পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tSe কণকধ্বজরথারূঢ় বিলম্বিতপয়োধর । [ মহাভারত । fর পাছে পুত্র সহ দ্রোণ মহাবীর । মভাগে ভগদত্ত প্রকাও শরীর ॥ ক্ষিণেতে কৃতবৰ্ম্ম কৃপ বীরবর। lর পাছে স্বদক্ষিণ কম্বোজ ঈশ্বর ॥ iয়সেন মন্দ্রপতি আর বৃহদ্বল । তি ভাই দুৰ্য্যোধন ভূপতিমণ্ডল ॥ পরস্পর দুই দলে হৈল মহারণ । রোহুর যুদ্ধ যেন ঘোর দরশন ॥ পরে ভীষ্ম বলিলেন চাহিয়া সারথি । মৰ্জ্জুন সম্মুখে রথ লহ মহামতি ॥ শুনিয়া সারথি বলে শুন কুরুবর । মাজি অমঙ্গল বহু দেখি নিরন্তর ॥ মহানাদে ডাকে কণক ভয়ঙ্কর বাণী । মহাবায়ু বহে, বিনা মেঘে বর্ষে পানী ॥ গৃধিনী উড়িছে সব ধ্বজের উপর । ঘোরনাদে শিবাগণ ডাকে নিরন্তর ॥ অমঙ্গল দেখি আজি ভয় হয় মনে । ইহার বৃত্তান্ত মোরে কহিবা আপনে ॥ হাসিয়া বলেন ভীষ্ম গঙ্গার নন্দন । অজ্ঞান অবোধ তেঁই জিজ্ঞাস কারণ ॥ অৰ্জুনের সারথি আপনি নারায়ণ । অমঙ্গল কি করিবে তাহা দরশন ॥ অশেষ পাপের পাপী র্যার নামে তরে। বিমানেতে চড়ি যায় বৈকুণ্ঠনগরে ॥ নবঘনশ্যাম রূপ সাক্ষাতে দেখিব । এই সব অমঙ্গলে কেন ডরাইৰ ॥ এতেক বলিয়া বীর রথ চালাইল । সিংহনাদে শঙ্খনাদে মেদিনী কঁাপিল ॥ মহাক্রোধে ধনুঃশর লইলেক হাতে । বিনয় করিয়া বার কহে জগন্নাথে ॥ সাবধানে আপনি ধরহ অশ্ব ডুরি । অর্জনেরে রক্ষা আজি করছ মুরারী ॥ এতেক বলিয়া বীর সন্ধান পূরিল। সহস্ৰেক শর একেবারে প্রহারিল ॥ শ্ৰীহরি উপরে বীর মারে দশ বাণ । ছাড়িল বিংশতি শর লক্ষ্যে হনুমান ॥ আর চারি গোট বাণ ধনুকে যুড়িল । চারি অশ্ব বিন্ধে তাহে জর্জর করিল ॥ আর একাদশ বাণ সৈন্তোপরে মারে । হয় গজ রথ সব অনেক সংহারে ॥ পার্থ এড়িলেন অস্ত্র সন্ধান পূরিয়া । ভীষ্মের যতেক শর ফেলিল কাটিয় ॥ অৰ্জ্জুন ভীষ্মের যুদ্ধ কে করে বর্ণন । রোধিলেন শূন্যপথ এড়ি অস্ত্ৰগণ ॥ জল স্থল ভারতের পূরিল আকাশ । অস্ত্রেতে আচচ্ছন্ন রবি না হয় প্রকাশ ৷ ভীমসেন মারিলেন অনেক যোদ্ধাগণ । বদনে রুধির ছাড়ি ত্যজিল জীবন ॥ দেখিয়া ধাইল রণে দুঃশাসন বীর । বিংশতি বাণেতে বিন্ধে ভীমের শরীর ॥ দেখি মহা ক্রোধভরে পবননন্দন । ধনু এড়ি গদা ল’য়ে ধাইল তখন ॥ মহাবেগে মারে গদা রথের উপর । রথ অশ্ব সারথি লইল যমঘর ॥ মৰ্ম্মব্যথা পাইলেক দুঃশাসন বীর । অজ্ঞান হইল, অঙ্গে বহিল রুধির ॥ আর বহু বীরগণে সংহারিয়া রণে । নিজ রথে চড়ে বীর আনন্দিত মনে ॥ দেখি দ্রোণাচাৰ্য্য বাণ পূরিল সন্ধান । ভীম অঙ্গে প্রহারিল এক শত বাণ ॥ । ব্যাথিত হইল রণে ভীম বীরবর। অশ্ব সহ সারথিরে নিল যমঘর ॥ তাহা দেখি আগু হৈল অৰ্জ্জুন-নন্দন । দ্রোণের উপরে করে বাণ বরিষণ ॥ পার্থ দত্ত পঞ্চ বাণ এড়ে মহাবীর ।. দ্রোণের কবচ কাটি ভেদিল শরীর ॥ দুই বাণে চারি অশ্ব দিল যমঘর । সারথির মাথা কাটি পাড়ে ভূমিপর ॥ করিল বিরথ দ্রোণে অৰ্জ্জুন-নন্দন । চমৎকৃত হয়ে চাহে যত কুরুগণ ॥ তবে দ্রোণ অন্য রথে চড়ি সেইক্ষণ । অভিমমু্য সহ গুরু আরম্ভিলা রণ ॥ --