মহাভারত । ] প্রসারিত মুখীং ভীমামূ লেলিহানাগ্রজিহিৰকাং। Ն»oԵ হনকালে উলুক দুঃশাসনের নন্দন । অভিমনু্য সহ গেল করিবারে রণ ॥ আইল সমর হেতু অভিমনু্য সঙ্গ । ইচ্ছিল পড়িতে যেন পাবকে পতঙ্গ ॥ দেখিয়া আৰ্জ্জুনি কোপে অনল সমান । গাল দিয়া বলে তুই বড়ই অজ্ঞান ॥ কে দিল কুবুদ্ধি তোরে হৈল ব্ৰহ্মশাপ । এই দণ্ডে দেখাইৰ আমার প্রতাপ ৷ ত্যজ আশা, কর বাস শমনের ঘরে । বিলম্ব না হবে এই পাঠাই তোমারে । এত বলি ইঙ্গিত করিয়া এড়ে বাণ । তাহার বিক্রমে উলুকের উড়ে প্রাণ ॥ এক বাণে ধ্বজ কাটি করে খণ্ড খণ্ড । আর দুই বাণে পাড়ে সারথির মুণ্ড । চারি বাণে কাটিলেক রথের চারি হয় । দুই বাণে উলুকেরে দিল যমালয় ॥ উলুক পড়িল যদি লাগে চমৎকার । কৌরবের যোদ্ধাগণ করে হাহাকার ॥ করি বহু বিলাপ কন্দেন দুঃশাসন । এক যোদ্ধাপতি মম উলুক নন্দন ॥ সৰ্ব্বশূন্য দেখি আমি তোমার বিহনে । গৃহে ন যাইব আমি যাইব কাননে ॥ তবে বৃষসেন বীর কর্ণের নন্দন । আভজুনি সহিত গেল করিবারে রণ ॥ করিয়া অনেক দপ বুষসেন বীর। এক রথে যায় তবে নির্ভয় শরীর ॥ অভিমনু্য সহ তবে করে মহারণ দেখি কোপে জ্বলে বীর কর্ণের নন্দন ॥ কাটিল রথের ধ্বজ মারি দুই বাণ । চারি বাণে চারি অশ্ব করে খান খান ॥ আর দুই বাণ ব:র এড়ে আচম্বিতে । পারথির মাথা কাটি পাড়িল ভূমিতে ॥ অৰ্দ্ধচন্দ্র বাণ এড়ে অর্জুন তনয় । এক ঘায়ে বৃষসেন হৈল মৃতপ্রায় ॥ পুত্র ভঙ্গ দেখি তবে কর্ণ মহাবীর। ক্রোধেতে পূর্ণিত অঙ্গ হইল অস্থির ॥ বহু বিলপয়ে কর্ণ সূর্য্যের নন্দন । ! মহাকোপে গেল তবে করিবারে রণ ॥ বাছিয়া বাছিয়া কৰ্ণ এড়ে অস্ত্ৰগণ । অস্ত্র ব্যর্থ করে বীর অর্জুন-নন্দন ॥ । তবে কোপে অভিমনু্য এড়ে দশ বাণ । কর্ণের কবচ কাটি করে খান খান ॥ কবচ কাটিয়া বাণ অঙ্গে প্রবেশিল । মূৰ্ছিত হইয়া কর্ণ রথেতে পড়িল ॥ মূৰ্ছিত দেখিয়া রথ ফিরায় সারথি । ; পলাইয়া গেল তবে কর্ণ যোদ্ধাপতি ॥ তবেত লক্ষণ দুৰ্য্যোধনের নন্দন । অভিমনু্য সহ গেল করিবারে রণ ॥ যেইক্ষণে আগু হৈল ভানুমতী-স্থত । অভিমনু্য বীর তারে বলে ক্রোধযুত ॥ হিতবাক্য বলি তোরে ভাইরে লক্ষণ । এমত কুমতি তোরে দিল কোন জন ॥ বাপের দুলাল তুই বড় প্রিয়তর । না কর সমর ভাই মম বাক্য ধর ॥ অনেক যতনে লোক রক্ষণ করে দেহ । আপনি মরিলে সঙ্গে না যাইবে কেহ ॥ এ মুখ সম্পদ আশা ছাড় কি কারণ । আমার বচন ধর না করিও রণ ॥ ইষ্ট বন্ধু জনক জননী খুড়া ভাই । . মরিলে সম্বন্ধ আর কার’ সঙ্গে নাই ॥ ভালরূপে দেখ ভাই সবার বদন । মম সঙ্গে রণে তোর অবশ্য নিধন ॥ ক্ষমা চাহে আমারে যে হইয়া কাতর। হইলে পরম শক্র ডর নাহি তার ॥ অভয় দিলাম ভাই বলিলাম তোরে । সম্বরিয়া সমর চলিয়া যাহ ঘরে ॥ তোমারে বধিলে সিদ্ধ হবে কোন কায । বরঞ্চ হবেন রুষ্ট শুনি ধৰ্ম্মরাজ ॥ সাক্ষাতে দেখিলে যত কর্ণের বড়াই । পড়িলে আমার ঠাই আজি রক্ষা নাই ॥ পলাইয়া গেল নারি সহিতে সমর। বাখানে কৌরবগণ যারে নিরন্তর ॥ |
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।