きz研* 1] কিতে আসন দিয়া জিজ্ঞাসেন তায় । কি কাৰ্য্য করিলে কৃষ্ণ কুরুর সভায় ॥ বিবরিয়া সব কথা কহ নারায়ণ । এন্ত শুনি হাসিমুখে কহে জনাৰ্দ্দন ॥ বড় নরাধম অরি রাজা দুৰ্য্যোধন । ক{হার’ বচন নাহি শুনিল কখন ॥ তামার বিভাগ দিতে সবে বুঝাইল । কার’ বাক্য দুর্য্যোধন কর্ণে না শুনিল ॥ অবশেষে আমি বহু কহিলাম তায় । তথাপি উচিত ভাগ নাহি দিতে চায় } পঞ্চখানি গ্রাম কহিলাম ছাড়ি দিতে । শুনি সভা হৈতে উঠি গেল সে ক্রোধেতে ॥ ঘন ঘন হাত নাড়ি কহিল সভায় । সাবধানে শুন কৃষ্ণ কহি যে তোমায় ॥ তঞ্জ ঘুচি অগ্ৰে ভূমি আচ্ছাদয়ে যত । বন যুদ্ধে পাণ্ডবেরে নাহি দিব তত ॥ নিশ্চয় হইবে যুদ্ধ না হয় খণ্ডন । ইঙ্গর বিধান তবে করহ রাজন ॥ এতেক শুনিয়া তবে পাণ্ডুর নন্দন । গেপেতে অবশ অঙ্গ কাপে ঘন ঘন ॥ *:ণ ক্রোধ নিবারিয়া কহেন রাজন । মৃত্যুপথ দুর্য্যোধন করিল স্বজন ॥ শুন বীর ধনঞ্জয় সহদেব বীর। শুনহ নকুল আর সত্যকি হুধীর ॥ *াল নৃপতি ধৃষ্টদ্যুম্ন মহাশয় । গগণ আদি যত ভোজের তনয় ॥ ইন্ধের সময় ভৈল স্থির কর বুদ্ধি । "ধানে কর সবে মম কার্য্যসিদ্ধি ॥ শুনি অঙ্গাকার করিলেন বীরগণ । "পণে তব আজ্ঞা করিব পালন ॥ *ঠতে যাবৎ প্রাণ সবার আছয় । * করিব যুদ্ধ শুন মহাশয় ॥
- বাক্য তবে শুনি নরপতি । "ব ডাকি আজ্ঞা দিল মহামতি ॥ খাজা দেখ ভাই যাব কুরুক্ষেত্র। সঙ্গনে পাঁজিবারে বলহু একত্র ॥
দ্বীপিচৰ্ম্মাপিনদ্ধা নিত্যং মাংসাস্থিভক্ষ্য – Q8、○ সহদেব বলে রাজা আজি শুভক্ষণ। পঞ্চমী দিবার আজি নক্ষত্র উত্তম ॥ আজি যাত্রা করিবারে হয় ত উচিত । আজ্ঞা কৈলে করি যত সৈন্য সমাহিত ॥ এত শুনি আজ্ঞা দেন ধৰ্ম্মের নন্দন । সৈন্য সেনাপতি শীঘ্র করহ সাজন ॥ পাইয় রাজার আজ্ঞ চারি সহোদর। সৈন্য সেনাপতিগণ সাজিল বিস্তর ॥ পঞ্চ কোটি সহস্ৰ শতেক মহাবলী । বহু কোটি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাজে সেনাপতি ॥ কোটি কোটি অশ্ব আর পত্তি অগণন। সাত অক্ষৌহিণী সেনা করিল সাজন ॥ ঘটোৎকচ বীর আসে পেয়ে সমাচার । দু-কোটি রাক্ষস হয় যার পরিবার ॥ চতুরঙ্গ দল বল সাজে অগণন । এইমত পাণ্ডুসৈন্য করিল সাজন ॥ শূন্যে দেবগণ করে জয় জয় ধ্বনি । অতি শুভক্ষণে চলে পাণ্ডববাহিনী ॥ তিনদিনে আসে পথ শতেক যোজন । কুরুক্ষেত্রে উভরিল পাণ্ডুপুত্ৰগণ । গড় দেখি পঞ্চ ভাই হইলেন প্রীত । যুদ্ধের সামগ্রী দেখিলেন অপ্রমিত ॥ আত্মবর্গ যত আসে রাজরাজ্যেশ্বরে । সাত্যকিরে বলে অভ্যর্থনা করিবারে ॥ সাত্যকি চtলল আজ্ঞামাত্র বিচক্ষণ । সমাবেশ করে ক্রমে লপ সৈন্যগণ ॥ . যথাযোগ্য বসিতে সবারে দিল । স্থতি । নানা দ্রব্য উপহার দিল মহামতি ॥ মহাভারতের কথা অযু সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ কুল সৈ.হর ধুরুক্ষেত্রে যাত্ৰ । মুনি বলে শুন রাঙা শ্ৰীজন্মেজয় । কুরুক্ষেত্রে আসিলেন পাণ্ডুর তনয় । সাত অক্ষৌহিণী সেনা করিয়া স:জন ! রহেন উত্তর ভাগে সিংহের গর্জন ॥