পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনেক দৃষ্টান্ত দিয়া কহিল বচন । কার’ বাক্য না শুনিল রাজা দুর্য্যোধন ॥ পরে ধৌম্য পুরোহিত তোমার আদেশে । বুঝাইল বহুমতে শাস্ত্র উপদেশে ॥ অনাদর করি তাহা না শুনিল কানে । শুনিয়া থাকিবে তাহ ধৌম্যের সদনে ॥ " কুর’ বাক্য দুর্য্যোধন যবে না শুনিল । আমারে ডাকিয় তবে বুড়াটি বলিল । এই রত্নপন দিল বস্ত্ৰ অলঙ্কার । পুনঃ পুনঃ অনেক কহিল বারে বার ॥ ক ছিল যে সব কথা শুনহ রাজন । দুয়োদশ বর্ষ মধ্যে না ছিল মিলন ॥ পাচলৈ অনেক কষ্ট ভ্ৰমি বনে বন । .দ সকল মনে না করিও কদাচন ॥ কপট কুমন্ত্রী কর্ণ আর দুঃশাসন । শকুনি সেীবল আর রাজা দুর্য্যোধন ॥ "াদের কপটে হইল সর্ববনাশ । হমির অরণ্য মধ্যে আমরা নিরাশ ॥ অন্ধ দেখি দুর্য্যোধন আমা নাহি মানে । : কথা বলি আমি নাহি শুনে কানে ॥ আমার বচন সেই চিত্তে নাহি লেখে । ** রঃশাসনের বচন মাত্র রাখে ॥ 3সাধিন রাজ্য ছাড়ি নাহি দিতে চায় । গঠ চিত্তে আসে তাহ কর ধৰ্ম্মরায় ॥ * শুনি পুনৰপি কহে পঞ্চজন । * শুন কি বলিল রাজা দুর্য্যোধন ॥ - বলল কৰ্ণ বার রাধার নন্দন । *গ করি বাধবে শুনিব দিয়া মন । "র কাছে শুন পাণ্ডুর কুমার। *বল নিষ্ঠুর দুৰ্য্যোধন দ্বরাচার ॥ * যুদ্ধে রাজ্য নাহি আমি দিব তারে । * শক্তি তার মোরে বলাৎকার করে । o মই বীরগণ আমার সহায় । "কে করিব পাণ্ডব পরাজয় ॥ "গ নিশ্চয় আমার যুদ্ধ পণ । পি কহিল নৃপতি দুৰ্য্যোধন । وNويــــــــــس-جم۹e উদ্যোগপকব। J রূপমালনের ধ্যান—ওঁ রোক্সমালাধরং শ্বেতং কৰক চতুভূজং | (t)|9 রাধেয় করিয়া দম্ভ করিল বিস্তর। কার শক্তি মম সঙ্গে করিবে সমর ॥ একমাত্র ধনঞ্জয় সংগ্রামে প্রখর । প্রথম যুদ্ধেতে তারে মারিব সত্বর ॥ তারে মারি চারি জনে রাখিব বান্ধিয়া । নিষ্কণ্টকে রাজ্য কর নির্ভয় হইয়া । এইরূপে কহিলেন রাধেয় দুৰ্ম্মতি । চিত্তে যাহা আসে তাহ কর নরপতি ॥ নিশ্চয় হইবে রণ না হবে বারণ। বুঝিয়া করহ কাৰ্য্য ভাই পঞ্চজন ॥ পুথিবীতে বৈসে যত রাজ-রাজ্যেশ্বর। যুদ্ধ হেতু বরিবারে পাঠাইল চর ॥ নানা অস্ত্ৰ শস্ত্র রথ সামগ্ৰী বিস্তর। দুৰ্য্যোধন আজ্ঞায় করিছে অনুচর ॥ শুনিয়া সঞ্জয়-বাক্য ধর্মের নন্দন । কহেন কম্পিত অঙ্গ অরুণলোচন ॥ যা ও পুনঃ সঞ্জয় আমার দূত হ’য়ে । যাহা কহি কৌরবে কfরবে বুঝায়ে ॥ | | ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠতাত তার উপরোধ । সে কারণে পূর্বব হৈতে না করিনু ক্রোধ ॥ সেই হেতু এতদিন রহিল জীবন । আপনার মৃত্যু বুঝি চাহিছে এখন ॥ মৃত্যু শ্রেয়ঃ এখন বুঝিল অনুমানে । সে কারণে যুদ্ধ ইচ্ছা করিয়াছে মনে ॥ অল্প কাৰ্য্য জ্ঞাতিবধে নাহি প্রয়োজন । আপনার মান রক্ষা কর তুৰ্য্যোধন ॥ সমুচিত ভাগ যেই শাস্ত্র নিরূপণে । তাহা দিয়া বশ কর আম পঞ্চজনে ॥ নহিলে প্রলয় বড় হবে কুলক্ষয় । এইরূপে কোরা-২। েকfহ ও নিশচয় ॥ তবে ভীম কfঙ্গলেন ক্রোধ rfর মনে । মম বার্তা কহ,ব কারখ fবদ্যমানে ॥ হিমাদ্রি ত্যজয়ে ধৈর্য্য দূর্ঘ্য ন প্রকাশে । অনল শীতল হয় সপ্তসিন্ধু শোষে ॥ নক্ষত্র সহিত শশী ত্যজয়ে আকাশ । পুর্ণিমার চন্দ্র যদি না হয় প্রকাশ ।