পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাটপৰ্ব্ব । ] দোর্দণ্ডাত্তগদাকপালমরুণআগ-গন্ধবস্ত্রোজ্জলং। 8∞ግ রবাহেমমণি মুক্ত গজ হয় রথ । aক লক্ষ গাভী দিব স্বর্ণ অলঙ্কত । বহু ধন গাভী দিব দিব্য কন্যাগণ । মর বাছ চাহ, তা দিব সেইক্ষণ ॥ ম মারহ বৃহন্নলা দেহ মোরে ছাড়ি । এত বলি কান্দয়ে সে ধরাতলে পড়ি ॥ অচেতন হৈল বীর যেন হীনপ্রাণ । ছরল মুথের বাক্য যেন হতজ্ঞান ॥ আশ্বাসিয়া পার্থ কহে করি সচেতন । ম: করি ও ভয় শুন অfমার বচন ॥ যুদ্ধ করিবারে যদি ভয় হয় মনে । সারথি-হুইয়া রথে বৈস মম সনে ॥ প্রথা হয়ে দেখ আজি করিব সমর । মত যোদ্ধাগণে পাঠাইব যমঘর ॥ মত সব গাধন লইব ছাড়াইয়া । .কবল থাকহ তুমি সারথি হহয় ॥ কন্দ্র হয়ে কেন তব রণে স্বত্যুভয় । না করিষ্ঠ রণভয় ত্যজহ সংশয় ॥ এত বলি ধরি তুলিলেন রথোপরে । .বধি নাহি উত্তরের কান্দ্বে উচৈঃস্বরে ॥ 2ধ চালাইলেন যে তখন অৰ্জুন । *মরক্ষ যথা আছে অস্ত্র ধনু গুণ ॥ উত্তরের রথে ল’য়ে করেন গমন । শিথিয় গসিয়া বলে ৰুণ দুর্য্যোধন ॥ শুরু হে কৃপাচার্য্য কোথা ধনঞ্জয় । মৈতে তোমরা দেখ-পাণ্ডুর তনয় ॥ ওঁক বলি সঙ্কোচে না কহি কোন কথা । *:ণর ক্রর গুণ গাঁও যথ তথা ॥ 女 چش۔ ণী:ধন-বাক্য গুরু না শুনিয়া কাণে । গছি বলিতে লাগিল৷ সেইক্ষণে ॥ পর ত অকুল হের দেখ আজি । *Sসহি সৰ্ব্ব সৈন্য কান্দে গজবাজী ॥ ধৰ্মই হইতেছে বহে তপ্ত বাত। ***fর দশদিক সঘনে নির্ঘাত ॥ * মেঘে রক্তবৃষ্টি মহাকলরব । ই প্রাণবধের লক্ষণ এই সব ॥ - - عه *-* যত সৈন্য সকল থাকুক যুদ্ধসাজে । সবে মেলি রক্ষা কর দুর্য্যোধন রাজে ॥ গাভী হেতু সঙ্কটেতে পড়িলাম সবে । বহুকাল জীব আজি রক্ষা পাই তবে ॥ এত যদি ভীষ্মে চাহি বলেন বচন । চিনিলা কি অঙ্গনায় গঙ্গার নন্দন ॥ লঙ্কার ঈশ্বর বনরিপু যার ধ্বজ । নগ নামে যার নাম নগরি অঙ্গজ । অঙ্গনার বেশধারী দুষ্টনাশকারী । গোধন লইবে আজি কুরুসৈন্য মারি ॥ সঙ্কেতে এতেক গুরু বলিল বচন । উত্তর করেন তবে শান্তনুনন্দন ॥ কি কারণে সঙ্কে ত বলহ অার গুরু । প্রকাশ করিয়া বল শুমুক সৰ্ব্বকুরু । পূৰ্ব্বে ধৰ্ম্ম সভাতে যে করিল নির্ণয় । গেল দিন সম্পূর্ণ হুইল সে সময় ॥ সে ভয় ত্যজিয়া কহ শুলুক সৰ্ব্বজন । শুনি দুর্য্যোধনে চাহি বলেন বচন ॥ বলিলে কৰ্ণেতে রাজা না শুন বচন । ! তথাপি নিলাজ হয়ে কহি পুনঃ পুনঃ ॥ এই যে দেখিছ ক্লাব ছদ্মবেশেধর । নিশ্চয় অৰ্জ্জুন বটে হইল গাচর ॥ যথা যায় জয় নাহি করিয়া বাহুড়ে । স্বরাষ্ট্রর যাহার নামেতে স্থান ছাড়ে ॥ মম শিষ্য বলি তুমি না করিই মনে । ইন্দ্র শিব আদি দেব দিলা অস্ত্ৰগণে ॥ বহু বিদ্যা পাইয়াছে অমর ভুবনে । বহু ক্রোধে আসিতেছে লয় মম মনে ॥ এত শুনি বলিতে লাগিল কণবীর । সদা তুমি প্রসংলগ্ন করহ গা গুiধার ॥ দুর্য্যোধন ত’র কোন অংশে যোগ্য নয় । অনুক্ষণ গুণ কহ প্ৰাণে কত সয় ॥ যদি হয় পার্থ এই পাণ্ডুর কুমার । তবেত মানস পূর্ণ হইল আমার } দুৰ্য্যোধন বলে যদি ধনঞ্জয় এই । কামনা হইল পূর্ণ আমি যাহা চাই ।