পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q >b* রাজ্যপদে নাহি মতি অন্তরে বিরাগ । বিবাহ না করে রাজা যৌবনান্তরাগ ॥ বৃদ্ধ মন্ত্রিগণ সবে বুঝান রাজারে । কি হেতু ভূপাল চিন্তা করিছ অস্তরে ॥ বহুরূপী কন্যা সেই ইন্দ্রের নাচনী । ইন্দ্রশাপে হয়েছিল তোমার রমণী ॥ শাপে মুক্ত হয়ে সেই গেল স্বরপুরে । তার হেতু শোক কেন করহ অন্তরে ॥ যদি তুমি সেই কন্যা চাহ নরবর। দেবরাজ হন সেই কামিনী-ঈশ্বর ॥ বিনয় করিয়া কর ইন্দ্র-আরাধন । তবে সেই কন্যা প্রাপ্তি হইবে রাজন ॥ হস্তিনার উত্তরেতে সরস্বতী তীরে । আছে উপবন রম্য তাহার উপরে ॥ নিত্য আসি শুরভি চরয়ে সেই বনে । ইন্দ্র-আরাধনা কর স্বরভি-সেবনে ॥ তবে পুনর্বার তুমি পাইবে কন্যারে। তত্ত্ব উপদেশ রাজা কহিনু তোমারে ॥ এত শুনি আনন্দিত হইয়া অন্তরে । বিধিমতে নরপতি ইন্দ্রে স্তুতি করে ॥ করিল কঠোর তপ শাস্ত্রের বিহিত । করিল স্বরভি সেবা রাজা যথোচিত ॥ তুষ্ট হয়ে স্বরভি বলিল নৃপতিরে । অভিমত বর রাজা মাগহ আমারে ॥ এত শুনি করযোডে কহে নৃপমণি । যদি বর দিবে তথা শুনগো জননি ৷ বহুরূপ নামে কন্যা আছে সুরপুরে । সেই কন্যা প্রাপ্তি যেন হয় ত আমারে ॥ স্বস্তি বলি বর তবে দিলেন স্বরভি । পাইবে সে কন্যা তুমি দেবরাজ সেবি ॥ ইন্দ্রমন্ত্র পঞ্চfক্ষর দেই রাজ লহ । ইন্দ্রমন্ত্র জপি তুমি ইন্দ্রে আরাধছ ॥ ত্রিরাত্রি জপিলে ইন্দ্র দিবেন দর্শন । যে বাঞ্ছা করিবে রাজা পাইবে তখন ॥ এত বলি দিল মন্ত্র প্রসন্ন হইয়া । হৃষ্টচিত্ত নরবর সে মন্ত্র পাইয়া ॥ কৃষ্ণবর্ণং রক্তনেত্ৰং লম্বকৰ্ণং কৃশোদরং। [ नशडांब्रड । ত্রিরাত্রি জপিল মন্ত্র বসি একাসন । প্রসন্ন হইল তবে সহস্ৰলোচন ॥ সাক্ষাতে দেখিয়া ইন্দ্রে কুরু নরপতি । দণ্ডবৎ প্রণাম করিল বহু স্তুতি ॥ | তুষ্ট হয়ে ইন্দ্র বলিলেন মাগ বর । এত শুনি বলে রাজা যুড়ি দুই কর । বহুরূপ নামে সেই-তোমার নর্তনী । সেই কন্যা আজ্ঞা মোরে কর সুরমণি ৷ কহিলেন ইন্দ্র তাহ দিলাম তোমারে । আর বর মাগ যাহা বাঞ্ছিত অন্তরে ॥ বলিলেন রাজা আজ্ঞা কর পুরন্দর । : এইখানে হয় যেন পুণাক্ষেত্রবর ॥ কুরুক্ষেত্র নাম হবে পুণ্যক্ষেত্র সার । | ইথে যুদ্ধ করি যেই হইবে সংহার ॥ ভুঞ্জিবে অক্ষয় স্বর্গ সহিত তোমার ! এই বর আজ্ঞা কর দেব গুণধার ॥ ! বলিলেন ইন্দ্র পুর্ণ তব মনস্কাম | পুণ্যক্ষেত্র হৈল এই কুরুক্ষেত্র নাম ॥ এত বলি ইন্দ্র আজ্ঞা দিল মাতলিরে : বহুরূপ কন্যা তুমি আনহু এথারে । ছন্দ্রের আজ্ঞায় কন্যা তথায় আনিল । সেইক্ষণে নৃপ তারে বিবাহ করিল ৷ নানামতে যৌতুক দিলেন নরপতি । | i অন্তৰ্দ্ধান হ’য়ে ইন্দ্র গেলেন বসতি ॥ ইন্দ্রবরে পুণ্যক্ষেত্র তখনি হইল । কুরুক্ষেত্র বলি নাম জগতে ব্যাপিল । তবে কন্যা সহ ল’য়ে কুরু নরপতি । হৃষ্টচিত্তে গেল তবে আপন বসতি । মদগৰ্ব্বে সুরভিরে সম্ভাষা না কৈল । সেই হেতু স্থরভি রাজারে শাপ দিল । এই অহঙ্কারে পুত্ৰ ন হইবে তোর । এত বলি প্রবেশিল পাতাল ভিতর li এ সকল বৃত্তান্ত না শুনিল রাজন । নিতস্বিনী ল’য়ে কেলি করে অনুক্ষণ { পুত্র না হইল তার যুবাকাল যায় । ইহা ভাবি চিন্তাকুল মহারাজ তয় ॥