ক্ষেত্ৰতুঙ্গে সুতুলুক-ম বিরাটপৰ্ব্বাদ দরবেশ করিয়া উত্তর রাজস্থত । aথ আরোহণ করে অস্ত্র গুণযুত ॥ ছুদিকে নারীগণ করয়ে মঙ্গল । স্থানকালে উত্তরাদি বালিকা সকল ॥ ছিমলা চাহিয়া বলয়ে ততক্ষণ । সুন্তলা খেলাব মোরা যত কন্যাগণ । এই বাক্য তুমি মম করিও স্মরণ । যাদ্ধাগণ অঙ্গের যে বিবিত্র বসন ॥ ভষ্ম দ্রোণ প্রভূতি জিনিয়া বীরগণ । দবাকার অঙ্গ হৈতে আনিবে বসন ॥ কহেন ঈষৎ হাসি পার্থ ধনুৰ্দ্ধর । সংগ্রাম জিনিবে যবে তব সহোদর ॥ জানিব বসন রত্ন তোমার বাঞ্ছিত । এত বলি রথ মধ্যে বৈসেন ত্বরিত ॥ হেনকালে অন্তঃপুরে যত নারীগণ । অৰ্জ্জুন চাহিয়ে বলে করুণ বচন ॥ খাণ্ডব দহনে যেন জিনি পুরন্দরে । Hহায় হইয়। জয় দিলা পার্থবীরে ॥ সেইমত এখন জিনিয়া কুরুগণে । উত্তর কুমারে ল’য়ে আইস কল্যাণে ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাররম দাস কহে শুনে পুণ্যবান ॥ কুক্সৈন্তের সহিত যুদ্ধে উত্তরের গমন । ভূমিঞ্জয় কহে তবে ধনঞ্জয় প্রতি । রথ চালাইয়া তুমি দেহ দ্রুতগতি ॥ যথায় কৌরব-সৈন্য করহ গমন । *iণীতে দেখহ আজি তাদের মরণ ॥ *ত গর্বব হইল হরিল মম গরু । গর সমুচিত ফল পাবে আজি কুরু ॥ পুণঃ পুনঃ প্রতিজ্ঞা করিয়া বীর কয় । গুণি রথ চালালেন বীর ধনঞ্জয় ॥ আশুশে উঠিল রথ চক্ষুর নিমিষে । স্থত:ক উত্তরল কুরুসৈন্য পাশে ॥ বৈ থাকি উত্তর অর্জন প্রতি বলে । **মনে চালাও রথ কোথায় আনিলে ॥ .. ه ونسجC
ধান-ওঁ ভ্রাজচ্চত্তজটাধরং ত্রিনয়নং= 8V2& তথায় লইবে রথ যথায় গোধন । সমুদ্রের মধ্যেতে আনিলে কি কারণ ॥ পৰ্ব্বত সমান উঠে লহরী হিল্লোল । কৰ্ণেতে না শুনি কিছু পুরিল কল্লোল ॥ নৌকাবৃন্দ দেখিয়া ব্যাকুল হৈল চিত । কলরব জলজন্ত করে অপ্রমিত ॥ হাসিয়া অৰ্জ্জুন তবে বলিলেন তায় । সমুদ্র-প্রমাণ বটে জলনিধি প্রায় ॥ ধবল আকার যত দেখহ কুমার । জল নহে এই সব গোধন তোমার ॥ নৌকাবৃন্দ নহে সব মাতঙ্গমণ্ডল । না হয় লহরী রথ পতাকা সকল ॥ সৈন্য-কোলাহল শব্দ সিন্ধু গর্জে প্রায় । কৌরবের সৈন্য এই জানাই তোমায় ॥ উত্তর বলিল মম মনে নাহি লয় । না জানহ বৃহন্নলা"সমুদ্র নিশ্চয় ॥ সমুদ্র না হয় যদি হয় সৈন্যগণ । এ সৈন্য সহিতে তবে কে করিবে রণ ॥ দেবের দুস্তর এই সৈন্য সিন্ধুবত । মনুষ্য কি শক্তি ধরে তাহার অগ্রত ॥ এত সৈন্য পূৰ্ব্বে মম নাহি ছিল জ্ঞান । জন কত লোক বলি ছিল অনুমান ॥ মহা মহারথিগণ দেখি হৈল ভয় । পৃথিবীর ক্ষত্র যার নামে ধ্বংস হয় ॥ দেবতা তেত্রিশ কোটি ল’য়ে পুরন্দর । না পরিল যার সহ করিতে সমর ॥ তথা ভাষ্ম দ্রেীণ ফর্ণ অশ্বথামা কৃপ । বিবিংশতি দুঃশাসন ভূর্যে, শন নৃপ ॥ কুবুদ্ধি লাগিল মারে হইনু আজ্ঞান । র্তেই কুরু, 5 মধ্যে করি আগমন ॥ যুদ্ধের থাকুক কাজ দেখি ছন হৈনু । ছাড়িল শরীর প্রণ তৈনি:রে কহিনু ॥ ত্রিগর্তের সহ রণে মম পিতা গেল । একগোটা পদাতিক ঘরে ন! রাখিল ॥ এক মোরে রাখি গেল রাজ্যের রক্ষণে । মোর কোন শক্তি কুরুরাজ সহ রণে ॥