চুয়োগগণ J gন্তরাষ্ট্রের নিকটে সনৎ স্বজাত মুনির আগমন । দল হতে উঠি তবে চলে নারায়ণ । দুর সহিত মাত্র রহিল রাজন ॥ gবর ভয়ে অন্ধ চিস্তানলে জ্বলে । সিল সনৎসজাত মুনি হেনকালে ॥ সে বিদুর তবে উঠি সেইক্ষণে । বং করি দিল বসিতে আসন । ছকে বিদুর জানাইল সেইক্ষণে । দিল সনৎসুজাত তব দরশনে ॥ ন অন্ধ দণ্ডবৎ করিল প্ৰণতি । অৰ্ঘ্য আনাইয়া দিল শীঘ্ৰগতি ॥ । হ'য়ে আসনেতে ব’সে তপোধন । চতে লাগিল তবে অস্বিকীনন্দন ॥ পায় কুবুদ্ধি মোর দুর্য্যোধন স্থত । ই বাঞ্ছয়ে সদা পাণ্ডব সহিত ॥ ধুপুত্র কভু সেই অহিত না করে । তক দারুণ কস্ট দিল বারে বারে ॥ Fল ক্ষমিল তারা আমার কারণ । iাপিও হারে নাহি দেয় রাজ্যধন ॥ ওবের দূত হয়ে বুঝাইল হরি । র বাক্য না শুনিল মহাপাপকারী ॥ iাঈল মুনিগণ না শুনিল কাণে । টু দ্রোণ আদি মম যত পুরজনে ॥ র বাক্য না শুনিল দুষ্ট দুৰ্য্যোধন । পনি তাহারে কিছু বল তপোধন ॥ সিনি কহি তারে করহ হুমতি । বেরে ছাড়ি যেন দেয় বহুমতী ॥ নংহজাত কহেন তখন । উঠে যদি পশ্চিম গগন । |ীপ পাণ্ডব সহ নাহি হবে প্রীতি । ধর কাহিনী শুন কহি শাস্ত্রনীতি ॥ * শহরে যবে পৃথিবী পূৰিল । o গৈ ব্রাহ্মণ সকল হিংসিল । 霹 ধৰ্ম্ম হৈল ক্ষয় । | বড় মনে পেয়ে ভয় ॥ .هـه CBBBB B BBBS BBBB BBBB BBBBBBBS Gr8X ব্ৰহ্মার সাক্ষাতে গিয়া করিল গোহারী । হিংসকের ভার আর সহিতে না পারি ॥ মায়াতে জম্মিয় জীব করে অহঙ্কার । মোর রাজ্য মোর ধন মোর পরিবার ॥ মরিলে সম্বন্ধ দেখ নাহি কার সনে । আমারে হিংসয়ে লোক আপন না জানে ॥ কার’ বাধ্য নহি আমি কার’ আগু নহি । কাট পক্ষী নর বৃক্ষ সবাকারে বহি ॥ আমাতে জন্মিয় সুখে আমাতে বিহরে । আমাতে জন্মিয় জীব আমাতেই মরে ॥ উৎপত্তি প্রলয় স্থিতি আমি সবাকার । তবে অবিচারে হিংসা করে দুরাচার ॥ অহিংসা পরম ধৰ্ম্ম মনে নাহি জানে । আমার আমার বলি মরে অজ্ঞ জনে । স্বষ্টির রক্ষণ নাহি করিলে আপনে । প্রলয় অস্থর ব্যাপ্ত হইল এখনে ॥ বহিতে ন পারি আর অক্সরের ভর। প্রবেশিয়া পাতালেতে যাই আজ্ঞা কর ॥ পৃথিবীর স্তবে তুষ্ট হ’য়ে পদ্মাসন । হরির নিকটে গিয়া করেন স্তবন ॥ নমঃ আদি অন্তহীন নিত্য সনাতন । তোমার আজ্ঞায় স্বষ্টি হইল স্বজন ॥ হেন স্বষ্টিনাশ করে অস্থর প্রবল । সহিতে না পারে ক্ষিতি যায় রসাতল ॥ উপায়ে উদ্ধার কর ব্রহ্ম সনাতন । এইরূপে নানা স্তুতি কৈল পদ্মাসন ॥ স্তুতিবশে স্বপ্রসন্ন হ’য়ে জগন্নাথ । দিব্যরূপ হইলেন ব্রহ্মার সাক্ষাৎ ॥ সাক্ষণতে দেখিল হরি কমল-আসন । দণ্ডবৎ করি পুনঃ করিল স্তবন ॥ গোবিন্দ কহেন ভয় না করিহ আর । তোমার বচনে আমি হৈব অবতার ॥ চারিযুগে চারি অংশে অবতার করি । যতেক অস্বরগণে ফেলিব সংহারি ॥ এত বলি নিজ স্থানে যান নারায়ণ । শুনি ব্রহ্মা চলিলেন হয়ে হৃষ্টমন ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।