জয়পৰ্ব্ব । ] রক্ষা কালীর ধ্যান—চতুভূজা কৃষ্ণবর্ণা মুণ্ডমাল৷ বিভুষিত৷— পুষ্ঠে রাজা দুৰ্য্যোধন সোদর সহিত । নিদ অনুবিন্দ বহু বীর সমূদিত ॥ বামপাশে দুঃশাসন সমরে দুর্জয় । * মুগধ কলিঙ্গ সৈন্য দক্ষিণেতে রয় ॥ পক্ষদেশে রহে বৃহদ্বল ধনুৰ্দ্ধর । রুড় সদৃশ ব্যহ কৈল কুরুরুবর ॥ প্রতি দ্যহ করিলেন পার্থ মহামতি । শুদ্ধচন্দ্র নামে বৃহ তাদৃশ আকৃতি ॥ দক্ষিণ ভাগেতে রহে বীর বৃকোদর। তার পাছে বিরাট দ্রুপদ ধনুৰ্দ্ধর ॥ ল'ল নামে মহারাজ ধৃষ্টকেতু সনে । প্রস্টল্লাহ্ম শিখণ্ডি রহিল অনুক্ষণে ॥ মধ্যে রাজা যুধিষ্ঠির সাত্যকি সহিত । হভিমনু্য ঘটোৎকচ বীর সমন্বিত ॥ দম্ব খেতে রছিলেন বীর ধনঞ্জয় । , :বিন্দ সারথি যার সমর দুর্জয় ॥ পরস্পর দুই দলে হৈল হানাহানি । সষ্ট কোলাহলে কর্ণে কিছুই না শুনি ॥ থে রথে গজে গজে অশ্বে অশ্ববর । পদাতি পদাতি রণ হাতে ধনুঃশর ॥ নম: অস্ত্র বৃষ্টি করে বিক্রমে বিশাল । শুদ্ধচন্দ্র নারাচ ভূষণ্ডী ভিন্দিপাল ॥ মম বাণ বরিষয়ে সমরে দুৰ্জ্জয় । "ণিতে কদম ভূমি দেখে লাগে ভয় ॥ গন্ন দ্রোণ কৃপ শল্য শকুনি বিকর্ণ। ক্রাধে সব সেনাপতি যেমন স্থপণ ॥ বি ইয়ে প্রবেশিল সংগ্রামের স্থল । পই দেখি আগু হৈল পাণ্ডবের দল ৷ **সেন ঘটোৎকচ রাক্ষস দুর্জয় । পটয়াম সাত্যকি দ্রুপদ মহাশয় ॥ * বর্ষে গগনে হইল অন্ধকার । * মহারথী করে আস্ত্রের সঞ্চার ॥ * মধ্যে প্রবেশ করেন ধনঞ্জয় । মধ্যে যেন সিংহ প্রবেশয় ॥ "ৰ কামুক হস্তে গোবিন্দ সারথি । "ক" বেড়িল তারে কুরু যোদ্ধাপতি । ـــمحيح---- (r JS) সহস্ৰ সহস্ৰ বাণ চারিদিকে মারে । যার যত পরাক্রম সেই অনুসারে ॥ পরিঘ তোমর গদা পরশু মুষল । অর্জনেরে বেড়িয়া মারয়ে কুরুদল ॥ গগনেতে বৃষ্টি যেন বর্ষে নিরন্তর । সেই মত অস্ত্রবৃষ্টি অর্জন উপর ॥ শীঘ্রহস্তে ধনঞ্জয় নিবারয়ে বাণ । আকাশে অমরগণ করেন বাখান ॥ সবাকার অস্ত্র কাটি পুরিয়া সন্ধান । সবাকারে মারেন শাণিত নিজ বাণ ॥ অদ্ভুত বিচিত্র শিক্ষা খ্যাত তিনলোকে । কাহার' না হয় শক্তি আসিতে সম্মুখে ॥ তবে পার্থ মহাবীর ইন্দ্রের নন্দন । মারিলেন কত সৈন্য কে করে গণন ॥ অৰ্জ্জুন সম্মুখে আর কেহ নাহি রয়। সম্মুখে যাহারে পান লন যমালয় ॥ অভিমনু্যু ঘটোৎকচ সমরে প্রচণ্ড । কৌরবের যোদ্ধাগণে করে লণ্ডভণ্ড ॥ রণেতে প্রবেশ করে সত্যকি দুৰ্জ্জয় । অনেক কৌরব সৈন্য করিলেঞ্চ ক্ষয় ॥ তবেত সোঁবল রাজা কুপিত হইল । তর্জন করিয়া সা ত্যকিরে ডাক দিল ॥ মারিলে অনেক সৈন্য সমর ভিতর । পড়িলে আমার হাতে যাবে যমঘর ॥ এতেক বলিয়। রাজা মলে পঞ্চবাণ । সাত্যকির রথ কাটি করে খান খান ॥ বিরথ হইয়া বীর লজ্জ পায় রণে । অভিমনু-রথে গিয়া চড়ে সেইক্ষণে ॥ দ্ৰোণ ভাষ্ম দুই বীর অতি মহাবল । যুধিষ্ঠির রাজার মারিল বহু দল । | | i মাদ্রৗপুত্র সহ যুঝে স্নশৰ্ম্ম নৃপতি । প্রাণপণে দোহে যুঝে না হয় বিরতি ॥ দিব্যরথে আরোহিয়। রাজা দুৰ্য্যোধন । ভীমসেন সহ বীর আরম্ভিল রণ ॥
- হাসে বৃকোদর হস্তে ধরি ধম্ শর। |
আকৰ্ণ পুরিয়া মারে রাজার উপর ॥