সৰ্ব্বশৃঙ্গারবেশ্বাঢ্যাং, সৰ্ব্বাভরণভূষিতাং। ه ٩ولم শকুনি সহিত যুঝে সহদেব বীর। সঞ্জয় বলেন রাজা শুন নিবেদন। অশ্ব আরোহণে আছে রাজা দুৰ্য্যোধন ॥ যোদ্ধাগণ কতগুলি আছয়ে সংহতি । দেখিয়া কহেন পার্থ গোবিন্দের প্রতি ॥ হের দেখ নিল জজ পামর দুর্য্যোধন । তৰু ক্ষমা নাছি রণে বিনাশ কারণ ॥ গোবিন্দ বলেন শুন পার্থ ধনুৰ্দ্ধর । জাগু হয়ে মার পাপিষ্ঠ কুরুবর ॥ অর্জন দেখহ সেনা প্রায় ভঙ্গিয়ান । ক্ষণেক করহ রণ হ’য়ে সাবধান ॥ সঞ্জয় বলিল রাজা কি কব বিশেষ । সকল হইল নষ্ট কিছু মাত্র শেষ ॥ অবশেষ আছে তৰ দুই শত রথ । ত্রিশ সহস্ৰ পদাতি অশ্ব পঞ্চশত । কোঁরব-বাহিনী রাজা এই মাত্র শেষ । জানিয়া অর্জন প্রতি কন হৃষীকেশ ৷ মহাধনুৰ্দ্ধর পার্থ রণে অনিবার । তোম৷ হ’তে শত্রু সব হইল সংহার ॥ .আজি ভুজৰলে যুধিষ্ঠির অধিকারী। রহিল তোমার যশ ত্রিভুবন ভরি ॥ আজি যুধিষ্ঠিরের উপরে রাজ্যভার । আজি হৈল ক্রুর কুরুবংশের সংহার ॥ অর্জন বলিল প্ৰভু তব প্রসাদাৎ । সমরে বিজয়ী অামি জগতে বিখ্যাত ॥ কহিতে কহিতে যুদ্ধস্থলে ধনঞ্জয় । বাণে বাণে করিলেন অন্ধকারময় ॥ মহাপরাক্রম পার্থ যেন ধনুৰ্ব্বেদ । পঞ্চবাণে করে স্বশৰ্ম্মার শিরশেছদ ॥ তাহার তনয় কোপে রণে প্রবেশিল । পার্থের নারাচ বাণে সেও কাটা গেল ॥ তবে কোপে ৰীৱবর ছাড়ে সিংহনাদ । যুবহু সমরে বীর নাছিক বিষাদ ॥ " জক্ষসেন বীর গেল সমরের মুখে । তাছারে বৰিল ভীম পরম কৌতুকে ॥ তাছার অমুজ ছিল সমরে দুর্জয় । তাহায়ে মাৰিল ৰীয় পৰন তনয় এ [ মহাভারত ! দোহাকার বাণে দোহে জর্জর শরীর । শকুনিগনকটে এল সহদেব বীর। বাণেতে জর্জর কৈল শকুনি শরীর । সম্বিত পাইয় উঠে হইয়া চেতন । সিংহনাদ করে বীর পড়য়ে ঝনঝন ॥ ভয়ে ভীত ভঙ্গিয়ান দেখি কুরুবল । দুৰ্য্যোধন আশ্বাসিয়া রাখে সে সকল । দেব অবতার বীর সহদেব রোষে । অবিশ্রান্ত ক্ষান্ত নহে বিশিখ বরিষে । শকুনির ধনু কাটি ফেলে অবহেলে। অন্য ধনু ল’য়ে যুদ্ধ করে সেই বলে । শকুনির নন্দন উলুক নাম ধরে। পিতার সাহায্য হেতু আইল সমৱে । ভীমের সহিত রণ করে অনিবার । ক্ষুরবাণে ভীম তারে করিল সংহার। পুত্ৰশোকে যুঝে বীর মরণ ভাবিয়া । নিৰ্ভয়েতে ধমুগুণ সন্ধান পুরিয়া ॥ বাণে আচ্ছাদন কৈল মাদ্রীর নন্দনে । গলিত রুধির অঙ্গ ভয় নাহি মনে । মান্দ্রৗপুত্র মহাবীর মহাকোপভরে । বাণে শকুনির তনু থান খান করে । কোপে শক্তি লয় তুলি গান্ধার কুমার ! নিক্ষেপ করিল তারে করিতে সংহার । দৃষ্টিমাত্রে শক্তি কাটে সহদেব বীর । শক্তি ব্যর্থ গেল দেখি শকুনি অস্থির । ভিন্দিপাল শক্তি ভল্ল পরশু তোমর { শেল শূল জাঠি জাঠী যতেক অপার । সন্ধান পুরিয়া বাণ শকুনি মারিল ৷ মাদ্রীস্বত সহদেব সকল কাটিল । কাটিল সারথি রথ করি লণ্ড ভণ্ড । তীক্ষবাণে কাটি পাড়ে তুরঙ্গের মুণ্ড । বিরণী হইয়া বীর রহে জাগুাইল্পী । পরাক্রম গেল সব আতঙ্ক পাইয়l A রখ হৈতে লম্ফ দিয়া পড়ে তুমিতলে | বিমুখ সংগ্রামে ৰাঁর পিঠ দিয়া চলে ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।