পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয়পৰ্ব্ব / / আপন প্রতিজ্ঞা ভঙ্গ কভু না করিব । কৃষ্ণের প্রতিজ্ঞা নাশি প্রতিজ্ঞা রাখিব ॥ শুনিয়া হইল হৃষ্ট গান্ধারী তনয় । পিতামহে জিজ্ঞাসিল করিয়া বিনয় ॥ এই যে উভয় সৈন্য একত্র মিলিল । অষ্টাদশ অক্ষৌহিণী গণিত হইল ॥ হেন কেহ ধনুৰ্দ্ধর আছে এ সংসারে । এক রথে এই সৈন্য পারে জিনিবারে ॥ বলিলেন ভীষ্ম আমি যদি দিই মন । একদিনে সৰ্ব্ব সৈন্যে করি নিপাতন ॥ দ্রোণাচাৰ্য্য যদ্যপি ধরেন ধনুৰ্ব্বাণ । তিন দিনে দুই দলে করে সমাধান ॥ কর্ণ যদি প্রাণপণে করয়ে সমর । পাঁচ দিনে দুই সৈন্য লয় যমঘর ॥ দ্রোণপুত্র যদ্যপি সংগ্রামে দেয় মন । তিন দণ্ডে দুই দলে নাশে সৰ্ব্বজন ॥ যদ্যপি করেন মন ইন্দ্রের কুমার। ন লাগে নিমেষ, করে সকল সংহার ॥ শুনি দুৰ্য্যাধন রাজা বিস্ময় মানিল । পুনর্বার পিতামহে কহিতে লাগিল ॥ এমত অর্জুন যদি জান মহাশয় । * প্রকারে হইবে তাহার পরাজয় ॥ Rাভারতের কথা অমৃত সমান । "রাম দাস কহে শুনে পুণ্যবান ॥

    • ==
    থব দ৭ দিন যুদ্ধ প্রতিজ্ঞ এবং অৰ্জ্জুনের প্রতি

শ্রীকৃষ্ণের যোগ কথন । হয় কছিলেন শুন बूझन् नब्रवब्र । "ন ভার মম রহিল সমর ' o সৈন্ত রক্ষা করি অন্তে সংহারিব । "" সহস্ৰেক প্রত্যহ মারিব ৷

  • সঙ্গে যুদ্ধ শ্ৰীহরি সাক্ষাৎ । " সহস্ৰেক করিব নিপাত । রাজা দুৰ্য্যোধন হরষিত মন ।
  • গন সৈন্য মধ্যে রথ আরোহণ ॥

অনন্ত নাগরাজেন রুতদক্ষিণকঙ্কণাং । đớđ দুই দলে যোদ্ধাগণ করে সিংহনাদ । ঢাক ঢোল শঙ্খ বাজে জয় জয় নাদ ॥ পাঞ্চজন্য নামে শঙ্খ ভয়ানক ধ্বনি । দুই করে ধরি কৃষ্ণ বাজান আপনি ॥ বাজাইল দেবদত্ত শঙ্খ ধনঞ্জয় । পৌণ্ড, শঙ্খ বাজইল ভীম মহাশয় ॥ তুপতি বাজান শঙ্খ অনন্ত বিজয় । সহদেব মণিপুষ্প নিনাদ করয় ॥ বাজায় স্বঘোষ শঙ্খ নকুল প্রচণ্ড । শুনিয়া বিপক্ষ পক্ষ হয় লণ্ড ভণ্ড । দুই-দলে কোলাহল হইল তুমুল । দশদিক যুড়ি শব্দ উঠিল অতুল । ধনুৰ্ব্বাণ ধরিয়া বলেন ধনঞ্জয় । নিবেদন শুনহ গোবিন্দ মহাশয় ॥ কাহার সহিত রণ হইবে প্রথম । কারে কারে যুদ্ধ হবে কেবা কার সম ॥ | দুই দল মধ্যে রথ রাখিলেন হরি । একে একে ধনঞ্জয় দেখেন বিচাfর } সৰ্ব্ব অগ্ৰে পিতামহ আচার্য্য মাতুল । ভ্রাতৃপুত্র পৌত্ৰ দেখিলেন সমতুল ॥ বন্ধু সবে দেখিয়া বিষণ্ণ হৈল মন । অবশ পার্থের অঙ্গ মলিন বদন ॥ শরীর রোমাঞ্চযুক্ত কম্পে ঘন ঘন । হস্ত হ’তে খসিয়া পড়িল শরাসন ॥ সকরুণ কৃষ্ণেরে কছেন ধনঞ্জয় । নিজ পরিবার বধ উচিত না হয় ॥ দেখিলাম যত বন্ধু অমাত্য সকল । ইহা সবে মারি রণে নাহি কে লৈ ফল ॥ বিফল জীবন মম বঁচি কোন স্বথ । , গুরু বন্ধু মারিয়া দেখিব কার মুখ ॥ রাজ্যে কাৰ্য্য নাহি মম জীবন আসার । কাহার নিমিত্তে করি সংশের সংস্থার ॥ রাজ্যে কাৰ্য্য নাহি মম বনবাসে যাৰ । জ্ঞাতিনাশ বন্ধুনাশ সহিতে নারিৰ ॥ এত বলি অৰ্জ্জুন ত্যজিল ধনুঃশর । বিমুখ হইয়া বসিলেন রথোপর ॥