পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q>8 শূলবঞ্জ শরাংশচাপং ধারিনং স্বমনোহরং । যাগী যোগ ত্যজে ধৰ্ম্ম ত্যজে ধৰ্ম্মিজন । গায়ত্রাবিহীন হয় ব্রাহ্মণ-নন্দন ॥ তথাপি প্রতিজ্ঞ। মম না হবে খণ্ডন । উরু ভাঙ্গি দুৰ্য্যোধনে করিব নিধন । করিয়াছি অঙ্গীকার সভা বিদ্যমানে । কহিলাম সঞ্জয় এখন তব স্থানে ॥ দুৰ্য্যোধন লয় যদি ধৰ্ম্মের শরণ । যতেক প্রতিজ্ঞা মম সব অকারণ ॥ মম হাতে সব ভাই রক্ষা পাবে তবে । এই কথা অনুসারে কহিবে কৌরবে ॥ অবশ্য আমার হাতে হইবে নিধন । যত দুঃখ পাইলাম আছে সে স্মরণ ॥ এই সব দুঃখে অঙ্গ হতেছে দাহন । এই সব দুঃখেতে সদাই পুড়ে মন ॥ সভামধ্যে দ্রৌপদীর দুর্দশা হইল । দেখিয়া অন্ধের মুখ সকলি সহিল ॥ সেই সব অগ্নিপ্রায় জ্বলিছে অন্তরে । ধৰ্ম্ম-আজ্ঞ পাইলে যাইবে যমঘরে ॥ রাজ্যভাগ ছাড়ি দিতে বলিও আমার । নিবৃত্ত হয়েছে আমি জ্বলে পুনর্ববার ॥ এইরূপে কহিবে নৃপতি দুৰ্য্যোধনে । দুঃশাসন কর্ণ আদি যত কুরুগণে ॥ এত বলি নিবৰ্ত্তিল মারুত-তনয় । বলিল সঞ্জয় প্রতি তবে ধনঞ্জয় ॥ কহিবে অন্ধেরে তুমি মম নমস্কার । তোমা বিদ্যমানে দুঃখ হইল অপার ॥ কৌরবের পতি তুমি কৌরবের গতি । তোমা বিন কুরুকুলে নাহি অব্যাহতি ॥ আমার বিভাগ রাজ্য দেহ অবিকল । অল্প হেতু জ্ঞাতিবধে নাহি কোন ফল ॥ তুমি যদি আজ্ঞা কর আমারে রাজন। আপনার রাজ্য গিয়া লই এইক্ষণ ॥ তবে যদি বিরোধ করিবে দুৰ্য্যোধন । আমি দ্বন্দ্ব কদাচ না করিব রাজন ॥ অত্যাচার করিলেও প্রাণে না মারিব । আজ্ঞা যদি দেহ তারে বান্ধিয়। রাখিব ॥ [ মহাভারত । - বলিকে বান্ধিয়া যেন ইন্দ্র রাজ্য করে । তব হিত হেতু রাজা কহি সে তোমারে। কদাচিত যদি না করিবে এইমত । । ংশ সহিত তবে মজিবে নিশ্চিত ॥ এইরূপে মম কথা কহিবে অন্ধেরে । না শুনিলে পুনরপি কহিবে তাহারে । বাতাপি পক্ষীর কথা শুনেছি কথন । সেইরূপ ধৃতরাষ্ট্র-তব আচরণ ॥ এত শুনি ধনঞ্জয়ে জিজ্ঞাসে সঞ্জয় । বাতাপি পক্ষীর কথা কহ মহাশয় ॥ বাভাপি পক্ষীর ইতিবৃত্ত । অৰ্জ্জুন কহেন শুন পূর্বের কাহিনী। তপস্যা করিতে যথা গেল খগমণি ॥ করিয়া ভীষণ তপ বিষ্ণু আরাধিল । মনোনীত বর লভি ফিরিয়া আসিল ॥ ঋষ্য মুখ পৰ্ব্বতেতে রহে খগেশ্বর । ঋষ্য-নামে রাজ। সেই গিরির ঈশ্বর ॥ তার ভার্য্যা রূপবতী পরমা সুন্দরী । স্বামী সেবা করে পুত্র বাঞ্ছা করি ॥ কতদিনে অপুত্ৰক মরে নরপতি। শোকাকুল স্বামীশোকে ভাৰ্য্যা গুণবতী। একাকিনী বন মধ্যে করেন ক্ৰন্দন । ক্রদমের শব্দ শুনি বিনতানন্দন ॥ ধরিয়া মনুষ্য রূপ গেল তার স্থান । দেখিয়া কামিনারূপ মোহিল তখন ॥ মদন মোহন বাণে হ’য়ে জ্বর জ্বর । কহিল কন্যারে করি বিনয় উত্তর ॥ একাকা রোদন কর কিসের কারণ । কণর কন্যা তুমি তব পতি কোনজন ॥ নিজ পরিচয় মোরে কহ স্নবদনী । এত শুনি কহে কন্যা যুড়ি দুই পাণি ৷ দক্ষবংশে জন্ম মম বিখ্যাত ভুবনে । ঋষ্য নামে রাজা ছিল এই ত কাননে । পুত্র বাঞ্ছা করি তপ করিল রাজন। পুত্র না জন্মিল তার হইল নিধন ।