পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిసెb ইন্দ্রমুকুট-মণি-রাজিত চরণে। স্থখদে শুভদে সেবক-শরণে ॥ [ মহাভারত। বুদ্ধিতে পাণ্ডব যদি গুপ্তবাসে তরে । অনর্থ করিবে আসি মহাক্রোধ ভরে ॥ ইন্দ্রতুল্য পরাক্রম এক একজন । কাহার হইবে শক্তি করিতে বারণ ॥ ভূমি আমি মাতুল ত্রিগর্ত দুঃশাসন । মহাশ্রম করিলে না পারি কদাচন ॥ মন্ত্রণা করিয়া যদি সংহারিতে পারি । অনায়াসে উদ্বেগ সাগর হৈতে তরি ॥ স্থযুক্তি ইহার এই লয় মম মন । আনিব দ্রুপদ সুতা করিয়া হরণ ॥ দ্রুপদনন্দিনী হয় পাণ্ডবের প্রাণ । অশেধ সঙ্কটে নিত্য করে পরিত্রাণ ॥ সে কারণে কহি আমি এ সব সম্মত । গুপ্তবেশে তথায় যাউক জয়দ্ৰথ ॥ বুদ্ধিবলে বিশারদ তারে ভাল জানি । প্রকার করিয়া যেন হরে যাজ্ঞসেনী ॥ লুকাইয়। রাখিবে দ্রৌপদী গুপ্তস্থানে । খুজিয়া পাণ্ডব যেন না পায় সন্ধানে ॥ কৃষ্ণর বিচ্ছেদে তবে পাইবেক শোক । এইরূপে পঞ্চ ভাই হইবে বিয়োগ । নিষ্কণ্টক হবে রাজ্য ঘুচিবে জঞ্জাল । নির্বিবরোধে রাজ্যভোগ করি চিরকাল ॥ তোম। সবাকার যদি হয় এ সম্মতি । তবে সে কর্তব্য এই লয় মম মতি ॥ এতেক কছিল যদি কৌরবপ্রধান । প্রশংসা করিল তবে মন্ত্রী জ্ঞানবান ॥ পন্য ধন্য মহাশয় মন্ত্রণ তোমার । করিলে যে মন্ত্রণ। এ সংসারের সার i অবশ্য কর্তব্য এই সবাকার মত । গুপ্তবেশে তথায় যাউক জয়দ্ৰথ ॥ দুষ্টমতিগণ যদি এতেক কহিল । শুনিয়া নৃপতি তবে আনন্দ হইল ॥ তবে জয়দ্রথে আজ্ঞা দিল দুৰ্য্যোধন । অতি শীঘ্ৰ কাম্যবনে করহ গমন ॥ সাবধান হইয়া রহিবে চুড়ামণি । বুদ্ধিবলে হরিয়া আনিবে যাজ্ঞসেনী ॥ এতেক কহিল যদি কৌরব-ঈশ্বর । مسیحیح----------- কতক্ষণে জয়দ্ৰথ করিল উত্তর ॥ তোমার আজ্ঞাতে আমি যাই কাম্যবন । কিন্তু,পাণ্ডবেরে সবে জানহ কেমন ৷ দ্বিতীয় শমন তুল্য একৈক পাণ্ডব । শতাংশে সমান তার নহি মোরা সব । বিশেষে আপনি মনে কর অবধান । এক পার্থ গন্ধৰ্ব্ব-সমরে কৈল ত্ৰাণ । জীয়ন্ত বাঘের চক্ষু আনে কোন জনে । কার শক্তি হিংসিবে সে পাণ্ডুপুত্ৰগণে । যদি বা তোমার বাক্য নাছি করি আন নিমিযেকে বৃকোদর বধিবেক প্রাণ - বিশেষ দ্রুপদস্থত লক্ষী অবতার । মহাবল পঞ্চভাই রক্ষক তাহার ॥ একান্ত থাকিবে যার জীবনের আশ । সে কেন করিবে হেন দুরন্ত প্রত্যাশা ৷ জয়দ্ৰথ-মুখে তবে এই বাক্য শুনি । বিনয় পুৰ্ব্বক তারে কছে নৃপমণি ৷ কহিলে যতেক তুমি আমি সব জানি । পাণ্ডবের সম্মুখে কে হরে যাজ্ঞসেনী ॥ কি ছার কৌরব-সেন। কর্ণ গণি কিসে । অন্যে কি করিবে যারে দণ্ডপাণি ত্রাসে । এক পার্থ জিনিলেক এ তিন ভুবন । স্বরাহর নাগ নরে সম কোন জন ॥ অলক্ষিতে যাবে তথা কেছ না দেখিবে । বুদ্ধিবলে যাজ্ঞসেনী হরিয়া আনিবে ॥ সন্নিকটে সতত থাকিবে সৰ্ব্বজনে । অতি সঙ্গোপনে যেন কেহ নাহি জানে । স্নানদানে সবে যবে যাবে চারিভিত । সেইকালে তথায় হইবে উপনীত ॥ হরিয়া ক্রপদস্থত। প্রকার বিশেষে । যত্ন করি লুকাইবে অতি দূর দেশে ॥ খুজিয়া পাণ্ডব যেন উদেশ না পায় । ! তার শোকে পাণ্ডব মরিবে নিশ্চয় ॥ স্বসিদ্ধ হইবে তবে মনের অভাস্ট। লিঃসঙ্কটে রাজ্যভোগ করিব যথেষ্ট ।