পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নমঃ কমলনেত্রায় হরয়ে পরমাত্মনে।

 তুষ্ট হইয়া দেবগণ ব্রম্ভারে বলিল।
 বাসুকি হইতেসিন্ধু মন্থন হইল।।
 মাতৃশাপে বাসুকীর দেহে কলেবর।
 আজ্ঞা কর পিতামহ খণ্ডে যেন ডর।।
 বম্ভা বলে জরৎকারী ভগিনী তোমার।
 তার পুত্র করিবেক নাগের নিস্তার।।
 বাসুকী শুনিয়া হৈল আনন্দিত মন।
 জরৎকারু জন্য চর কৈল নিয়োজন।।
 চরগণে ডাকিয়া বলেন অলক্ষিতে।
 জরৎকারু দেখা হইলে কহিবা ত্বরিতে।।
 যাহা জিজ্ঞাসির সৌতি বলে মুনিগণে।
 বাসুকী ভগিনী দিল তাহার কারণে।।
        --
    পরীক্ষিতের ব্রম্ভশাপ
   সৌতি বলে এইরূপে গেল বহুকাল।
 পাণ্ডুবংশে হইল পরীক্ষিত মহাপাল।।
 মহাপূণ্যবান রাজা প্রতাপে মিহির।
 কৃপাচার্য্য-শিক্ষায় সকল শাস্ত্রে ধীর।।
 সত্য দয়া ক্ষমা যজ্ঞ দানে বড় রত।
 মৃগয়াতে প্রিয়া বনে ভ্রমে অবিরত।।
 দৈবে রাজা একদিন বিন্ধিয়্যা হরিণে।
 পলায় হরিণ পাছে ধাইল আপনে।।
 পরীক্ষিত-বাণে জীবে কাহার জীবন।
 পলাইয়া গেল্মৃগ দৈব-নিবন্ধন।।
 বহু দুরে অরণ্যে পশিল নরবর।
 দেখিতে না পায় মৃগ অরণ্যভিতর।।
 তৃষ্ণায় আকুল বড় হইল রাজন।
 শুনিয়া গভীর শব্দ গহন কানন।।
 শব্দ অনুসারে রাজা করিল গমন।
 বসিয়াছে একজন দেখিল রাজন।।
 আমি পরীক্ষিৎ বলি বলেন ডাকিয়া।
 দেখিলে কি গেল মৃগ কোন্ পথ দিয়া।।
 মৌনব্রতা আছে মুনি রাজা নাহি জানে।
 উত্তর না পেয়ে রাজা ক্রোধ হইল মনে।।
 একে ত রাজ্যের রাজা দ্বিতীয়ে অতিথি।
 উত্তর না দিল মোরে এ দূষ্ট প্রকৃতি।।
 এতভাবি নৃপতি কূপিত হৈল মনে।
 মৃত সর্প ছিল দৈবে তার সন্নিধানে।।
 ধনুহুলে করি সর্প গলে জড়াইল।
 অশ্ব আরোহণে রাজা হস্তিনায় গেল।।
 ব্রাম্ভণের পুত্র মুনি শৃঙ্গী নাম ধরে।
 কুশ নামে ত্রা সখা বলিল তাহারে।।
 কিবা গর্ব্ব কর আপনারে না জানিয়া।
 তোর বাপে রাজা দণ্ডে বনে দেখ গিয়া।।
 এত শুনি গেল শৃঙ্গী দেখিবারে বাপ।
 গলায় দেখিল বেড়া আছে মৃত সাপ।।
 ক্রুদ্ধ হইল শৃঙ্গী যেন জ্বলন্ত অনল।
 রাজারে দিলেন শাপ হাতে করি জল।।
 আজ হৈতে সাত দিনে পরীক্ষিত নৃপে।
 দংশিবে তক্ষক নাগ মম এই শাপে।।
 পুত্রের শুনিয়া শাপ দ্বিজে হইল তাপ।
 মৌনভঙ্গে দ্বিজবর করয়ে বিলাপ।।
 সন্তান অজ্ঞান তুমি করিলে কি কর্ম্ম।
 ক্রোধে তপ নষ্ট হয় প্রবল অধর্ম্ম।।
 রাজারে যে দিতে শাপ উচিত না হয়।
 রাজার প্রতাপে সব রাজ্য রক্ষা হয়।।
 রাজার আশ্রয়ে যজ্ঞ করে দ্বিজগণ।
 যজ্ঞ কৈলে বৃষ্টি হয় জন্মে শস্যধন।।
 দুষ্ট দৈত্য চোর ভয় রাজার বিহনে।
 রাজ্য রক্ষা হেতু ধাতা সৃজিল রাজনে।।
 রাজা দশশ্রোত্রিয় সমান বেদে বলে।
 হেন নৃপে শাপ দিয়া কুকর্ম করিলে।।
 অন্য হেন রাজা নহে রাজা পরীক্ষিৎ।
 পিতামহ সম রাজা স্বধর্মে পণ্ডিত।।
 ব্রতধারী বলি রাজা আমা নাহি জানে।
 ক্ষুধার্ত আইল রাজা আমার সদনে।।
 না করিলে গৃহধর্ম্ম, বিলা আর' শাপ।
 ক্কমা করি পুত্র তারে খণ্ড মনস্তাপ।।
 এত শুনি বলে শৃঙ্গী বাপের গোচরে।
 যে কথা বলিনু পিতা নাহি খণ্ডিবারে।।