૭8ઇન বৃহমধ্যে বীর সব করে সিংহনাদ । দুই দলে বাদ্য বাজে নাহি অবসাদ ॥ কর্ণের বিক্রম দেখি কুরু করে গৰ্ব্ব । দ্রোণের বীরত্ব যত করিলেক খৰ্ব্ব ॥ দুই দলে যুদ্ধ হয় অতি অসম্ভব । দুই দলে হানাহানি উঠে কলরব ॥ রথে রথে গজে গজে পদাতি পদাতি । আসোয়ারে আসোয়ারে অব্যাহত গতি ॥ অৰ্দ্ধচন্দ্র বাণ আর ক্ষুর তীক্ষ শর। । অক্ষয় সন্ধান করি এড়িছে তোমর ॥ বাকে বীকে অস্ত্র পড়ে ঘেরিয়া গগন । পৃথিবী যুড়িয়া পড়ে যত যোদ্ধাগণ ॥ . যেন পূর্ণ মহীতলে অবতার ভানু । যেমন পোড়ায় বন জ্বলন্ত কৃশানু ॥ ঝণকে ঝণকে অস্ত্রবৃষ্টি পূরিল ধরণী । ধূলায় ধূসর, নাহি দেখি দিনমণি ॥ ক্রোধ করি ভীমসেন ধরে ধনুঃশর । লম্ফ দিয়া উঠিলেন মাতঙ্গ উপর ॥ ধৃষ্টদ্যুম্ন সাত্যকি শিখণ্ডী চেকিতান । দ্রৌপদীর পঞ্চপুত্র বিক্রমে প্রধান ॥ ভীমসেনে বেড়ি ডাকে সিংহনাদ করি । রোষে বীর যায় যেন হস্তীকে কেশরী ॥ বাহিনী মথিয়া আসে বীর বৃকোদর । দেখিয়া রুষিল ক্ষেমমূৰ্ত্তি নৃপবর ॥ কুলুত দেশের রাজা ক্ষেমমূৰ্ত্তি নাম । বিক্রমে সিংহের প্রায় রণে অবিরাম ॥ মহাগজে আরোহিয়া আসে ক্রোধমনে । প্রথমে তোমর বাণ মারে ভীমসেনে ॥ শর মারি তোমর করিল খণ্ড খণ্ড । ছয় বাণে বিন্ধে বীর সমরে প্রচণ্ড ॥ ক্রোধ করি ভীমসেন বরিষয়ে শর। বাণ মারে ক্ষেমমুক্তি হস্তীর উপর ॥ শরাঘাতে ভঙ্গ দিল গজেন্দ্র বিশাল । রাখিতে নারিল ক্ষেমমুক্তি মহীপাল ॥ কতক্ষণে ক্ষেমমুক্তি হযোগ পাইল । ভীমেরে বিন্ধিতে বীর সমরে ধাইল ॥ আন্তীপম্য গুণোপেত চিবুকোন্দেশশোভিতাং । [ মহাভারত। খরবাণে ভীমের কাটিল শরাসন । আর ধনু নিল হাতে ভীম বিচক্ষণ ॥ নারাচ মারিয়া কৈল হস্তীর নিধন । লাফ দিয়া এড়াইল বীর বিচক্ষণ ॥ ধন্য ধন্য করি সবে বাখানে তখন । ধন্য বীর ক্ষেমমুক্তি বলে কুরুগণ ॥ গদা হাতে ভীমসেন পেয়ে বড় লাজ । ক্ষেমমুৰ্ত্তি রাজক্ষমারিল গজরাজ ॥ লাফ দিয়া ক্ষেমমুৰ্ত্তি হস্তী এড়াইল । গদা মারি ভীমসেন ভূতলে পাড়িল ॥ সিংহের প্রতাপে যেন পড়িল মাতঙ্গ । ক্ষেমমুৰ্ত্তি পড়িল বাহিণী দিল ভঙ্গ ॥ তবে কর্ণ মহাবীর পাণ্ডবে ধাইল । অতি ক্রোধে পাণ্ডব-সৈন্যেতে প্রবেশিল । বাছিয়া বাছিয়া বাণ বরিষয়ে কর্ণ। সপের সভায় যেন পরিল সুপর্ণ ॥ ভঙ্গ দিল বাহিনী পড়িল সব গজ । ছয়বাণে কাটি পাড়ে যত রথধ্বজ ॥ নিরন্তর কর্ণবীর বরিষয়ে বাণ । লক্ষ লক্ষ বীর পড়ে ভীম বিদ্যমান ॥ অশ্বথাম বীর সনে যুঝে বৃকোদর। শ্ৰুেতকৰ্ম্ম সনে চিত্রসেন ধনুৰ্দ্ধর ॥ বিন্দ অনুবিন্দ সহ সাত্যকির রণ । প্রতিবিন্ধ্য সহ যুঝে চিত্র যশোধন ॥ দুৰ্য্যোধন সহিত যুঝেন যুধিষ্ঠির । ! নারায়ণী সেনার সহিত পার্থ বীর ॥ কৃপ আঁর ধৃষ্টদ্যুক্ষে সমর দুর্জয় । কৃতবৰ্ম্ম সহিত শিখণ্ডী মহাশয় ॥ মন্দ্রপতি প্রতি শ্রুতকীৰ্ত্তির বিক্রম । দুঃশাসন সহ সহদেব যম সম ॥ বিন্দ অনুবিন্দ সহ হইল সংগ্রাম । মহাবীর সাত্যকি রণেতে অনুপম ৷ দুই বীর হানাহানি ছাড়ে হুহুঙ্কার । বীরে বীরে মহাযুদ্ধ বলে মার মার ॥ বিন্দ অনুবিন্দ বীর বাণ বরিষয় । শত শত ৰাণ পড়ে নাহি করে ভয় ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।