Hতাপর্ব | ] জ্ঞা মাত্র আইলেন যত রাজগণ । রক্তে প্রণাম করিল সৰ্ব্বজন ॥ মতে করেন আজ্ঞা ধর্মের নন্দন । যোগ্য স্থানেতে বসিল সৰ্ব্বজন ॥ থিবীর রাজগণ বসিল যখন । মুদ্রসভা হৈতে শোভ হইল তখন ॥ রিদ দেখিয়া সভা হৃদয়ে ভাবিয়া । ছিলেন ব্যাসদেবে একান্তে বসিয় ॥ তেক দেখহ বসিয়াছে রাজগণ । Iায় যুদ্ধ করি সবে হইবে নিধন ॥ মদিনে খণ্ডিবেক পৃথিবীর ভার। রস্পর মারি সবে হইবে সংহার ॥ রিদের মুখে এত শুনিয়া বচন । বস্ময় মানিয়া চিত্তে চিন্তে তপোধন ॥ ইবে অদ্ভুত হেন বিচারিল মনে । সুইজন বিন না জানিল অন্য জনে ॥ শিশুপাল বধ । মুনি বলে শুন পরীক্ষিতের; নন্দন । মধাময় রাজসূয় যজ্ঞের কথন । যুধিষ্ঠির সমাপন করিলেন যাগ । তুষ্ট করিলেন দিয়া যার যেই ভাগ ॥ দক্ষিতে লইল পূজা দেব পিতৃ ভূপে । ব্রাহ্মণে দক্ষিণ দিতে কহিলেন কৃপে ॥ যে রাজ্যে হৈতে আইল যত দ্বিজগণ । সে রাজ্যের রাজা আনিয়াছিল যত ধন ॥ দ্বিগুণ করিয়া তার দক্ষিণ যে দিল । আনন্দেতে দ্বিজগণ দেশেতে চলিল ॥ এক দ্বিজ দুই চারি লইয়া রাখাল । দেশতে চালায়ে দিল যার যেই পাল ॥ কেই অশ্ব গজ পৃষ্ঠে কেহ চড়ি রথে । সস্ট্রের শকট চালাইয়া দিল সাথে ॥ দক্ষিণ পাইয়া দ্বিজগণ গেল দেশে । গঙ্গাপুত্ৰ বলিছেন ধৰ্ম্মপুত্ৰ পাশে । শহদুর হইতে আইল রাজগণে । বৎসর হইল পূর্ণ তোমার ভবনে ॥ শঙ্খশাঙ্গ-সমাযুক্ত বামপাণিদ্বয়াম্বিভাং । ૨૭છે সবাকার পূজা কর বিবিধ বিধানে । যজ্ঞপূর্ণ হৈল সবে যাউক ভবনে ॥ যথাযোগ্য জানি রাজা পূজ ক্রমে ক্রমে । শ্ৰেষ্ঠজন জানি অগ্ৰে পূজহ প্রথমে ॥ এত শুনি যুধিষ্ঠির ভীষ্মের বচন । ভাল বলি সহদেবে করেন স্মরণ ॥ আজ্ঞা মাত্র সহদেব তখনি আইল । অৰ্ঘ্যপাত্ৰ লইয়া সম্মুখে দাণ্ডাইল ॥ যুধিষ্ঠির জিজ্ঞাসেন শুন পিতামহ । কাহারে পূজিব অগ্রে শ্রেষ্ঠ কেবা কহ ॥ ভীষ্ম বলে বৃষ্ণিবংশে বিষ্ণু অবতারু। উদ্দেশে মহেন্দ্র আদি পূজা করে যার ॥ সৰ্ব্ব অগ্রে অর্ঘ্য দেহ চরণে র্তাহার। তারাগণ মধ্যে যেন চন্দ্রের তাকার ॥ ভকতবৎসল সেই কৃপা অবতার। র্তার অগ্ৰে অৰ্ঘ্য পায় নাহি হেন আর ॥ তবে অৰ্ঘ্য দেহ বীর রাজগণ শিরে । এত শুনি আনন্দিত সহদেব বীরে ॥ অৰ্ঘ্য দিয়া গোবিন্দ-চরণ পুজা করে । হৃন্টচিত্ত হ’য়ে কৃষ্ণ লইলেন করে ৭ কৃষ্ণে পুজি আনন্দিত পাণ্ডুপুত্ৰগণ । সহিতে নারিল দামুঘোমের নন্দন ॥ জ্বলন্ত অনলে যেন স্নত দিল ঢালি । ভীষ্মা আদি সবাকারে ক্রোধে পাড়ে গালি ॥ রাজসূয় যজ্ঞপূর্ণ কৈল কুরুবর । - দেখিয়া কৃষ্ণের পূজ। চেদীর ঈশ্বর ॥ ক্রোধেতে অবশ অঙ্গ বলে বার বার । ওহে ভীষ্ম এ তোমার কিমত বিচার ॥ সভাতে আছয়ে যত রাজস মার । পৃথিবীর যত রাজা দ্বায়েতে তোমার ॥ রাজসূয় যজ্ঞে আও পূজিবেক রাজ । কোন রাজপুত্র কৃষ্ণ, তার কৈল পূজা ॥ কোন রূপে পূজাযোগ্য ছয় দামোদর। কহ শুনি ওহে ভীষ্ম সভার ভিতর ॥ বড় দেখি পূজা যদি চাহ করিবারে । | দ্রুপদেরে ছাড়ি কেন পুজহ ইহারে । ,
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।