উদ্যোগপৰ্ব্ব । নাগবঙ্গেfপৰীতাঙ্গং নাগশয্যানিষেদুষীং । (t8వ ত্ৰসময়ে লোকে যদি হয় সে প্রচার । অজ্ঞান স্ত্রীজন-দোষ ক্ষমিবে আমার । উপহাস করিবেক কৌরবকুমার ॥ শুনিয়া হাসিয়া সূৰ্য্য কহে আরবার ॥ উsার কারণে আমি করিব গমন । কৰ্ণেরে কহিব আমি এ সব বচন ॥ আমার বচন কর্ণ খণ্ডিতে নারিবে । অবশ্য সহায় পাণ্ডুপুত্রদের হবে ॥ fকরূপে নিভৃতে দেখা হবে কর্ণ সনে । এতেক ভাবিয়া কুন্তী যুক্তি কৈল মনে ॥ প্রতিঃস্নান নিত্য কর্ণ যমুনায় করে । একেশ্বর যায় স্নানে নাহি লয় কারে ॥ তৰ জানি কুন্তী তথা করিল গমন । যমুনায় নামি কর্ণ করয়ে তপণ ॥ নত্য কৰ্ম্ম সমাপিয়া সূর্য্যে করে স্তৰ । উঠিয়া আইসে কুন্তী মানিল উৎসব ॥ কর্ণের সাক্ষাতে কহে গদগদ বাণী । অবধানে শুন তত্ত্ব পূর্বের্বর কাহিনী ॥ আমার নন্দন তুমি সূর্য্যের ঔরসে । ধন ছিলাম আমি জনকের বাসে ॥ অতিথি সেবায় তাত রাখিল আমারে । অনেক সেবন কৈলু দুৰ্ব্বাস মুনিরে । চ্যাস সেবিলাম বিধির বিধানে। আজ্ঞাবর্তী হয়ে আমি রহি অনুক্ষণে ॥ আমার সেবায় মুনি সস্তুষ্ট হইয়া । যন্ত্রদান করিলেন আমারে ডাকিয় ॥ এই মন্ত্র দিতেছি যে তব বিদ্যমান। মন্ত্ৰ পড়ি যেই দেবে করিবে আহবান ॥ সেইক্ষণে আসিবেন তোমার সাক্ষাতে । যে বর মাগিবে তাহ পাইবে নিশ্চিতে ॥ এত বলি মহামুনি গেল যথাস্থানে । তবে আমি মন্ত্র পরীক্ষিতে একদিনে ॥ তইসে আনিতে যাই যমুনার বারি। কিছুকে জপিলু মন্ত্র সুৰ্য্যে ধ্যান করি। উপনি আসিল সূৰ্য্য মোর বিদ্যমানে । ধ্যৈ দেখি ভীত আমি হইলাম মনে ॥ ూ বিনয় করি কহিনু বচন । কি তোমারে আমি করি আবাহন ॥ কতু মিথ্যা নাহি হয় মুনির বচন । কতু মিথ্য নহে কন্যা মম আগমন ॥ আমারে ভজহু তুমি নাহিক সংশয় । না ভাজিলে মন্ত্র মিথ্যা হইবে নিশ্চয় ॥ বিবাহিতা নছ, চিন্তা করিছ অন্তরে । মম বরে মহারাজ বরিবে তোমারে ॥ এত শুনি বশ আমি হইনু তাহার। বর দিয়া গেল সূর্য ভুঞ্জিয় শৃঙ্গার ॥ সূর্য্যের সঙ্গমে হৈল গর্ভের উৎপত্তি । তখনি তোমারে প্রসবিলাম স্বমতি ॥ প্রসব করিয়া তোম। সচিন্তিত মন । কুমারীর কালে জন্ম হইল নন্দন ॥ লোকে খ্যাত হয় পাছে এ সব কাহিনী । যমুনায় ভাসাইমু তাত্মকুণ্ড আনি । আনিয়া তোমাকে রাধা করিল পালন । কদাচিত নহ তুমি রাধার নন্দন ॥ যে হইল সে হইল অজ্ঞাত কারণ । ভাইগণ সঙ্গে তুমি করহ মিলন ॥ ছয় ভাই মিলি বৎস নাশ মোর দুঃখ । শক্ৰগণে মারি ভুঞ্জ যত রাজ্যস্থখ ॥ এত শুনি কণ কহে করিয়া মিনতি । এ সকল গুপ্ত কথা জানি যে ভারতী ॥ জানিয়া করিলে ত্যাগ আমারে পূৰ্ব্বেতে । রাধা যে পুষিল মোরে বিখ্যাত জগতে ॥ রাধার নন্দন বলি ঘোষে ত্রিভুবনে । তব পুত্র বলি এবে বালব কেমনে ॥ বলিলে কি লোকে : করিবে প্রত্যয় । জগতে কুযশ লজ্জা হবে অতি-... " বলিক্সবক ক্ষত্রগণ করি উপহাস । যুদ্ধকাল দেপি কৰ্ণ পাইল তরাল ॥ ভাই বলি পাণ্ডবেৰ 2:ইল শরণ । ব্যর্থ কর্ণ নাম ধরি ঘোষে মকfরণ 4 এ সব হইতে মৃত্যু ভাল শতগুণে । এ কৰ্ম্ম করিতে নাহি পারিব কখনে ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।