"9bూ8 রাখিয়া আপন সেনা অপার বিক্রমে । প্রহরেক পর্যন্ত যুঝিল বহু শ্রমে ॥ তবেত গন্ধৰ্ব্ব মনে করিল বিচার । জানিল কৌরব সেনা রণে অনিবার ॥ মায়া বিন। এ সকল নারিল জিনিতে । মায়ার পুত্তলি এই বিচারিল চিত্তে ॥ রথ লুকাইল তবে নাহি দেখি আর । অন্তৰ্দ্ধান হইয়া করিল অন্ধকার ॥ অন্তরীক্ষে পড়ে বাণ দেখি সৰ্ব্বজনে । অছিদ্রে বরিষে যেন ধারার শ্রাবণে ৪ কোথায় গন্ধৰ্ব্ব আছে কেহ নাহি দেখে । বৃষ্টি হেন অস্ত্র সব পড়ে বীকে বাকে ॥ মুখে মাত্র মার মার শুনি সবাকার । সৈন্যেতে অক্ষত জন না রহিল আর ॥ পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী । হয় হস্তী রথ রথী কে করে অবধি ॥ কতক্ষণ রণ সহি ছিল কর্ণবীর । তাহার সহিত কিছু সৈন্য ছিল স্থির । শূন্য তৃণ ছিন্ন গুণ অঙ্গে জলশ্রম । বিষ4বদন সবে হয় মনোভ্ৰম ॥ সহিতে না পারি ভঙ্গ দিল কর্ণবীর । পলায় কৌরব সেনা ভয়েতে অস্থির ॥ অম্বর নাহিক কার নাহি বান্ধে কেশ । পলায় সকল সৈন্য পাগলের বেশ ৷ কতক্ষণ সহে যুদ্ধ প্রাণ ব্যগ্র তায় । হেনকালে চিত্ৰসেন আইল তথায় ॥ দুৰ্য্যোধনে ডাকি বলে পরিহাস বাণী । গগনে গরজে যেন ঘোর কাদম্বিনী ॥ আরে মন্দমতি দুষ্ট রাজ দুর্য্যোধন । মনুষ্য হইয়া কর গন্ধৰ্ব্ব হেলন ॥ কোথা তোর সে বন্ধু সহায় সমুদিত । একেল ছাড়িল কেন স্ত্রীগণ সহিত ॥ এই অহঙ্কারে নাহি দেখহ নয়নে । আজিকার রণে যাবি শমন-সদনে ॥ মম মতি-রাস্তাং তব পদ-কমলে । কর্ণ ভঙ্গ দিল রণে, পলায় ত্ৰিগৰ্ত্তনাথ, যত যত মহাবীর, [ মহাভারত । চিত্রসেনের যুদ্ধে জয় ও নারীগণের সহিন্ত দুৰ্য্যোধনের বঞ্চন । আকুল গন্ধৰ্ব্ব বা.ে পলায় সকল সেনাপতি । সোঁবল শকুনি সা: কর্ণ দুঃশাসন বিবিংশতি ॥ রণেতে নাহিক স্থি প্রমাদ গণিয়৷ সৰ্ব্বজন । কে করে কাহার লেখা,কেবলরাখিয়া এক নারীবৃন্দ সহ দুর্য্যোধন ॥ মহা ত্র্যস্ত হয়ে যায়, নারীপানে নাহি চা রথ চালাইয়া দ্রুতগতি । অশ্ব গজ ধায় রড়ে, পদেতে পদাতি প:ে উঠে হেন নাহি শকতি ॥ তবে দুৰ্য্যোধনে কয়, দুষ্টমতি পাপাশ না জানিস গন্ধৰ্বব কেমন । আরে মন্দ মতিমান, ভালমন্দ নাহি জ্ঞা অহঙ্কারে করিস্ হেলন ॥ ন জানিস নিজ বল, এখন উচিত ফ মম হস্তে অবশ্য পাইবে । লইব তোমার প্রাণ, ইহাতে নাহিক অ মনের বাসন পূর্ণ হবে ॥ এত বলি নিজ অস্ত্র, যুড়িলেক লঘু হস্ত, ' গন্ধৰ্ব্ব ঈশ্বর ক্রোধমনে । - অব্যর্থ জানয়ে সন্ধি, এবে সে হইল বন্দ, ধরিলেক রাজ দুর্য্যোধনে ॥ বন্দী হৈল কুরুশ্রেষ্ঠ, সপক্ষ দিলেন পৃষ্ঠ দোসর নাহিক আর সাথে । স্ত্রীবৃন্দ সহিত রাজা, রথে তুলি মহাতে । দ্রুতগতি যায় স্বর্গপথে ॥ - ঘোর আর্তনাদ করি, কান্দয়ে সকল নার হায় হায় ডাকে উচ্চৈঃস্বরে । কপালে কঙ্কণাঘাত, ঘন ডাকে জগন্নাথ, পার কর বিপদ-সাগরে ॥ আমি সৰ্ব্ব ধৰ্ম্মহীন, পাপকৰ্ম্ম প্রতিলি তব ভক্তি লেশ নাহি মনে । "
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।