কপূরশকলোম্মিশ্রতাযুলপূরিতাননং। عوام وياً শুনি ভীম বলে তব জেনেছি বিক্রম । গন্ধৰ্ব্বে বান্ধিয়া তোরে লইল যখন ॥ নিজ বল পরাক্রম কি জানাব তোমা । ভজ ধৰ্ম্মরাজে তিনি করিবেন ক্ষমা ৷ শুনি দুৰ্য্যোধন রাজা ক্রোধে কটু কয় । যুদ্ধ করি পাগুবে করিব পরাজয় ॥ মহাযুদ্ধ বাধিল তুমুল হেনকালে । প্রলয় কালেতে যেন সমুদ্র উথলে । জীমের নারাচ বাজে দুৰ্য্যোধন বুকে । ব্যাকুল সারথি রথ ফিরায় বিমুখে ॥ গদা হাতে ভীম সেন যায় শীঘ্ৰগতি । ক্ষণমাত্রে সংহরিল যত যোদ্ধাপতি ॥ আথালি পাথালি বীর মারে গদা বাড়ি । সহস্ৰ সহস্র রথ ফেলে চুর্ণ করি । সম্মুখ বিমুখ নাই মারে খেদাড়িয়া । পলায় সকল সৈন্য রণে ব্যস্ত হৈয়া ॥ দূরে থাকি যায় সবে পাইয়া তরাস । পাছু পাছু ধায় বীর করিয়া বিনাশ ॥ একা ভীম নিবারিল সহস্ৰ পদাতি । তুরঙ্গ সহস্ৰ পঞ্চ সহস্ৰেক হাতী ॥ সম্বিত পাইয়া তবে রাজা দুর্য্যোধন । আশ্বাসিয়া বলে ভাই নাহি যোদ্ধাগণ ॥ অৰ্জ্জুন সহিত যুদ্ধ ধায় সৈন্যগণ । কুঞ্জর সহিত আসে রাজা দুর্য্যোধন ॥ উভয়েতে মহাযুদ্ধ বাণ বরিষণ । আকাশে প্রশংসা করে যত দেবগণ । কৌরবের যোদ্ধাপতি শাল্ব নৃপবর। হস্তীতে চড়িয়া এল সংগ্রাম ভিতর ॥ হস্তীর বিনাশে বাণ পাঞ্চাল এড়িল । বিষম প্রহারে হস্তী আপনি পড়িল ॥ কোপে বীর লাফ দিয়া ভূমিতে নামিল । দেখিয়া সাত্যকি তবে তার আগু হৈল ॥ কাটিল শ্বাম্বের ধনু করি খণ্ড খণ্ড । তাহা দেখি কৃতবৰ্ম্ম হইল প্রচণ্ড ॥ ছুই জনে বাণবৃষ্টি ঘোর অন্ধকার। মহা প্রলয়েতে যেন স্বষ্টির সংহার ॥ I अहॉडांब्रड । حيحددسك– সাত্যকি এড়িল বাণ কৃতবৰ্ম্মা বীরে । সেই বাণ বাজে তার বক্ষের উপরে ॥ বাণে বাণে আচছাদিল কু তবৰ্ম্ম বীর । রথ ফিরাইল তবে সারথি স্থধার ॥ পুনঃ শাহু সাত্যকিতে বাবিল সমর। দোহে দোহা বিন্ধিয়া করিল জর জর । সাত্যকির বাণে শাল্ব ত্যজিল জীবন । তাহা দেখি কৃতবৰ্ম্ম আইল তখন । শাহু বীর পড়িল দেখিয়া মহাবীর । কৃতবৰ্ম্ম আসি রণে হইল স্বস্থির ॥ পুনঃরপি কৃতবৰ্ম্ম সাত্যকিতে রণ। দোহাকার সংগ্রামের কি দিব তুলন। উভয়ে হইল রণ নাহি পাঠান্তর। রথে চড়ি এল দোহে মহাধনুৰ্দ্ধর ॥ ধ্বজ ছত্র কাটা গেল দেখি বিপরীত । অশ্ব কাটা গেল রথ গমন রহিত ॥ ভূমে নামে কৃতবৰ্ম্ম হইয়া বিরর্থী । দেখি কৃপ নিজ রথে তোলে শীঘ্ৰগতি ॥ পুনরপি দুৰ্য্যোধন যুঝে কোপমনে । শরাসনে করে রণ পাণ্ডরের সনে ॥ চতুর্দিকে ভঙ্গ দিল পাণ্ডব বাহিনী ॥ ধৰ্ম্মরাজ সহ রণে মিলিল শকুনি ॥ মুহূর্তেকে সমর হইল ঘোরতর। দোহাকার বাণে দোহে হইল জর্জর ॥ ধৰ্ম্মের সারথি রথ কাটিল তখনি । পেয়ে লাজ ধৰ্ম্মরাজ নামিল ধরণী । হেনকালে সহদেব ত্বরিতে আসিয়া । আপনার রথে ধৰ্ম্মে লইল তুলিয়া এ পুনঃ দিব্যরথ আনি যোগায় সারথি । ধনু ধরি ধৰ্ম্মরাজ উঠিলেন তথি ! হসজ্জ হইয় রাজা রহিয়া তথায় । শকুনি বধিতে আজ্ঞা দিলেন ত্বরায় । চতুর্দিকে সেনাগণ রহ সাবধান । শকুনি মারিয়া কর যশের বাথান । পদাদি সহস্ৰ ত্রিশ চলিল প্রধান । এ সবার সহদেব কর্তা আগুয়ান ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।