পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্ৰোণপৰ্ব্ব | ] বিহ্ব্যৰ্জ্জটাং ত্রিনয়নাং দন্তপঙক্তিবলাকিনীম্। ৬২৫ ெশুনিয়া শিনি মহাকোপ মন । নেৰে ডাক দিয়া বলে শুন সর্বজন ॥ as অহঙ্কার তোর ওরে কুলাঙ্গার । a: নিন্দ, ছিদ্র নাহি দেখ আপনার ॥ ছgর উচিত ফল দিব আমি তোরে । এত বলি মহাক্রোধে উঠিল সত্বরে ॥ ন দেখি সোমদত্ত উঠি সেইক্ষণ । গছড়ি মহাযুদ্ধ করে দুই জন ॥ ব শিনি মহাক্রোধে ধরে তার চুলে । fa 表密 ಕ್ರ দেখিয় হইল হাস্য যত সভাস্থলে ॥ কেশে ধরি চড় মারে বজের সমান । এক চড়ে দন্তুগুল করে খান খান ॥ "ব সবে উঠি দেহে বারণ করিল। অভিমানে সোমদত্ত দেশে নাহি গেল ॥ * ভীমধ্যে সোমদত্ত পেয়ে অপমান । তপস্যা করিতে বনে করিল প্রয়াণ ॥ দুঃদশ বৎসর তপ করে অনীহারে । একচিত্তে সোমদত্ত সেবিল শঙ্করে ॥ তপস্যাতে বশ হইলেন মহেশ্বর । পুষতে চাপিয়া আসি বনের ভিতর ॥ চর বলিলেন বর মাগহ রাজন । এত বলি তাহাৱে ডাকেন পঞ্চানন ॥ ধান ভাঙ্গি সোমদত্ত দেখিলেক হর । বিভূতিভূষণ জটাধারী গঙ্গাধর ॥ আনন্দিত সোমদত্ত দেখিয়া শঙ্করে। বিবিধ প্রকারে রাজা বহু স্তুতি করে ॥ সোমদত্ত বলে হদি হৈলে কৃপাবান । এক নিবেদন আমি করি তব স্থান ॥ সভামধ্যে শিনি মোরে অমান্য করিল। যতেক নৃপতিগণ বসিয়া দেখিল ॥ হরিবং অঙ্গ দহে সেই অপমানে । કફ নিবেদন আমি করি তব স্থানে ॥ 7 ^ মোরে বর দিবে দেব পশুপতি । ধহধনুৰ্দ্ধর মম হউক সন্ততি ॥ তাঁর পুত্রে মম পুত্র জিনিবে সমরে । মণিগণ মধ্যে যেন অপমান করে ॥ o سb--چ ۹ ! ইহা বিনা আর বর নাহি চাহি আমি । এই বর মহাপ্রভু আজ্ঞা কর তুমি ॥ শঙ্কর বলেন বর দিলাম তোমারে । তব পুত্র জিনিবেক শিনির কুমারে ॥ প্রাণে মারিবারে তারে নহিবে শকতি । এত বলি কৈলাসে গেলেন পশুপতি ॥ শিবস্থানে হেন বর পেয়ে নৃপবর । আনন্দিত হ’য়ে গেল আপনার ঘর ॥ ভুরিশ্রব সাত্যকিরে জিনে শিববরে । তার উপাখ্যান এই জানাই তোমারে ॥ দ্ৰোণপৰ্ব্ব পুণ্যকথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ ভূরিশ্রব।-বধ । মুনি বলে আশ্চৰ্য্য শুনহ জন্মেজয় । শিব বরে সাত্যকি পাহল পরাজয় ॥ ভুরিশ্রবt-হস্ত যদি কাটেন অৰ্জ্জুন । ভূমেতে পড়িয়া হইলেক অচেতন ॥ পুনরপি বসিয়া উঠিল রণস্থলে । নিন্দ করি ভুরিশ্রব অর্জনেরে বলে ॥ ধিক্ ধনঞ্জয় তোর থাকুকু বীরত্ব । অন্যায় করিয়া মম কটি তুমি হস্ত ॥ সাত্যকি সহিত রণ আছিল আমার । কাটিলে আমার হস্ত তুমি কুলাঙ্গার । সম্মুখ সংগ্রামে পড়ি স্বর্গে যাই আমি । এই পাপে ধনঞ্জয় হবে অধোগামী ॥ এতেক শুনিয়া পার্থ হইল লজ্জিত । শ্ৰীকৃষ্ণ বলেন তুমি কেন হও ভীত ॥ কৃষ্ণ ডাকি বলিলেন ভূরিশ্রব প্রতি । এক অভিমনুরে বেড়িল সপ্তরর্থী ॥ কোন ন্যায় যুদ্ধে অভিমনুরে মারিলt i এবে বুঝি সে সকল কথা পাসরিলা । মৃত্যুকালে ধৰ্ম্মবুদ্ধি হইল তোমার। অৰ্জ্জুনের নিন্দ কর তুমি কুলাঙ্গার ॥ কটুবাক্য শুনি ভূরিশ্রব নরপতি । নিন্দ করি কহিতে লাগিল কৃষ্ণ প্রতি ॥