(t(e পঞ্চাশমুণ্ডসংযুক্ত বনমালাং মহোদরাং, [बशंखांब्रठ তাহে দুৰ্য্যোধন মোরে শিশুকাল হতে। । পঞ্চপুত্র রবে তব এই পৃথিবীতে । T নানা ভোগে পুরস্কারে পালিল বহুতে ॥ অর্জন সহিত কিম্বা আমার সহিতে ॥ দেশ ভূমি গ্রাম রত্ন দিল বহুতর । ব্যাসের বচন মাতা আছে পূৰ্ব্বাপর। হরিহর আত্মা যেন নহে ভিন্ন পর ॥ পৃথিবীতে তব পঞ্চ রছিবে কোঙর । তিলেক বিভিন্ন মনে নহে কদাচনে । সংসারের মধ্যে হবে রণে মহাতেজ । ইহার হিংসন আমি করিব কেমনে ॥ একচ্ছত্র পৃথিবীতে হবে মহারাজা ॥ বিশেষ তাহাতে আমি কৈলু অঙ্গীকার। ব্যাসের বচন মিথ্য নহে কদাচন । অর্জনের সঙ্গে পণ সমর আমার । মোর হাতে পরলোকে যাবে ধনঞ্জয় । কিম্বা অৰ্জ্জুনের হাতে মোর মৃত্যু হয় ॥ এইত প্রতিজ্ঞ কৈমু সভা বিদ্যমানে । সত্যভ্রষ্ট হ’তে নাহি পারিব কখনে ॥ সে কারণে ক্ষমা কর জননী আমারে । এত শুনি পুনঃ কুন্তী কহিল কর্ণেরে ॥ ভাইগণ সঙ্গে যদি না কর মিলন । মোর বাক্য নাহি যদি করিবে পালন ॥ তবে এক সত্য কর মোর বিদ্যমানে । আর চারি পুত্রে মোর না মারিবে প্রাণে ॥ এত শুনি কৰ্ণ কৈল সত্য অঙ্গীকার । আর চারি ভায়েরে না করিব সংহার ॥ জগতে রহিবে মাত্র তোমার নন্দন ॥ পাইবে তোমার পুত্রগণ রাজধানী । নিশ্চয় আমার মৃত্যু হইবে জননী ৷ না ভাবিও দুঃখ মাত যাহ নিজস্থানে ॥ এত বলি দণ্ডবৎ করিল চরণে ॥ বিদায় হইয়া কৰ্ণ গেল নিজ পুরে । যথাস্থানে গেল কুন্তী দুঃখিত অন্তরে । বিছরের প্রতি কুম্ভী কহিল সকল । শুনি বিছরের হৃদে হৈল কুতুহল ॥ পুণ্যকথা ভারতের শুনে পুণ্যবান । ব্যাসের রচিত দিব্য ভারত পুরাণ ॥ " কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান । উদ্যোগপর্বের্বর কথা হৈল সমাপন ॥ ইতি উদ্যোগপৰ্ব্ব সমাপ্ত ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।