—জোনপৰ্ব্বTJ_বর্ণনাং লোহিতাং সৌম্যান্মুক্তকেশীং দিগম্বরং । • মহাক্রোধে বলিলেন ইন্দ্রের নন্দন । আমি যাহা কহি তাহ শুন সৰ্ব্বজন ॥ জয়দ্ৰথ হেতু মরে অভিমন্ত্য বীর । এক বাণে নিপাতিব তাহার শরীর ॥ কলি যদি জয়দ্ৰথে নাহি মারি রণে । পিতা পিতামহ গতি না পায় কথনে ॥ বিন জয়দ্ৰথ বধে সূৰ্য্য অস্ত হয়কুরিব শরীর ত্যাগ জানিহ নিশ্চয় ॥ জয়দ্ৰথে না মারিয়া না আসিব ঘর । আমার প্রতিজ্ঞা এই সভার ভিতর ॥ এত শুনি যোদ্ধাগণ হরিষ অন্তর । মহানাদে গজ্জিয়া উঠিল বৃকোদর ॥ পাঞ্চজন্য আপনি বাজান নারায়ণ । মহানাদে বাজিতে লাগিল বাদ্যগণ ॥ বড় বড় শঙ্খ বাজে নাহি লেখাজোখ । দামামা দগড় বাজে নাহি তাঁর সংখ্যা ॥ কোটি কোটি ডম্ফ বাজে মৃদঙ্গ বিশাল । ভেউরি ঝাঝরি বাজে মুহুরী কাহাল ॥ নানাজাতি বাদ্য বাজে কত ক’ব নাম । সুমধুর বীণ বাজে অতি অনুপম ॥ মহাকোলাহল শবদ হইল গর্জন । শুনিয়া হইল ব্র্যস্ত কুরুসৈন্যগণ ॥ দূতমুখে শুনি তবে সিন্ধুর নন্দন । শরীর হইল কম্প নহে নিবারণ ॥ শীঘ্ৰগতি গিয়া কহে যথা দুৰ্য্যোধন । প্রতিজ্ঞা করিল পার্থ আমার কারণ ॥ কালি রণে মোরে পার্থ করিবেক ক্ষয় । প্রতিজ্ঞা করিল এই শুন মহাশয় ॥ যদি পার্থ কালি মোরে বধিবারে নারে । আপনি মরিবে সেই পুড়ি বৈশ্বানরে ॥ " এইমত প্রতিজ্ঞা করিল পুনঃ পুনঃ । কালি সত্য যুদ্ধে মোরে মারিবে অর্জন ॥ ইহার উপায় কিছু না দেখি যে আমি । নিজদেশে যাই আমি আজ্ঞা কর তুমি ॥ . এত শুনি হরষিত হৈল দুৰ্য্যোধন। গমত্ৰথে বলে শুন আমার বচন ॥ \9:వి কি শক্তি অর্জুন তোমা করিবে সংহার। তোমারে রাখিবে যোদ্ধা যতেক আমার ॥ এত বলি দুর্য্যোধন জয়দ্ৰথে ল’য়ে । যথা দ্রোণগুরু-গৃহ উত্তরিল গিয়ে ॥ প্রণাম করিয়া তবে বলে ছুৰ্য্যোধন । অবধান কর গুরু এক নিবেদন ॥ প্রতিজ্ঞা করিল পার্থ কুন্তীর নন্দন। কালি যুদ্ধে জয়দ্ৰথে করিবে নিধন ॥ জয়দ্ৰথ বধ বিনা সূৰ্য্য অস্ত হয় । অগ্নিতে শরীর ত্যাগ করিবে নিশ্চয় ॥ এত শুনি জয়দ্ৰথ মহাভয় পেয়ে । আমারে কহিল, আমি যাই পলাইয়ে ॥ সাক্ষাতে দেখহ ভয়ে কঁপিছে শরীর । তুমি ভয় ভাঙ্গিলে সে হয়ত স্বস্থির ॥ কালি যদি ধনঞ্জয় মারিতে না পারে । অবশু মরিবে পার্থ কহি সে তোমারে ॥ এত শুনি দ্রেীণ জয়দ্রথে আশ্বাসিল । নাহিক তোমার ভয় বলিতে লাগিল ॥ কর্ণ আদি করিয়া যতেক যোদ্ধাগণ । তোমারে রাখিবে সবে করিয়া যতন ॥ কালি আমি এক ব্যুহ করিব রচন । যাহা লঙ্ঘিবারে নাহি পারে দেবগণ ॥ ব্যুহ মধ্যে তোমাকে রাখিব লুকাইয়া । । দুৰ্য্যোধন অfগু হ’য়ে থাকিবে বেড়িয় ॥ কর্ণ বলে জয়দ্ৰথ না করিহ ভয় । অবশু মরিবে কালি বীর ধনঞ্জয় ॥ হেন বৃঝি অনুকূল হুইবেক ধতি । সে কারণে অর্জন কহিল হেন কথা ॥ এত শুনি জয়দ্ৰথ ত্যজিলেক ভয় । অবশ্য হইবে কালি তার্জনের ক্ষয় ॥ • হরষিত দুৰ্য্যোধন জয়দ্ৰথে নিয়া । আপনার গৃহে গেল আনন্দিত হৈয়া ॥ কৃপাচার্য্য বলে তবে দ্রোণাচাৰ্য্য প্রতি । এক কথা কহি আমি কন অবগতি ॥ নিশ্চয় জানিল এই রাজা দুর্য্যোধন । অবশু হুইবে কালি পার্থের নিধন ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।