পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দোণপৰ্ব্ব । সদা ষোড়শবর্ষীয়াং পীনোন্নতপয়োধরাং ৷ ○>(? রত অন্যায় করে দুষ্ট দুৰ্য্যোধন। এই পাপে হইবেক সবংশে নিধন ॥ গদ্যর প্রহারে বীর পায় বড় মোহ । অভিমানে নয়নযুগলে বহে লোহ ॥ ন দেখিল জনকে মাতুল কৃষ্ণরূপে । মৃত্যুকালে সেই নাম মনে মনে জপে । সম্মুখ সমরে বীর ছাড়িল জীবন। চন্দ্রলোকে গমন করিল সেইক্ষণ ॥ ;রোদন করয়ে পাণ্ডবের সেনাগণ । শোকাকুল হইলেন ধৰ্ম্মের নন্দন ॥ ভূর্য্যোধন হইলেন আনন্দিত মন । বাজাইল রণবাদ্য শত শত জন ॥ দামামা দগড় বাজে শত শত বঁাশী । iবরঙ্গ মোহরী বাজে শত শত কঁাসি ॥ শত শত জয়ঢাক বাজে জয়ঢোল। পৃথিবী যুড়িয়া যেন হৈল গণ্ডগোল ॥ বাজে শঙ্খ দুন্দুভি যে স্বমধুর বীণা ৷ ভেউরি বর্ণঝরি বাজে নাহিক গণন ॥ কুরীসন্যে হৈল মহাবাদ্য কোলাহল । ক্ৰন্দন করয়ে যত পণ্ডিবের দল ॥ যুধিষ্ঠির রাজা হইলেন অচেতন । রোদন করয়ে ভীম আদি যোদ্ধাগণ ॥ হেনকালে অস্তগত হৈল দিবাকর । কৗরব পাণ্ডব গেল যে যাহার ঘর ॥ দ্রাণপৰ্ব্ব স্থধারস অভিমনু্য বধে । শিরাম দাস কহে গোবিন্দের পদে ॥ অভিমন্ত্রার জন্মকথা । মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন । শধরে গেলেন রাজা শোকাকুল মন ॥ ংলাপ করেন ধৰ্ম্ম কুন্তার নন্দন । ইমতে বসিয়া সবে ত্যজিয়া আসন ॥ 淞 আসি সত্যবতীর নন্দন । "থেন ধর্মের পুত্রে শোকাকুল মন ॥ Wাসে দেখি সৰ্ব্বজন নমিল উঠিয়া ।

  • জিজ্ঞাসেন ব্যাস আশীৰ্ব্বাদ দিয়া ॥

কি কারণে শোক কর ধৰ্ম্মের নন্দন। ইহার বৃত্তান্ত বল আমারে এখন ॥ এত শুনি যুধিষ্ঠির ধৰ্ম্মের তনয় । কান্দিয়া বলেন শুন ব্যাস মহাশয়। মহালোভি দুষ্টমতি আমি কুলাধম । পৃথিবীতে পামর নাহিক আমা সম ॥ রাজ্যলোভে কার্য্যে বাধা ধৰ্ম্মপথ রোধ । নহে কি উচিত জ্ঞাতি সহিত বিরোধ ॥ রাজ্যলোভে করিলাম বড় অপকৰ্ম্ম। বুঝিলাম আচার সে বিচারে অধৰ্ম্ম ॥ পাঠানু বালক, শক্ৰ সমূহের মাঝে । কহিতে ফাটয়ে বুক হেট হই লাজে ॥ কহিল আমারে শিশু করিয়া সন্ত্ৰম । ব্যুহ প্রবেশিতে পারি না জানি নিগম ॥ কহিল এ কথা পুত্র মোরে বারে বারে । তথাপিও যত্ন করি পাঠাইনু তারে ॥ সমরে অধিক সৈন্য বধিয়াছে স্থত । করিল প্রলয় যুদ্ধ দেখিতে অদ্ভুত ॥ অন্যায় করিয়া কুরু শিশু বধ করে । দ্রোণ আদি সপ্তরর্থী বেড়ি তারে মারে ॥ অন্যায় সমরে বধে অভিমনু্য বীর । নিবারিতে শোক আমি হ’য়েছি অস্থির ॥ এত বলি কান্দিলেন রাজা যুধিষ্ঠির । অভিমনু্য মহাশোকে হইয়। অস্থির ॥ ব্যাস বলিলেন শোক ত্যজহ রাজন । খণ্ডাইতে নারে কেহ দৈব নিৰ্ব্বন্ধন ॥ মনস্থির কর, শুন আমার বচন । আভজুনির পূর্বকথ। করহ শ্রবণ ॥ মুনিশাপে চন্দ্র জন্মে সুভদ্র-উদরে । তাহার বৃত্তান্ত ংি শেমার গোচরে ॥ চন্দ্রলোকে গল গগ মহাঙ::থন । সঙ্গেতে আছিল ভার বহু শিষ্যগণ ; চন্দ্রের নিকটে সবে উত্তরল গিয়া । সেই স্থানে মুনিগণ রহে দণ্ড:ঙ্গয় ॥ রোহিণী সহিত চন্দ্র ক্রীড়ায় আছিল ।. হেনকালে গগমুনি সেই স্থানে গেল ॥