বিরাটপর্ব। ) বলে লোকভয়ঙ্করীং ঘনরুচিং নাগেন্দ্রহারোজম্বলাং 8S) অশ্বপাল গোপালক যেই দুইজন । | নিজ গৃহ হতে স্থখ তব গৃহে পাই । 6नह छूह छोड़े अझे भांज़ेंौब्र नन्नन ॥ তোমার সমান বন্ধু নাহি কোন ঠাই ॥ এই পদ্মপলাশাক্ষী স্বচারু-হাসিনী । বিরাট বলিল যদি হৈলে কৃপাবান । পাঞ্চাল রাজার কষ্ঠা নাম যাজ্ঞসেনী ॥ বার ক্ৰোধে শত ভাই কীচক মরিল । সৈরিন্ধির বেশে তব গৃহেতে বঞ্চিল ॥ আমি ধনঞ্জয় ইহা জানহ রাজন । শুনিয়া বিরাট রাজা বিচলিত মন ॥ রাজপুত্র উত্তর বলয়ে সবিনয় । তব ভাগ্য দেখ তাত কহনে না যায় ॥ পঞ্চ ভাই আর কৃষ্ণা আজ্ঞাবর্তী তাত । বৎসরেক তব গৃহে বঞ্চিল অজ্ঞাত ॥ মহাবল কীচক হেলায় নিপাতিল । স্বশৰ্ম্মারে ধরি আনি তোমা মুক্ত কৈল ॥ পূর্বে তব পিতৃগণ বহু পুণ্য কৈল । তেই হেন নিধি তাত গৃহেতে আইল । শীঘ্ৰগতি চরণে শরণ লও তাত । এত বলি উত্তর করিল প্ৰণিপাত ॥ শুনিয়া বিরাট রাজা সজল-নয়ন । সৰ্ব্বাঙ্গ লোমাঞ্চ হৈল গদগদ বচন ॥ উদ্ধবাহু করিয়া পড়িল কতদূর । পুনঃ পুন উঠে পড়ে ধূলায় ধুসর ॥ সবিনয়ে বলে রাজা যোড় করি পাণি । বহু অপরাধী আমি ক্ষম নৃপমণি ॥ রাজ্য দারা ধন মম যত পুত্র আগে । *রিলাম সমপর্ণ তব পদযুগে ॥ শুনিয়া সদয় হয়ে ধৰ্ম্মের নন্দন । সঙ্গিা করিলেন পার্থে তুলহ রাজন ॥ অৰ্জুন ধরিয়৷ তারে তোলে সেইক্ষণে । পত্ত্বিাইল নরণতি মধুর বচনে ॥ পৰ্ব্বকাল ধৰ্ম্মরাজ তোমার সহায় । :মার পুরেতে আসি করিমু আশ্রয় ॥ বইটি কহিল যদি করিলে প্রসাদ । গুম কর আমার ছে যত অপরাধ ॥ যুধিষ্ঠির বলিলেন কেন হেন কৰ । বহু উপকারী তুমি অপরাধী নহ । এক নিবেদন মম আছে তব স্থান ॥ উত্তর নামেতে কন্যা আমার আছয় । তাহাকে বিবাহ কর বীর ধনঞ্জয় ॥ শুনি যুধিষ্ঠির চাহিলেন ধনঞ্জয় । ; অর্জুন বলেন কন্যা মম যোগ্য নয় ॥ শুনিয়া বিরাট রাজা হইল ব্যথিত । সবিনয়ে অর্জনেরে জিজ্ঞাসে ত্বরিত ॥ কহ মহাবীর কি আমার সাধে বাদ । দারা পুত্র দোষী কি কন্যার অপরাধ ॥ অৰ্জ্জুন বলেন রাজা কহ না বুঝিয়া । বৎসরেক পড়াইমু আচাৰ্য্য হইয় ॥ দীক্ষা শিক্ষা জন্মদাতা একই সমানে । না করিল লজ্জা মোরে শিক্ষাদাতা জ্ঞানে । কিন্তু দুষ্টলোকে আমি বড় ভয় করি। বলিবেক ছিল পার্থ নারীবেশ ধরি ॥ বৎসরেক নারী সহ ছিল নারীবেশে । শয়ন গমন কিছু না জানি বিশেষে ॥ এই হেতু মম বড় ভয় হয় মনে । বিবাহ করিলে নিন্দ দুষ্টের বদনে ॥ তুমিও পবিত্র, তব কন্যা গুণবতী । তব কন্যাযোগ্য অভিমনু্য মহামতি ॥ অস্ত্রে শস্ত্রে স্থপণ্ডিত বিক্রমে কেশরী । তব কন্যা তার যোগ্য উত্তর স্বন্দরী ॥ অভিমনু্য যোগ্যপাত্র ইথে নাহি আন । মম পুত্রে নৃপতি করহ কন্যাদান ॥ যুধিষ্ঠির বলিলেন বিরাটের তরে । দ্বারকানগরে দূত পঠাও সত্বরে ॥ মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান । i উত্তরার সহিত অভিমস্থার বিবাহ । তবে ধৰ্ম্ম আজ্ঞায় চলিল দূতগণ । | রাজ্যে রাজ্যে যথা তথা বৈসে বন্ধুজন_p_
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।