পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. নাহং জানে তব মহিমানং । ত্রাহি কৃপাময়ি মা-মজ্ঞানং । [ মহাভারত واسbلايته কুলের কলঙ্ক আর, ভয়াম্বিতা অবলার, কহিল যতেক পার্থ অন্যথা না করি। রক্ষা হেতু হইয়া অস্থির ॥ সে মম পরম শক্র আমি তার বৈরী ॥ বিষম নিগ্ৰছ জানি, বিচারিয়া ধৰ্ম্মমণি, আত্মপক্ষে ঘরে দ্বন্দ্ব করিব যখন । অর্জনেরে কহেন বিশেষ । তার শত সহোদর আমরা পঞ্চজন ॥ শীঘ্ন আন দুর্য্যোধনে, কহি চিত্রসেন স্থানে, সেই দ্বন্দ্ব হয় যদি পরপক্ষগত । যবং না যায় নিজ দেশ ॥ তখন আমরা ভাই পটুপাত্তর শত ॥ বিনয় পূর্বক তথা, কহিবে মধুর কথা, আর এক কথা শুন বিচারিয়া মনে । বহুবিধ আমার বিনয় । যদি না আনিবে তুমি রাজ দুৰ্য্যোধনে । যদি তাহে সাধ্য নহে, দ্বৈপায়ন দাস কহে, দুষ্টবুদ্ধি অতিশয় রাজ চিত্রসেনে । দণ্ড দিবে উচিত যা হয় ॥ , পশ্চাৎ হইবে তার অহঙ্কার মনে ॥ লইবেক দুর্য্যোধনে সহ নারীবৃন্দ । অমরমণ্ডলী যথা আছেন সুরেন্দ্র ॥ ধৰ্ম্মাঙ্কায় ভীমাৰ্জ্জুনের যুদ্ধে যাত্রা ও নারীগণের , সবাকার জগ্রে করিবেক সমাচার । সহিত দুর্য্যোধনের মুক্তি । জিনিলু কৌরব-সেন রণে আনবার ॥ যুধিষ্ঠির বলিলেন যাও শীঘ্ৰগতি । যুধিষ্ঠির পঞ্চজন তথায় আছিল । গন্ধৰ্ব্ব না যায় যেন আপন বসতি ॥ যত মোর পরাক্রম সকলে দেখিল ॥ ছাড়াইয়া আন গিয়া প্রধান কৌরবে । তাহার কুলের বধু সহ দুৰ্য্যোধনে । প্রণয় পূর্বক হৈলে দ্বন্দ্ব না করিবে ॥ বান্ধিয়া আমিনু দেখিলেন সৰ্ব্বজনে ॥ এত যদি কহিলেন ধৰ্ম্ম নরপতি । বারণ করিতে শক্তি নহল কাহার । গৰ্জ্জিয়া উঠির ভীম অর্জুন হমতি ॥ কহিবে ইন্দ্রের অগ্রে এই সমাচার ॥ ধন্য মহাশয় তুমি ধৰ্ম্ম অবতার। শুনিয়া হাসিবে যত অমর-সমাজ । এখনো ঈদৃশ বুদ্ধি অদৃষ্ট আমার ॥ অবজ্ঞা করিবে তোমা ইন্দ্র দেবরiজ ॥ আমা সবাকারে দুষ্ট যতেক করিল। তুমি যে অবজ্ঞা কর ভাবিয়া বিপক্ষ । কাল পেয়ে সেই বৃক্ষ এখন ফলিল ॥ দেবত। জানিবে তুমি বলেতে অশক্য ॥ অহৰ্নিশি জাগে সেই মনের অনিষ্ট । আনিতে বলিনু আমি ইহা মনে করি । গন্ধৰ্ব্ব করিল তাহ ঘুচিল অরিষ্ট ॥ নহে দুৰ্য্যোধন মম কোন উপকারী ! অধৰ্ম্মে বাড়ায় রাজা অধৰ্ম্মীর মুখ । শুনিয়া উঠিল কোপে বার ধনঞ্জয় । তাহা দেখি নিত্য পাই পরম কৌতুক । এমত কহিবে তুষ্টবুদ্ধি পাপাশয় ॥ ক্রমে ক্রমে সকল সংলার করে জয় । এই দেখ মহাশয় তোমার প্রসাদে । কাল পেয়ে মুলের সহিত নষ্ট হয় ॥ ন জীবে গন্ধৰ্ব্ব আজি পড়িল প্রমাদে ৷ যত দ্বন্দ্ব করিল কৌরব দুরাশয় । এত বলি মহাক্রোধে উঠিয়া অৰ্জ্জুন । নিঃশক্র হইল রাজা চল নিজালয় ॥ এতেক কহেন যদি ভাই দুইজন । মনেতে চিন্তেন তবে ধৰ্ম্মের নন্দন ॥ বিনা ক্রোধে কাৰ্য্যসিদ্ধি না হয় নিশ্চয় । ওঁৰে ধৰ্ম্ম কহে সম্বোধিয়া ধনঞ্জয় ॥ গাণ্ডাব নিলেন হস্তে বান্ধি যুগ্ম তুণ ॥ যুধিষ্ঠির প্রণাম করিয়া কৃতাঞ্জলি । রথে চড়ি চলিলেন শ্ৰীগোবিন্দ বলি ॥ পবনগনন জিনি চলে স্বৰ্গপথ । ক্ষণে উত্তরিল যথা চিত্তসেন রথ ॥