ఆ88 বিশ্বাসঘাতিত কল্পি, কিমতে কহিব হরি, মহাপাপ নাশিলে বিশ্বাস ॥ পুনরপি নারায়ণ, করিছেন বিজ্ঞাপন, প্রকার করিয়া কহ দ্রৈাণে । অশ্বথামা হতবাণী, আমি তাহা সত্য জানি, - ইতি গজ পড়িয়াছে রণে ॥ . পুনঃ কন যুধিষ্ঠীর, শুন শুন যদুবীর, তথাপিও অধৰ্ম্ম বিস্তর । - মিথ্যা যদি কহি আমি, হইব নরকগামী, উদ্ধারের বলহু উত্তর ॥ এত শুনি বৃকোদর, ক্রোধে কম্পে কলেবর, কহিতে লাগিল সেইক্ষণ । হইয়৷ পাণ্ডব স্বামী, সকল নাশিলে তুমি, তব সত্য না জানি কেমন ॥ অধৰ্ম্ম করিলে যদি, হয় লোক অধোগতি, কি করিল রাজা দুৰ্য্যোধন । অভিমন্ত্য গেল রণে, বেড়ি সপ্ত যোদ্ধাগণে এক শিশু করিল নিধন ॥ সত্যৰাদী সদা ধৰ্ম্ম, তুমি কি করিলা কৰ্ম্ম, নাশিল সকল রাজ্যধন । আমার বচন শুনি, কহ তুমি নৃপমণি, এই কথা স্বরূপ বচন ॥ মোরে যদি পুছে দ্রোণ,কহি আমি পুনঃপুনঃ, কহি পুনঃ এক শত বার। ইছা বলি বৃকোদর, কহিলেন দৃঢ়তর, - , অশ্বথামা হত স্বারোদ্ধার ॥ শুন দ্ৰোণ কহি সার, সময়েতে আজিকার, মম হস্তে অশ্বখুামা হত। • জানাই স্বরূপ আমি, নিশ্চয় জানহ তুমি, - এই কথা নহে অন্য মত ॥ এত শুনি কহে দ্রোণ, প্রত্যয় না হয় মন, তোমার বচনে বৃকোদর। হত যদি মম স্থত কহে ধৰ্ম্ম স্বচরিত,> নিজমুখে ধৰ্ম্ম নৃপবর ॥ শুনিয়া ত নারায়ণ, কুপিত হইল মন, কহিলেন রাজা যুধিষ্ঠিরে। सििक्कतििक्रयङ्ग्रश्न्मकबाछाकार"Tश्झजाउ কহ তুমি নৃপমণি, এই কথা সত্যবান তবে যদি বধিবে দ্রোণেরে ॥ " তাহা শুনি ধৰ্ম্মস্থত, হইয়া বিষাদযুক্ত কহিলেন দ্রোণের গোচর। . অশ্বথামা হৈল নাশ, ইতি গজ সত্যভাম জানহ স্বরূপ এ উত্তর । ' পুনরপি কহে দ্রোণ, সত্য কহ হে রাজন অশ্বথামা হইল বিনাশ । । . কছেন ধর্মের স্থত, অশ্বথামা হৈল হত । ইতি গজ সত্য এই ভাষ ॥ দ্রোণ পুছে যতবার, কহিছেন ততবায়ু । যুধিষ্ঠির সে মত উত্তর। লঘুম্বরে নৃপমণি, কহে ইতি গজবাণী, পুনঃ পুনঃ দ্রোণের গোচর ॥ যুধিষ্ঠির মুখে শুনি, সত্য হেন দ্ৰোণ জানি, পুত্ৰশোকে হইল আকুল । ধনু ধরি বামকরে,কান্দে দ্রোণ উচ্চৈঃস্বরে, লোহে ভিজে অঙ্গের দুকূল । পুত্রের শোকেতে দ্রোণ, হইলেন অচেতন, চেতন হারান ব্রিজবর । কণ্ঠতলে ধনু রাখি,কান্দে দ্ৰোণ হয়ে দুঃখী অশ্রু পড়ে গুণের উপর ॥ হেনকালে রমাপতি, বলিলেন পার্থ প্রতি, দেখ দেখ বীর ধনঞ্জয় । কালসৰ্পদংশে দ্রোণে, ঝাটকাটি পাড় বাণে, এইকালে কুন্তীর তনয় ॥ তবে পাৰ্থ বীরবর, অস্ত্র মারি দৃঢ়তর, সপ বলি কাটে ধনুগুণ । কণ্ঠতলে বিন্ধি ধনু, অস্থির হইল তনু, রথেতে পড়িয়া গেল দ্ৰোণ । হেনকালে ধৃষ্টদ্যুম্ন, রথে পড়ে দেখি দ্রোণ, খড়গ ল’য়ে ধাইল সত্বর । যেন ধায় মৃগপতি, তেন ধায় দ্রুতগতি, উঠে গিয়া রথের উপর ॥ কাটিল দ্রোণের শির, দেখে যত কুরুবীর, হাহাকার করে সর্ববজন ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।