পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভীষ্মপৰ্ব্ব । ] ভদ্র কালীর ধ্যান—ফুৎক্ষম কোটরাক্ষী— @ ዓ<» লক্ষ লক্ষ পৰ্ব্বতে যে আবরে আকাশ । শুন্যপথ রুদ্ধ হৈল না চলে বাতাস ॥ ভাদ্র মাসে নিশা যেন ঘোর অন্ধকার । দেখি সব সৈন্যগণ করে হাহাকার ॥ সাগর মস্থনে যেন মহা কোলাহল । মহাশব্দ করি আসে যত কুলাচল ॥ পাণ্ডবের সৈন্য সব ভয়ে পলাইল । শুন্যপথে দেবগণ ত্ৰাসিত হইল ॥ সৰ্ব্বসৈন্য পলাইল সহ নৃপবর। তিন মহারথী রহে সংগ্রাম ভিতর ॥ বৃকোদর ধনঞ্জয় অভিমনু্য বীর । এই তিন মহারথী রণে থাকে স্থির ॥ দেবগণ দেখিয়া করেন হাহাকার । গাণ্ডাবে টঙ্কার দেন ইন্দ্রের কুমার ॥ হুহুঙ্কার ছাড়েন ভীষণ বজ্ৰবাণ । যতেক পৰ্ব্বত ভাঙ্গে বজ্রের সমান ॥ রেণুর প্রমাণ করি সব উড়াইল । দেখি সব দেবগণ সানন্দ হইল ॥ যতেক দেবতা করে পুষ্প বরিষণ । সমরে আসিল পরে সব যোদ্ধাগণ ॥ সাধু সাধু বলি ভীষ্ম প্রশংসা করিল। সন্ধান পূরিয়া পুনঃ দিব্যাস্ত্র মারিল ॥ বাণে নিবারেণ তাহ পার্থ ধনুৰ্দ্ধর । পরাজয় কেহ নহে বিক্রমে দোসর ॥ চক্ষু পালটিতে দোহে না পান বিশ্রাম। দবস্থির চমকিত দেখিয়া সংগ্রাম ॥ দেখিলেন পার্থ বীর কৃষ্ণের শরীর । সমরে প্রতিজ্ঞ নিজ রাখে কুরুবীর ॥ সংহারি অযুত রথী শঙ্খ বজাইল । দেখিয়া অৰ্জ্জুন মনে বিস্ময় মানিল ॥ পধ্যা জানি সৰ্ব্বজনে নিবৰ্ত্তিল রণে । ইই দলে চলি গেল নিজ নিকেতনে ॥ Rধtভারতের কথা অমৃত-লহরী। *াণী কহে শুনিলে তরিবে ভববারি ॥ পাণ্ডবেরে স্নেহ করি, কৰ্ণ, হর্য্যোধন এবং ভীষ্মের মন্ত্রণ । দুৰ্য্যোধন মহাবীর, দেখিয়া না হয় স্থির, বিস্তর পড়িল সৈন্যগণ । মনে যুক্তি বিচারিয়া, শকুনিরে পাঠাইয়া, আনাইল সূর্য্যের নন্দন ॥ বসিয়া বিরল স্থানে, যুক্তি করে তিনজনে, রাধেয় শকুনি দুৰ্য্যোধন । কহিলেন কুরুবর, শুন কর্ণ ধনুৰ্দ্ধর, মম দুঃখ করি নিবেদন ॥ পাণ্ডবে জিনিবে রণে,হেন আশা করি মনে, যুদ্ধ হেতু করিব উপায় । তিনলোকে সবে জানি, দেবতা অস্থর মুনি, বাখানয়ে ভীষ্ম মহাশয় ॥ সেনাপতি করি তারে, ভাসি সুখ-সরোবরে, সমরে জিনিব বৈরিগণে । মনে হেন করি সাধ, বিধি তাহে দেয় বাদ, হীনবল হই দিনে দিনে ॥ দ্ৰোণ ভীষ্ম মহাসত্ব, কৃপ শল্য সোমদত্ত আর যত মহারাজগণ । -هایی هس ক্ষত্ৰধৰ্ম্ম পরিহরি, সবে মেলি উপেক্ষিল রণ ॥ রণে পড়ে সেনাগণ, ব্যাকুল আমার মন, আর কেহ না করে উদেশ । দেখিয়া এ সব রীত, মহাভয় উপস্থিত, কি করিব কহ সবিশেষ ॥ তুমি উদাসীন রণে, মম দুঃখ বিমোচনে, আর কেবা সংগ্রাম করিবে । নিবেদিনু বরাবরে, ভাল যুক্তি দেহ মোরে, কি উপায়ে পাণ্ডবে মারিবে ॥ । বলে কর্ণ ধনুৰ্দ্ধর, শুন কুরু নরবর, স্বযুক্তি বিচারে এই হয়। বুঝিয়া করহ কাৰ্য্য, তবে সে পাইবে রাজ্য, হইবে পাণ্ডব পরাজয় ॥ গঙ্গাপুত্র কৃপ দ্রোণ, আর যত যোদ্ধাগণ, ন ছাড়েন পাগুবের আশ ।