পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাটপৰ্ব্ব । ] | উত্তর বলিল মোর শক্তি নাছি আর । কিমতে রথের অশ্ব চালাব তোমার ॥ gর দেখ অঙ্গ মোর হইল বিবর্ণ। অনুক্ষণ শব্দেতে বধির হৈল কৰ্ণ ॥ কুম্ভকার চক্রপ্রায় ভ্ৰমে মোর মনে । বেলিশি নাহি জ্ঞান না দেখি নয়নে ॥ পুনঃ পুনঃ তোমার গর্জন হুহুঙ্কার । -বপরীত শব্দ তব ধনুক টঙ্কার ॥ শরীরের রক্ত মোর হৈল জলবত । frবৃগণ ভ্ৰমিছে যেন নাহি দেখি পথ ॥ বংশষ তোমার কৰ্ম্ম অস্তুত কাহিনী । ৮:খবরে থাকু কভু কর্ণে নাহি শুনি ॥ এখন আদান কর কখন সন্ধান । লক্ষেতে ন পারি তুমি কারে ছাড় বাণ ॥ স্তত্বক্ষণ দেখি ধনু মণ্ডল আকার । * গু হস্ত হয় চিত্তে লাগয়ে আমার ॥ বর্বর ,স রূপ ৩ৰ নাহিক এখনে । শঙ্কর মুক্তি দেখি ভয় পায় মনে ॥ * স্ত্র কর মহাবীর ইহার উপায় । কহিনু নিশ্চয় মোর প্রাণ বাহিরায় ॥ পর্ণ বলে কি কহিছ বিরাট-কুমার । * জয় লক্ষণ কিছু না দেখি তোমার ॥ সমূহ শক্রর মাঝে কহিলে এমত । * উপায় আছে এবে কে চালাবে রথ ॥ স্থির ও ত্যজ ভয় ধর অশ্ব দড়ি । সুপিয়া বৈসহ, ধর প্রবোধের বাড়ি ॥ এখন কেমনে চাহ ত্যজিবারে রণ । *:ণক থাকিয় দেখ বিরাটনন্দন ॥ *ত মধ্যে বহাইব রক্তের কর্দম । *ং উব নদা সব দেখাইব যম ॥ *পর করিব নীর কুম্ভার কুঞ্জর । *চ্ছপ হইবে অশ্ব মান হবে নর। * পদ সব হবে তৃণকাষ্ঠবৎ । * দৰং ভাসিয়া চলিবে সব রথ ।

  • মুক দেখিয়া তাত শুষ্ক হৈল কায় । **পুত্ৰ তব হেন কৰ্ম্ম কি যুদ্রায় ॥

جدون دلاطن স্ফটিকসদৃশং কুণ্ডলোম্ভাসিবহুং। 8b-> ł | কালানল প্রায় এই দেখ ভীষ্মবার । কুরুসৈন্ত মীন হেন সাগর গভীর ॥ শীঘ্ররথ লহু মম তfহার ভিতরে । আমার হস্তের বেগ দেখাব তাহারে ॥ পূর্বে আমি স্বরপুরে এই ধনু ধরি। নিষ্কণ্টক স্বর্গ করিলাম দৈত্য মারি ॥ পুলোমাদি নিবfতকবচ কালকেয় । সিন্ধুপুর হেমপুরবাসী অপ্রমেয় ॥ ইন্দ্রতুল্য পরাক্রম সবে মহাবল । বাণে উড়াইনু যেন শিমুলের তুলা । সেইমত আজি আমি করিব সমর । ক্ষত্র পরাক্রমে বৈস রথের উপর ॥ এত বলি তার অঙ্গে হাত বুলাইয়া । উত্তরে করেন শক্ত আশ্বাস করিয়া ॥ পুনরপি উত্তর বসিল সিংহবৎ । ধরিয়া ঘোড়ার দড়ি চালাইল রথ ॥ বায়ুবেগে নিল রথ ভীষ্মের গোচর । পার্থ দেখি আগু হৈল ভাষ্ম বীরবর ॥ পিতামহ-পদ ধৌত বিচারিয়া মনে । বরুণ যুগল অস্ত্র মারেন চরণে ॥ দেখি দুই অস্ত্র ভাষ্ম মারেন তখন । অৰ্জ্জুনের শিরে গিয়া করিল চুম্বন ॥ ভাষ্ম-রথরক্ষক আছিল চারিজন । দুঃসহ দু-মুখ বিবিংশত দুঃশাসন ॥ অfগু হ’য়ে পার্থে আসি আগুলিল পথ । ! জ্বলন্ত আগুনে যেন পতঙ্গের মত ॥ আকৰ্ণ পূরিয়া বাণ মারে দুঃশাসন । অৰ্জুন উপরে করে বাণ বরিষণ ॥ হাসিয়া মারেন পার্থ তারে পঞ্চশর । বাণাঘাতে দুঃশাসন হইল ফাপর ॥ বেগে পলাইয়া যায় নাহি চায় পাছে । আর তিন বার পxt বেড়িলেক পিছে ৷ দুই বাণে কুমুখে করেন অচেতন । দেখি ভঙ্গ দিয়া যায় আর দুইজন ॥ ভঙ্গ দিল চারি বীর দেখিয়া সংগ্রাম । আগু হ’য়ে পার্থ ভীষ্মে করেন প্রণাম ।