উদ্যোগপৰ্ব্ব | ] নাগহারলতেপেতাং চন্দ্রার্ককৃতশেখরাং l ¢8ፃ কারে দেখিয়া ভয় কেন কর মনে । সেইমত যুধিষ্ঠির কৈল আচরণ। পরম ধাৰ্ম্মিক আমি সৰ্ব্বলোকে জানে ॥ মুহূর্তেকে মোর হাতে হরাবে জীবন ॥ তপস্যা করিয়া মোর চিরকাল গেল । উলুক এতেক শুনি আনন্দিত মনে । হিংস হেন বস্তু মোর কখন নছিল । , সাধু সাধু বলি প্রশংসিল দুৰ্য্যোধনে ॥ পবন আহারী আমি শুন মুষাগণ । আমারে তিলেক ভয় না কর কখন ॥ আনন্দ কৌতুক সবে ভ্রমহ নির্ভয় । তপস্যা করিব আমি সবার আশ্রয় ॥ এত শুনি মুম্বাগণ হৈল হৃষ্টমন । যার যেই স্থানে ক্রমে আসে সৰ্ব্বজন ॥ মৰ্য্যাদা করিয়া বহু স্থাপি বিড়ালে । নিৰ্ভয়েতে মুনাগণ ভ্ৰমে কুতুহলে ॥ কতদিন গেল তবে জম্মিল বিশ্বাস । বার যেই শিশুগণ রাখি তার পাশ ॥ দূর বনে যায় সবে আহার কারণ। নারিল ছাড়িতে লোভ বিড়ালের মন ॥ সহজ পশুর জাতি নাহি আত্ম পর । চারিদিকে চাহি তার ফুলে কলেবর } উদর পূরিয় খায় মুবা শিশুগণে । ইfত মুখ মুছিয়া ত বসিল ধেয়ানে ॥ ধাইতে খাইতে লোভ অনেক হইল । দিনে দিনে শিশুগণ অনেক খাইল ॥ এ সকল তত্ত্ব নাহি জানে কোনজন । দিনে দিনে অল্প হয় মুম্বা শিশুগণ ॥ এক মূষী বুদ্ধিমন্ত তাহাতে আছিল । শল্প শিশুগণ দেখি হৃদয়ে ভাবিল ॥ এ বেটী তপস্বী ভণ্ড জানিনু লক্ষণে ? যঁর করি খায় যত মুম্বা-শিশুগণে ॥ সখিয়া প্রবীণ মুম্বা করে হাহাকার । ং মুযাগণে গিয়া দিল সমাচার ॥ শুনিয়া সকল মুষ হৈল দুঃখমন । *পায় স্বজিল তার নিধন কারণ ॥ * মুক্ত করি সবে হয় একমন। "ণর চৌদিকে সবে করয়ে খনন ৪ নিল গভীর গর্ত দীর্ঘতে বিস্তর। "খতে পড়িয়া মরে বিড়াল পামর । মহা ভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ উলুকের প্রতি পাওবদের কথা । উলুক রাজার আজ্ঞাবশে বহে বাট । | শীঘ্ৰগতি গেল যথা পাণ্ডবের ঠাট । যত কহি পাঠাইল কুরু নৃপমণি । দগুবৎ করি সব কহিল কাহিনী ॥ শুনিয়া রুষিল পঞ্চ পাণ্ডুর নন্দন । উলুকে চাহিয়া বলে ক্রোধ করি মন ॥ উলুক কহিবে শীঘ্ৰ গিয়া দুর্য্যোধনে । প্রবীণ পক্ষীর প্রায় তোর আচরণে ॥ প্রবীণ নামেতে পক্ষী ছিল দুরাচার । নিরন্তর জাতিগণে কৈল অপকার ॥ তার ভয়ে জ্ঞাতিগণ স্থানভ্রষ্ট হয়ে । পৃথিবী ভ্ৰমিল সবে নানা দুঃখ পেয়ে ॥ শুভদিন সমুদিত যবে জ্ঞাতিগণে । এক যুক্তি করি সবে মারিল দারুণে ॥ সেইমত মোর হাতে মরিবে নিশ্চয় । আজি কালি মধ্যে যাবে যমের আলয় ॥ তোমার মরণ দুষ্ট হৈত সেই দিনে । দ্রৌপদীর কেশে ধরিয়াছ যেই দিনে ॥ শুনহ উলুক বলি কহে বৃকোদর। গদার প্রহারে উরু ভাঙ্গিব তাহার ॥ এই লৌহ মহাগদা দেখ বিদ্যমান । ইহাতে সকল ভাই হার:ইবে প্রাণ ॥ এত বলি ?ল ল’য়ে বীর বৃকোদর । চফ্রিচক্র ফিরে . - মস্তক উপর ॥ গাণ্ডব ধনুক তবে - , অৰ্জ্জুন । আকৰ্ণ পূরিয়া টঙ্কারে- ধনু গুণ a এককালে হৈল যেন শত বজ্ৰাঘাত । প্রমাদ গণিল সবে দেখিয়া নির্ঘাত ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।