. 8 রক্তপদ্মাসনস্থা চ মুকুটোজ্জ্বলমণ্ডিত । মহাভারত । কেমনে ইহারে পণ করিব দেবেনে । এত বলি ফেলি পাশ লইলেক জিনে ॥ ধৰ্ম্ম বলে সহদেব ধৰ্ম্মযজ্ঞ পণ্ডিত । আমার পরম প্রিয় জগতে বিদিত ॥ এবার সারিতে সহদেবে করি পণ । জিনিলাম বলি বলে গান্ধার’-নন্দন ॥ কপট চাতুরী বাক্য বলিল শকুনি । আর কি আছয়ে পণ কর নৃপমণি ৷ বৈমাত্রেয় দুই ভাই হরিলা সারিতে । ভীমাৰ্জ্জুনে হারিব না লয় মম চিতে ॥ ধৰ্ম্মরাজ বলে তব দেখি দুষ্প্রকৃতি । - ভ্রাতৃভেদ ভাষ কেন কহ মন্দমতি ॥ আমি আর পঞ্চ ভাই একই পরাণ । কি বুঝিয়া হেন বাক্য কহিলা অজ্ঞান ॥ ভীত হয়ে শকুনি বলিছে সবিনয় । সহজে পাশায় মত্ত স্বজনেতে হয় | পুনঃ যুধিষ্ঠির করিলেন এ উত্তর । তিন লোকে খ্যাত যে আমার সহোদর ॥ ছেলে তার পর দৈন্য সাগরের প্রায় । যেই দুই বীর কর্ণধারের কৃপায় ॥ হেলায় জিনিল দেবরাজে ভুজবলে । অগণিত গুণ যার খ্যাতি ক্ষিতিতলে ॥ * এ কৰ্ম্মেতে পণযোগ্য ন হ হেন নিধি । তথাপিও করি পণ অক্ষত্র ড়া বিধি ॥ শকুনি ফেলিয়। পাশ জিনিলাম বলে । ধনঞ্জয়ে জিনি হৃষ্ট হয় কুরুদলে ॥ ধৰ্ম্ম বলিলেন পণ করি এইবার । বলেতে মনুষ্যলোকে সম নহে যার ॥ ইন্দ্ৰ যেন দৈত্য দলি পালে সুরগণে । সেইমত পালে ভাম পাণ্ডুর নন্দনে ॥ পাশায় এ পণযোগ্য নহে হেন ধন । তথাপিও করি পণদৈব নিৰ্ব্বন্ধন ॥ জিনিলাম বলি তবে বলিল শকুনি । আর কি আছয়ে পণ কর নৃপমণি ॥ এত শুনি বলিলেন ধম্মের নন্দন । আমি আছি কেবল আমারে করি পণ । জিনিয়া শকুনি বলে কপট আচার । পাপ কৰ্ম্ম করিলা হে কুন্তীর কুমার ॥ দ্রুপদনন্দিনী পণ করহ এবার । জিনিয়া করহ রাজা আপন উদ্ধার ॥ এ সকল থাকিতে আপন নাহি হারি । আপন থাকিলে হয় বহু ধন নারী ॥ রাজা বলে মাম না সম্ভবে এই কথা । কিমতে করিব পণ দ্রুপদ-দুহিতা ॥ লক্ষী অবতার রাজা তোমার গৃহিণী । র্তার ভাগ্যে কদাচিত পড়ে পাশ জানি ॥ বিপদে পড়িলে বুদ্ধি হারায় পণ্ডিত । শকুনির বচন যে মানিলেন হিত ॥ এতেক শুনিয়া কহিলেন যুধিষ্ঠির । পাশ! ফেল আর বার এই পণ স্থির ॥ শুনি কর্ণ দুৰ্য্যোধন হাসে থল থল । মহা আনন্দিত কুরু সোদর সকল ॥ বিপরীত দেখি কম্প হৈল সভাজন । ভীষ্ম দ্রোণ কৃপ হৈল সজল-নয়ন ॥ বিমর্ষ বিদুর বলিলেন অধোমুখে । জ্ঞানবন্ত লোক স্তব্ধ হৈল মহাশোকে । হৃষ্ট হয়ে ধৃতরাষ্ট্র ডাকিয়া বলিল । কে জিনিল কে জিনিল বলে জিজ্ঞাসিল । বহুকালে প্রকাশিল কুটিল আচার । না পারল লুকাইতে ধৃতরাষ্ট্র আর । এইমত সকল হারেন ধৰ্ম্মরায় । সভাপর্বব সুধারস কাশীদাস গায় ॥ পঞ্চ পাণ্ডবকে স ষ্টাতলস্থ করপ । হাসিয়া বলিল তবে সূর্য্যের নন্দন । দেখহ ইহারে হৈল দৈবের ঘটন। আমা সব মধ্যেতে তোমারে দিল লাজ । উপহাস কৈল পেয়ে আপন সমাজ ॥ এই ভীমাৰ্জ্জুন দেখ মাদ্রীর নন্দন । পুনঃ তোমা দেখি হাসে এই সৰ্ব্বজন ॥ বাতুল দেখিয় যেন হাসে সভাজনে । সেইমত কৈল তোম। আপন ভবনে ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।