পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দোণপকব । ] ডাকিনী বর্মিনীযুক্তাম বামদক্ষিণযোগতঃ ॥ ৬১৭ বালক বলিয়া শক্র না বধিবে রণে । দোণ আদি করিয়া যতেক বীরগণে ॥ তবে যদি অভিমনু্য বধে দুৰ্য্যোধন । তার সম পাপী তবে নহে অন্যজন ॥ অন্তৰ্য্যামী নারায়ণ জানেন সকলি । পড়িয়াছে অভিমনু্য সমরের স্থলী ॥ এতেক বলিয়া কৃষ্ণ প্রবোধে অর্জনে । রথ চালাইয়া দেন পবনগমনে ॥ শিবির নিকটে উত্তরিয়া ধনঞ্জয় । বিপরীত দেখিলেন অমঙ্গলময় ॥ অন্ধকার করি বসে আছেন সভায় । শোকাকুল সৰ্ব্বজন দেখিল তথায় ॥ অৰ্জুন বলেন কৃষ্ণ দেখি বিপরীত । মোরে দেখি লোক কেন হয় অতি ভীত ॥ আজি যোদ্ধাগণ কেন শোকাকুল মন । ভূমিতে বসেছে সবে ত্যজিয়া আসন ॥ এই সব দেখি মম স্থির নহে প্ৰাণ । কিসের কারণে কৃষ্ণ বলহ বিধান ॥ এতেক বলিয়া গেল শিবির ভিতর । দেখিলেন রোদন করিছে নৃপবর ॥ অধোমুখ করি বসিয়াছে যোদ্ধাগণ । একে একে পার্থ করিলেন নিরীক্ষণ ॥ অভিমনু্য নাহি দেখি উচাটন মন । জিজ্ঞাসেন ডাকিয়া ভীমেরে সেইক্ষণ ॥ কোথা গেল অভিমনু্য কহ বৃকোদর। তারে না দেখিয়া মর্ম বিদরে অস্তর ॥ এতেক শুনিয়া ভীম উত্তর না দিল । অধোমুখ হ’য়ে ভীম নিঃশব্দে রহিল ॥ উত্তর না পেয়ে পার্থ শোকেতে আকুল । নয়নের জলে ভিজে অঙ্গের দুকুল ৷ নকুল আকুল আর সহদেব শোকে । অশ্রুধারে বহে ধারা বসি অধোমুখে ॥ রোদন করিয়া ভীম কহিল তখন । কেমনে কহিব অভিমনু্যর মরণ ॥ করিয়া অন্যায় যুদ্ধ দুষ্ট দুৰ্য্যোধন । সপ্তরথ বেড়ি পুত্রে করিল নিধন ॥ কহ নারায়ণ, বৃহদ্বার রুদ্ধ কৈল সিন্ধুর নন্দন । ব্যুহে প্রবেশিতে ন পারিল কোনজন ॥ এতেক শুনিয়া ধনঞ্জয় মহাবীর । হইলেন অভিমনু শোকেতে অস্থির ॥ মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ ജ=ജ്ഞ. অভিমন্ত্য-শোকে অর্জুনের বিলাপ। পার্থ মহাবীর, হইল অস্থির, তনয়-নিধন শুনি । হাহা পুত্রবর, বীরগণ চুড়ামণি ॥ তোমা বিনা মোর, ঘর হৈল ঘোর কি করিব রাজ্যধনে । আমারে ছাড়িয়া, গেলে পলাইয়া দাগ দিয়া মগ্ন প্রাণে ॥ মহা ধনুৰ্দ্ধর, পুত্র মহাবীর, কন্দপ শরীর. চন্দ্রমুখ পরকাশ । ; কটাক্ষ লাবণ্য, সবে বলে ধন্য, অমৃত সমান ভাষ ॥ করিব কোন উপায় । বিনা অভিমনু্য, দহিছে আমার কায় ॥ বলে ধনঞ্জয়, বিনা পুত্র অভিমনু । হেন পুত্র বিলে, ন। রাখিধ এই তনু ॥ অৰ্জ্জুনের বাণী, অনেক ধc.iপ কৈলা । মধুর বচনে, কহিয়া অৰ্জ্জুনে কৃষ্ণ ধরি সাম্বাইলা ॥ ভারত-চরিত, ব্যাস বিরচিত শ্রবণে কলুষ নাশ । স্থির নহে মন, ন। রাখিব তনু, বিদরে হৃদয়, রহিব কেমনে, শুনি চক্ৰপাণি,