বিরাটপৰ্ব্ব । ] ধরে বচনে আজ্ঞা দিল মৎস্যরাজ । গগ্রগতি দূত পাঠাইল পুরীমাঝ । মহাভারতের কথা অমৃত-সমান । কণীরাম দাস কহে শুনে পুণ্যবান । ষ্টুরে গোগুহে কুরুসৈঙ্গের গমন ও গো-হরণ । সংগ্রামে হারিয়া ত্রিগর্ত নরপতি । gগ্রসৈন্য নিরূৎসাহ অতি ক্ষুণ্ণমতি ॥ হেথায় উত্তরভাগে রাজা দুৰ্য্যোধন । ভীষ্ম দ্রোণ কৃপ কৰ্ণ গুরুর নন্দন ॥ দুমুখ দুঃসহ দুঃশাসন মহাবল । রথ রথী গজবাজী চতুরঙ্গ দল ৷ বড়িল আসিয়া যত মৎস্তের গোধন । ফুম করি মারি লইলেক গোপগণ ॥ পলাইল গোপগণ গোধন ছাড়িয়া । মৃষ্টি লক্ষ গোধন লইল চালাইয়া ॥ শাস্ত্রগতি গোপগণ রথ আরোহণে । 3"মfইতে গেল মংস্য রাজার ভবনে ॥ উওর নামেতে পুত্র বিরাট রাজার । প্ৰণাম করিয়া দূত কহে সমাচার । স্বধীন মহাশয় বিরাট নন্দন । গঃধন তোমার সব নিল কুরুগণ ॥ 5ৈক রক্ষক গোপগণেরে মারিয়া । গfধন তোমার সব যাইছে লইয়া ॥ ত্রিপতি উঠ রথে কর আরোহণ । রগণ জিনি নিজ রাখহ গোধন ॥ * অস্ত্রবিদ্যা শিক্ষা লোকে তুমি খ্যাত । "ণ দেশরক্ষা হেতু রাখিলেন তাত ॥ উমরি সংগ্রামে স্থির হবে কোন জন । ং চন মুহূর্তেকে নাশ কুরুসেন ॥
- "ঐ বসিয়া নাহিক কোন কার্য্য । {"ম লইয়া তারা যাবে নিজ রাজ্য । “ ঐ জিনি ইন্দ্ৰ যেন রাখে স্বরপুর। ***ত রক্ষা কর মৎস্যের ঠাকুর । *ইদের মধ্যে গোপ এতেক কহিল । শুনিয়া বিরাট-পুত্র উত্তর করিল।
- . -
S方 খটাঙ্গং দধতং ত্রিনেত্রবিলসৎ পঞ্চাননং হন্দৱং। 8\ყNo) কি কহিব গোপগণ কহনে না যায়। রাজ্যরক্ষণ হেতু তাত রাখিল আমায় । একগুটি সঙ্গে নাহি আমার সারথি । সারথি থাকুক দূরে নাহিক পদাতি ॥ মম পরাক্রম মত পাইলে সারথি । মুহূৰ্ত্তেকে জিনিবারে পারি কুরুপতি ॥ মত্ত গজগণে যেন তাড়ায় কেশরী ! দৈত্যগণে দলে যেন একা বজধারী ॥ সেইমত ধরিয়া কৌরব-সৈন্যগণ । এইক্ষণে ফিরাইব আপন গাধন ॥ একজন সারথি আমার যোগ্য হয় । এক রথে করিব কৌরব পরাজয় | ধনঞ্জয় বার যেন দলি দেবগণ । একেশ্বর করিলেন খাণ্ডব দহন ॥ পার্থবৎ মহৎ কৰ্ম্ম আজি যে করিব : একেশ্বর সর্ববসৈন্ত নিমিসে মরিব ॥ স্ত্রীগণের মধ্যে যদি এতেক কহিল । পার্থপ্রিয়া যজ্ঞসেনী তথায় আছিল । রাখিব বিরাট-লক্ষী বিচারিল মনে । দ্রুতগতি উঠি গেল অৰ্জ্জুনের স্থানে ॥ নৃত্যশালে পার্থসহ সব কস্তাগণ । সঙ্কেতে দ্রৌপদী তীরে বলেন বচন ॥ বিরাটের রাজ্য ভাঙ্গি যতেক গোধন । বলেতে লইয়া যায় কুরু-সৈন্তগণ ॥ ইহার উপায় তুমি চিন্তহু আপনি । রাখহ বিরাট-গাভ: কৰুগণ ॥৬fন ॥ অৰ্জ্জুন বলেন দেবি কিমতে এ হয় । মতfদন অনুমতি ধৰ্ম্মঃাজ নয় ॥ কুরুসৈন্য মধ্যে গেলে হইবেক খ্যাত । না জানি কি কহিবেন পাণ্ডুকুলনাথ ॥ দ্রৌপদী কহিল গাভী বুরুগণ নিলে । অধৰ্ম্ম হইবে তুমি বসিয় দেখিলে ৷ বিরাট নৃপতি ছয় বহু উপকারা । উপকারী জনে আমি হইলাম বৈরী ॥ সহায় বলিষ্ঠ তার কীচক মরিল। তোমা সবে দিয়া স্থল বিপাকে মজিল ॥