ্রৌপদী সহিত রাজ রথে আরোহিল ॥ মার্গশীর্ষ মাস শেষ পুৰ্ব্বমুখে গতি । তীর্থযাত্রা করিলেন পাণ্ডব স্বকৃতী ॥ মহাভারতের কথা অমৃত লহরী । শুনিলে অধৰ্ম্ম খণ্ডে পরলোকে তরি ॥ যুধিষ্ঠিরের তীর্থযাত্রা ও অগস্তোপাখ্যান । চলিলেন ধৰ্ম্মরাজ সহ মুনিগণে । কতদিনে উপনীত নৈমিষ কাননে ॥ গোমতীতে স্নান করি, করি বহুদান । তথা হৈতে পরতীর্থে করেন পয়ান ॥ যেস্থানে প্রয়াগতীর্থে যমুনা সঙ্গম । কতদিনে উপনীত অগস্ত্য আশ্রম ॥ লোমশ কহিল তবে পুৰ্ব্ব বিবরণ । দৈত্য মারি আপ্রম করিল তপোধন ॥ স্বচ্ছদে সকল পৃথিবী করিল ভ্রমণ । একদিন শুন রাজা তার বিবরণ ॥ একদিন এক গর্তে দেখে মুনিরাজ । পিতৃগণ অধোমুখে আছে তার মাঝ a
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।