উদ্যোগপৰ্ব্ব । ] বন্দে কৃষ্ণকুমারঞ্চ ভয়দংগীত বাসসমৃ । 8:ՏԳ - --صامے গুরুপত্নী হরে এত করে অহঙ্কার । eভএব করিব ইহার প্রতিকার ॥ নিষ্ফল করিলি যত শাস্ত্র অধ্যয়ন । লের সম অজ্ঞান না দেখি কোনজন ॥ কপট করিয়া গুরুপত্নীরে হরিলি । পাইবি উচিত ফল যে কৰ্ম্ম করিলি ॥ চষ্টক সহস্ৰযোনি শক্রের শরীরে । অলঙ্ঘ্য গৌতম-বাক্য এক অন্যথা করে ॥ হইল সহস্রঘোনি শক্রের শরীরে । স্বদেহ দর্শনে ইন্দ্র বিষ4 অন্তরে } কোন লাজে দেবমাঝে দেখাব বদন । তপস্যা করিয়া আত্মা করিব নিধন ॥ সকল শরীরে আচ্ছাদিলেক বসন । চিন্তিত হইয়া যান কশ্যপ-নন্দন ॥ ক্ষরোদের কুলে গিয়া কশ্যপকুমার। করিল সহস্র বর্ষ তপ অনাহার ॥ সুরপুর নন্ট হেথা হয় ইন্দ্র বিনে । পাপিষ্ঠ রাক্ষস নাশ করে রাত্রি দিনে ॥ দুরন্ত অস্ত্রর সব দেশেতে ব্যাপিল । Fনি যজ্ঞ তপ জপ সকলি নাশিল ॥ জানিয়া কশ্যপ মুনি সচিন্তিত মনে । এ সকল তত্ত্ব পরে জানিলেন ধ্যানে ॥ ব্ৰহ্মাকে করেন স্তুতি বিবিধ প্রকারে । তোমার নিৰ্ম্মিত স্বষ্টি অস্বরে সংহারে ॥ কুকৰ্ম্ম করিল ইন্দ্র আমার নন্দন । কমিবশে গুরুপত্নী করিয়া হরণ ॥ গৈীতম দারুণ শাপ দিলেক তাহারে । ইউল সহস্ৰ ভগ তাহার শরীরে ॥ ক্রাধ করি দেবরাজ মজে অপমানে । করোদের কূলে তপ করে একাসনে ॥ পত্র বিন আহরেতে জগৎ ব্যাপিল । তব বিরচিত স্বষ্ট্রি সব নষ্ট হৈল ॥ ইউএব বাসবেরে করহ উদ্ধার । "তার করহ প্রভু শাপান্ত তাহার ॥ এইরূপ কশ্যপ কহিল বহুতর । Sণয়ী সদয় হইলেন স্বস্ট্রিধর ॥ 53 ون-اس-(نوعی গৌতমেরে আনিয় কনেহ বহুতর । মম বাক্য রক্ষা তুমি কর মুনিবর ॥ পাইল উচিত শাস্তি ক্ষম৷ দেহ মনে । কুপায় শাপান্ত কর অদিতি-নন্দনে ॥ গৌতম বলিল মুনি কর অবধান । কহিলাম যে কথা সে না হইবে আন ॥ তোমার কারণে বর দিলাম তাহারে । সহস্ৰেক চক্ষু যেন দেবরাজ ধরে ॥ শুনিয়া কশ্যপ মুনি আনন্দিত মন । সত্যলোকে গেলেন গৌতম তপোধন । কশ্যপ আইল যথ। আপন নন্দন ॥ অব্যর্থ মুনির বাক্য না হয় খণ্ডন । ভগচিহ্ন অঙ্গে লুপ্ত হইল তখন ॥ সহস্ৰেক চক্ষু হৈল ইন্দ্রের শরীরে । আপনাকে দেখি ইন্দ্র হরিষ অন্তরে ॥ কশ্যপ বলিল পুত্র কর অবধান । অনুচিত কৰ্ম্ম না করিও, সাবধান ॥ কাম ক্রোধ লোভ মোহ নিতান্ত বর্জিহ । কদাচিত কোনজনে হিংস না করিহ ॥ জ্ঞাতি বন্ধু আদি করি যত পরিবার । কদাচিত হিংস নাহি করিবে কাহার ॥ এত বলি ইন্দ্রকে প্রেরিল ঘথাস্থান । এই শুন কহিলাম পূর্ব উপাখ্যান ॥ ভাষ্ম যাহ কহিলেন না হয় অন্যথা । সম্প্রতি পাণ্ডবগণে আন রাজা হেথা ॥ সমুচিত রাজ্য দেহ ছাড়িয় তাহারে । সমভাবে বাস কর সম ব্যবহারে ॥ ভাই ভাই বিরোধ নাহিক প্রয়োজন । কুলক্ষয় হবে আর কুযশ ঘোষণ ॥ এইমত দ্রোণ কৃপ বিদের সহিত । - বিধিমতে ছুৰ্য্যোধনে বুঝাইল নীত ॥ কার’ বাক্য ন শুনিল কুরুকুলপতি । অদৃষ্ট মানিয়া গেল যে যার বসতি ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।