আভ্যাং নিষেক্যমানাং তাং ধ্যায়েদেবীং বিচক্ষণঃ ॥ [ মহাভারত। কুরুসৈন্তের সহিত ঘটোৎকচের মহাযুদ্ধ দোষণ ও অলঘুষ বধ । মুনি বলে শুন রাজ অপূর্ব কথন । মহাপরাক্রম বীর হিড়িম্বা-নন্দন ॥ তালতরু সম গদা হাতে মহাবীর । কুরুসেনা মধ্যে ধায় নির্ভয় শরীর ॥ গদা ল’য়ে ঘটোৎকচ বায়ুবেগে ধায় । রথ গজ পদাতিক চুর্ণ করি যায় ॥ স্বষ্টি নাশ করে যেন প্রচণ্ড তপন । সেইমত ঘটোৎকচ ভীমের নন্দন ॥ পৰ্ব্বত আকার কৈল দীর্ঘ কলেবর । অভেদ্য শরীর কৈল বজ সম সর ॥ কৈল দশ যোজন স্থদীর্ঘ কলেবর । মেঘের আকার বর্ণ মহাভয়ঙ্কর ॥ মুখখান যুড়ে পৃথ্বী গগনমণ্ডল । আনন্দিত ঘটোৎকচ হালে খল খল ॥ মুখ দেখি কুরুসৈন্য হারায় চেতন । বিনা যুদ্ধে শত শত ত্যজিল জীবন ॥ ঘটোৎকচ মুখ দেখি কুরুসেনাগণ । সত্বরে পলায় সবে লইয়া জীবন ॥ শিমুলের তুলা যেন উড়ায় পবন । হেনমতে পলাইল সব সেনাগণ ॥ ঘটোৎকচ আগেতে না রহে কোন বীর । সিংহনাদ করে বীর নির্ভয় শরীর ॥ হেনকালে আসে দুঃশাসনের নন্দন । দোষণ তাহার নাম রূপেতে মদন ॥ রথে চড়ি ধনু ধরি আসে শীঘ্ৰগতি । শরজালে আবরিল ঘটোৎকচ রখী ॥ আনন্দিত ঘটোৎকচ ভীমের নন্দন । গদা ল’য়ে ধায় যেন কাল হুতাশন ॥ ক্ষুধাৰ্ত্ত গরুড় যেন পইল ডুণ্ডুভ । মহাক্রোধে ঘটোৎকচ ধায় সেইরূপ ॥ গদার প্রহীর কৈল তাহার উপর । রথ অশ্ব সারথিরে দিল যমঘর ॥ جيصصصص– | লাফ দিয়া যায় দুঃশসনের নন্দন । দেখি ধায় ঘটোৎকচ মহাত্র দ্ব মন ॥ অষ্টশির গদা গোটা নিল বীর হাতে । হাসিতে হাসিতে মারে দোষণের মাথে । বজ্রাঘাতে যেন গিরিশৃঙ্গ চুর্ণ হয়। সেইমত পড়ে দুঃশাসনের তনয় ॥ দোষণ পড়িল দেখি কান্দে দুঃশাসন । হাহাকার করি কান্দে যত যোদ্ধাগণ ॥ পুত্ৰশোকে দুঃশাসন মহাকুদ্ধ হয়ে । হাতে ধনু করি আসে দিব্য শর ল’য়ে ॥ সন্ধান পূরিয়া যোড়ে চোখ চোখ শর। দেখি ঘটোৎকচ বীর হরিষ অন্তর ॥ দুঃশাসনে ডাকি বলে ঘটোৎকচ বীর । আজি যুদ্ধ দেহ মোরে হইয়া হস্থির ॥ কৌতুক দেখিবে আজি যত যোদ্ধাগণ । অবশ্য পাঠাব তোরে যমের সদন ॥ এত বলি দিব্য অস্ত্র নিল ঘটোৎকচ । দশ বাণে বিপক্ষের কাটিল কবচ ॥ আর দশ বাণ এড়ে পুরিয়া সন্ধান । দুঃশাসন অঙ্গ কাটি করে খান খান ॥ মূৰ্ছিত হইয় পড়ে দুঃশাসন বীর । রণ ত্যজি পলাইল হইয়া অস্থির ॥ দুঃশাসন ভঙ্গ দেখি হাসে মহাবীর । সিংহনাদ করি বুলে নির্ভয় শরীর ॥ নানা মায়া করি বুলে ভীমের মন্দন । রাক্ষসী মায়ায় বীর বড় বিচক্ষণ ॥ কোনখানে অগ্নিরূপে দহে সেনাগণ । দাবানলে দগ্ধ যেন হয় মহাবন ॥ সিংহরূপ ধরি কোথা হস্তী করে নাশ । দেখিয়া কৌরবগণ গণিল তরাস ॥ ঘটোৎকচ যুদ্ধ দেখি ধর্মের নন্দন । ধন্য ধন্য করিয়া করেন প্রশংসন ॥ কৌরবের দলে হৈল রেদিন অপার । এক ঘটোৎকচ বীর কৈল মহামার ॥ সৈন্যগণ পড়ে দেখি কান্দে দুর্য্যোধন । হেনকালে আসে কর্ণ রবির নন্দন ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।