© 8 e বৃষ্ণিবংশ ল’য়ে তব পিছে যাব আমি । এ সব সম্পদ কর্ণ ভোগ কর তুমি n বলিলেন এই মত নিজে দামোদর। ভক্তি কৱি কর্ণ তবে দিলেন উত্তর ॥ সূর্য্যের ঔরসে জন্ম কুন্তীর উদরে । সূর্য্যের বচনে মাতা বিসজ্জিল মোরে ॥ সৃত মোরে পেয়ে পালে আপনার ঘরে । আমারে পুষিল রাধা যত্ন পুরঃসরে ॥ স্তন দিয়া পুষিলেন জানে সৰ্ব্বজন । সৰ্ব্বলোকে বলে মোরে রাধার নন্দন ॥ ধৰ্ম্মেতে পাণ্ডব স্থত কুন্তীগর্ভজাত । যুধিষ্ঠিরে না কহিবে এ সব বৃত্তান্ত ॥ অনুরোধ করিবেন ধৰ্ম্ম নৃপবর । আমি পুনঃ সৰ্ব্বথা ন যাব দামোদর ॥ আমি যদি পাই রাজ্য দিব দুৰ্য্যোধনে । সত্যভঙ্গ তথাপি ন করি লয় মনে ॥ দুৰ্য্যোধন কৈল মোরে বিস্তর পোষণ । নালা রত্ন ধন দিল দিব্য নারীগণ ॥ তের বৎসর ভুঞ্জিলাম রাজ্য আদি স্থখ । দুৰ্য্যোধন প্রসাদেতে নাহি কোন দুঃখ ॥ করিব নিতান্ত রণ অর্জন সহিত । প্রতিজ্ঞা করিনু সৰ্ব্ব কৌরব বিদিত ॥ যদ্যপি জানি যে আমি পাণ্ডবের জয় । সবান্ধবে দুৰ্য্যোধন হইবেক ক্ষয় ॥ অৰ্জুনের হাতে হবে আমার নিধন । ভীষ্ম দ্রোণে মারিবেক দ্রুপদনন্দন ॥ ধৃতরাষ্ট্র পুত্র এই শত সহোদর। পাঠাবে শমন-ঘরে বীর বৃকোদর ॥ তথাপিও না ত্যজিব রাজা দুর্য্যোধনে । ক্ষত্ৰিয়ের ধৰ্ম্ম জগন প্রতিজ্ঞ। পালনে ॥ আপনি জানহ কৃষ্ণ সকল রহস্য । সকল কৌরব নাশ হুইবে অবশু ॥ যেখানে তোমার নাম সেইখানে জয় । ইপে অন্ত্যমত নাহি শুন মহাশয় ॥ যথ। কৃষ্ণ তথা জয় জানি যে সৰ্ব্বথা । আমার প্রতিজ্ঞ নষ্ট ন হইবে তথা ॥ | | | | | রণযক্ষিণীর ধ্যান—ওঁ দীর্ঘাঙ্গী দীর্ঘানেত্র গুরুকুচযুগল। [ भशंउॉब्रड। কেবল নিমিত্তভাগী এই তিনজন 17 ঃশাসন দুর্য্যোধন হবলনন্দন ॥ কৌরব পাণ্ডব যুদ্ধে রুধিরে কর্দম । মরিবে পাগুব-হাতে কৌরব অধম ৷ পাণ্ডবের হৈবে জয় কুরু পরাজয় । অবিলম্বে জনাৰ্দ্দন-হুইবে নিশ্চয় ॥ মঙ্গল না দেখি কৌরবের কাজে । ৎপাত অদ্ভুত দেখি গ্ৰহগণ মাঝে ॥ গগনেতে উল্কাপাত নির্ঘাত সহিত । পৃথিবী কম্পিত হয় দেখি বিপরীত। ভয়ানক শব্দ করি কান্দে অশ্ব গজ । অকস্মাৎ খসি পড়ে যত রথধ্বজ ॥ গৃধ্রু পক্ষী কাক বক মুষিক সঞ্চান। কৌরবের পাছে পাছে দেখি বিদ্যমান । মাংস আর রক্তবৃষ্টি উৰ্দ্ধ বহে বাত। কৌরবগণের মৃত্যু দেখি জগন্নাথ ॥ দুঃস্বপ্ন দেখিলু আমি শুন নারায়ণ | অমৃত পায়ুস ভুঞ্জে পাণ্ডুপুত্ৰগণ ॥ পৃথিবী প্রসবে ধৰ্ম্ম দেখিয়া এমন । পৰ্ব্বতে উঠিয়া ভীম করে মহারণ ॥ ধবল কবচ গায় দেখি স্থশোভন । পুষ্পমালা গলে শোভে ধবল বসন ॥ হাতেতে ধবল ছত্র নামি সরোবর । স্বপ্ন আমি দেখিলাম শুন দামোদর l পাণ্ডব হইল জয়ী কুরু পরাজয় । অচিরে হইবে কৃষ্ণ নাহিক সংশয় ॥ এত বলি কর্ণ বীর করিল গমন । প্রেমরূপে গোবিন্দেরে দিল আলিঙ্গন ? কর্ণ বীর গেল যদি আপন ভবন । সৈস্যগণ সহ চলিলেন জনাৰ্দ্দন ॥ নানাবাদ্য কোলাহলে চলেন ত্বরিত । বিরাটনগরে হইলেন উপনীত ॥ হরিহরপুর গ্রাম সৰ্ব্ব গুণধাম । পুরুষোত্তম নন্দন মুখটা অভিরাম । কাশীদাস বিরচিল তার আশীৰ্ব্বাদে ! সদা চিত্ত রহে যেন দ্বিজ-পাদপদ্মে ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।