দ্ৰোণপৰ্ব্ব । ] দিপরে গিলিয়া কর্ণে গিলিবারে আসে। অগ্নিবাণ কর্ণ তবে এড়িল তরাসে ॥ অগ্নিতে পক্ষীর পাখা পুড়িল সকল । হইল প্রলয় অগ্নি সেই রণস্থল ৷ এড়েন বরুণ বাণ ইন্দ্রের নন্দন । , জলেতে নিবৃত্ত হৈল যত হুতাশন ॥ । হইল প্রলয় নীর সেই রণস্থলে । হয় হস্তী পদাতিক ভাসি যায় জলে ৷ শোষক নামেতে বাণ কর্ণ এড়ে রোষে । শুষিল সকল নীর চক্ষুর নিমিষে ॥ কর্ণ ধনঞ্জয় যুদ্ধ নাহি পাঠান্তর । বিস্ময় মানিয়! চাহে যতেক অমর ॥ তবে পার্থ মহাবীর পূরিয়া সন্ধান । একেবারে মারিলেন দশ গোট বাণ ॥ কবচ কাটিয়া বাণ অঙ্গে প্রবেশিল । মুচ্ছিত হইয়া কৰ্ণ রথেতে পড়িল ॥ মূচ্ছিত দেখিয়া রথ ফিরায় সারথি । }রণে ভঙ্গ দিয়া গেল কর্ণ যোদ্ধাপতি ॥ তবে ধনঞ্জয় বীর মহাক্রোধ মনে । লক্ষ লক্ষ যোদ্ধাগণে বিনাশিল রণে ॥ হেনমতে ছয় ক্রোশ পথ চলি গেল । গগনমণ্ডলে হৈল দ্বিপ্রহর বেলা ॥ । হেনকালে কৃষ্ণ কন শুন ধনঞ্জয় । মিযুক্ত হইল রথের চারি হয় ॥ শরে বিদ্ধ হইয়াছে চলিতে না পারে । কিমতে যাইব তবে সংগ্রাম ভিতরে ॥ বা হৈল বহু, তৃণ জল নাহি পায়। হের দেখ ঘন ঘন মম মুখ চায় ॥ ংগ্রাম করহ যদি নামি ভূমিতল । তবে আমি খাওয়াই অশ্বে তৃণ জল ॥ শত শুনি কৃষ্ণেরে কহেন গুড়াকেশ । 6কন অসম্ভব কথা কহ হৃষীকেশ ॥ "ধামের স্থল ইথে না হয় সংশয় । ধন্য এই স্থল ধুলা উড়ে যায় ॥ 獸 বলেন ক্ষণ রহ হেথা তুমি । ধা পাই আনি জল খাওয়াব আমি ॥ সদা ষোড়শবর্ষীয়ামস্থিমালাবিভূষিতাম্ । ৬২৩ অর্জন বলেন বড় হইল বিস্ময় । যে কহিলা নারায়ণ শুনি হয় ভয় ॥ ছল করি ছাড়িয়া যাইতে চাহ হরি। সিন্ধু মাঝে ডুবাইয়া আমারে সংহারি ॥ বুঝিলাম অপরাধ হইয়াছে পায়। তুমি যদি ছাড় তবে নাহিক উপায় ॥ তুমি বল, তুমি বুদ্ধি, পাণ্ডবের প্রাণ । যার অনুগ্রহে সঙ্কটেতে পাই ত্ৰাণ ॥ } অনুক্ষণ হৃদয়ে উদয় তাহে দেখি । - হেন অনাথের নাথ মোরে কর দুঃখী ॥ আমার প্রতিজ্ঞ যত সে ভুইল মিছা । । তবে আর এ ছার জীবনে কিবা ইচ্ছ। ॥ কেমনে সমর-সিন্ধু তরিবারে পারি। তরণী ফেলিয়া হরি চলিলে কাণ্ডারী ॥ কমল-নয়ন কৃষ্ণ কহেন হাসিয়া । করহ আক্ষেপ সথা কিসের লাগিয়া ॥ পঞ্চভাই তোমরা পাণ্ডব যাজ্ঞসেনী । রাথিয়াছ ভক্তিতে গুণমাকে সদা কিনি ॥ পলাইতে পারি কি যে পলাইতে চাই । হৃদয় নিগড়ে বন্দী এড়াইতে নাই ॥ কে জানে কহি যে সত্য তোমা ছয় জনে । নাহি পারি এক দণ্ড পাসরিতে মনে ॥ ভূমিতলে নামি যদি করহ সংগ্রাম । তবেত অশ্বেরে আমি করাই বিশ্রাম ॥ এত শুনি ধনঞ্জয় নামিয়া ভূমিতে । ংগ্রাম করেন বীর ধনুঃশর হাতে ॥ তবে কৃষ্ণ রথ হৈতে ভুমিতলে উলি ; ক্রমে ক্রমে ঘুচাইল যত কড়িয়ালি ॥ তৃষিত হইল অশ্ব স্বাক্ট গাত্র বাণে । জানি নারায়ণ তবে দেন অৰ্জ্জুনে ॥ শ্ৰীকৃষ্ণ বলেন পর্য দেখ অশ্বগণে । তৃষ্ণার কারণ চাহে মম মুখ পানে । বিনা জলপানে অশ্ব না পারে চলিতে । তাহার বিধান আমি করি যে ত্বরিতে ॥ তবেত করহ যুদ্ধ কুরুসৈন্য সনে । হউক ক্ষণেক যুদ্ধ মল্ল মল্পগণে ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।