পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গার স্তোত্র-দেবি স্বরেশ্বরি ভগবতি গঙ্গে । নপৰ্ব্ব । ] כי-לגא রাজ্য ধৰ্ম্মরাজ্য একত্র মিলিত । নারীর যৌবন যথা স্বামীর বিহনে । এর যে রাজ্য পূর্বে অৰ্জ্জুন-শাসিত ৷ বুল তথা ব্যর্থ না দেখিলে শক্রগণে । সকল রাজ্য হৈল তাহে অনুগত ৷ দিয়া সবাই থাকয়ে শত শত | নতু পত্তি যত.কে করে গণন । দ্র সমান সব অপ্রমিত সেনা 7 দেবরাজ যথা অমর সমাজে । mধন মহারাজ পৃথিবীর মাঝে ॥ দিন সভায় বসিয়া কুরুপতি । নি বলিছে তারে শুন পৃথ্বী-পতি ॥ ৰূল ভারত-বংশ হৈল তোমা হৈতে । মহারাজ হৈলা ভুবন মাঝেতে ॥ হস্তী রথ পত্তি চতুরঙ্গ দল । রর জিনিয়া রত্ন ভাণ্ডার সকল ॥ rল বৈভব তব ইন্দ্রের সমান । মনে করি আমি এক মন্দজ্ঞান ॥ পুষ্প ন হইল ঈশ্বর পর্য্যাপ্ত । নে নাহিক হয় ব্রহ্মাণ্ড স্থতৃপ্ত ॥ ম্পদ ভুঞ্জিয়া বান্ধব নহে তুষ্ট । ম্পন শক্ৰগণ না করিল দৃষ্ট ॥ ংকল ব্যর্থ করি পুৰ্ব্বাপর কয় । অনুতাপ মম জাগিছে হৃদয় ॥ তৃপ্ত আছে তব গুণে যত বন্ধু । বা পুরিয়৷ তোমা শুদ্ধ যশ-ইন্দু ॥ কল অতুল ঐশ্বৰ্য্য যে হইল । মাত্র এ সম্পদ শত্র না দেখিল ॥ ভাল মন্ত্রণা না করিলাম সব । ছড়ি বনে পাঠাইলাম পাণ্ডব ॥ রর অন্তে যদি আপিতাম স্থল । নিত্য দেখাতাম বিভূতি সকল ॥ মলে দগ্ধ সদা হৈত পঞ্চজন । P বস্ত্রের সম বাজিত সঘন ॥ ধfয় রহিল গিয়া নির্জন কাননে । Rfর ঐশ্বৰ্য্য এত জানিবে কেমনে ॥ বলে যা কহিলে গন্ধারাধিকারী । অনুশোচি আমি দিবস শর্কবরী ॥ - - | i | ! t বৈভব বিনষ্ট হয় বৈরীরে রাখিলে । বিধির নিয়ম ইহা জানি আমি ভালে ॥ যতদিন ইহা সব না দেখে পাণ্ডব । লাগয়ে আমার মনে বিফল এ সব ॥ কিন্তু এক করিয়াছি বিচার নির্ণয় । বুঝিয়া করহ কাৰ্য্য উচিৎ যে হয় ॥ প্রভাস তীর্থের তীরে তপস্বীর বেশে । বাস করে শত্ৰীগণ তথা নানা ক্লেশে ॥ চল সবে যাব তথা স্নান করিবারে । হইবে অনন্ত পুণ্য স্নানে তীর্থনীরে ॥ হয় হস্তা রথ পত্তি চতুরঙ্গ দল । সবাকার পরিবার ভূ ত্যাদি সকল ॥ ইন্দ্রের অধিক তব বিপুল বৈভব । দেখিয়া দ্বিগুণ দগ্ধ পাইবে পাণ্ডব ॥ ঘোষযাত্রা করি সর্বব লোকেতে কহিবে । কিন্তু ভীষ্ম দ্রোণ দ্রোণী কেহ না জানিবে l ইহার বিধান এই মম মনে আসে । এক যাত্রা দুই কার্য্য হইবে বিশেষে ॥ কর্ণের এতেক বাণী শুনি সেই ক্ষণ । সাধু সাধু প্রশংসা করিল দুৰ্য্যোধন ॥ ঃশাসন জয়দ্ৰথ ত্ৰিগৰ্ত্ত প্রভূতি । সাধু সাধু বলি উঠে যতেক দুৰ্ম্মতি ॥ কণবলে বিলম্ব না কর কুরুপতি । হসজ্জ সকল সৈন্য কর শীঘ্ৰগতি ॥ যত বন্ধু বান্ধব সহিত পরিবার । নারীগণ শুনি হৈল আনন্দ অপার ॥ দ্রৌপদীর সহিত দেখা দ্বিতীয় উৎসব । তার্থস্নান তৃতায় চিন্তিয়া এই সব t বিশেষ সস্তুষ্ট নারা যাত্রা মহোৎসবে । সৰ্ব্বকাল বন্দীরূপে থাকে বদ্ধভাবে ॥ নৃযান গোযান আর অশ্বমান সাজে । রথ রথা চলিল পদাতি পদব্রজে ॥ বাহিনী সাজিছে বহু বাজিছে বাজনা । সমুদ্র সদৃশ সেনা কে করে গণন ॥