শল্যপৰ্ব্ব । gঞ্চল চরণগতি নাছি বুদ্ধিবল । করতালি দিয়া পাছু খেদাড়ে সকল ॥ কি ধিক ক্ষত্র হয়ে পলাইল কেনে। ইহার অধিক ভাল সংগ্রামে মরণে ॥ জবলার প্রায় যাস ছাড়ি বীরপণ । মরণ এড়িল হেন না কর ভাবনা ৷ অপমান বাক্য শুনি পুনঃ লেউটিল । মরণ ভাবিয়া রণে আসিয়া পশিল a রণভূমে পড়েছিল যত অস্ত্র তাই । প্রাণপণে করে যুদ্ধ লইয়া সবাই ॥ যত অস্ত্র ফেলি মারে কাটে মহাবীর । অবসন্ন হয়ে পড়ে গান্ধার স্বধীর ॥ আগু হয়ে মাদ্রৗপুত্র চুলে ধরি আনে। শকুনি দুঃখের মুল সৰ্ব্বালোকে জানে a পশুর সদৃশ করি শকুনিরে আনে। কম্পমান কলেবর হৈল হতজ্ঞানে । সহদেব বলে তুমি দুষ্টের প্রধান । এই হেতু তোমা প্রতি নাছি ক্ষমাবান । পাশায় যতেক দুঃখ দিলা দুষ্টমতি । উপহাস করিলেক রাজার সংহতি ॥ ভুঞ্জাব তাহার স্থখ আজিকার রণে । যে হাতে ধরিলে পাশা কপট বিধানে ॥ সেই হাত অগ্ৰে কাটি অন্য তার পরে। আজি রণ শিখাইৰ নরাধম তোরে a শকুনি বলিল মোরে মার দিব্যবাণ । কৰু কিন্তু না করিও অপমান । বিধুর নির্বদ্ধ কছু খণ্ডন না যায়। কাটি পাড় মুণ্ড যদি ক্ষমা নাছি হয় । এত শুনি দপ করি সহদেব বীর । পূৰ্ব্ব দুঃখ মনে করি হইল অস্থির । শকুলি পৰ্য্যন্ত কাটি পাড়ে বাহুমুল । পুরিল প্রতিজ্ঞ আজি শুন রে মাতুল । কাতর শকুনি ৰীয় করে ছটফট । কৰে সহদেৰ ৰীয় তার মুণ্ড কাটি । ** অনুরূপ ফল বলে সকলোকে । ধর্মের বিধান ফল পাইল প্রত্যেকে । छगनांश्लांनखननेौ२ छनं मछनकांद्रिगैो२ ॥ - ❖ግ > সময় পাইলে কৰ্ম্ম অবশ্য সে ফলে । ধৰ্ম্মাধৰ্ম্ম ফল সব ভুঞ্জ এতকালে ॥. শকুনি পড়িল রণে হৈল সিংহনাদ । কুরুসৈন্য ভঙ্গ দিল গণিয়া প্রমাদ । পলাইতে নারে সবে যে পড়ে সম্মুখে। প্রাণের সহিত মারে যারে আগে দেখে ॥ | সেনাগণ ভঙ্গ দিল যেবা ছিল শেষ । এক দুৰ্য্যোধন মাত্র আছে অবশেষ । একাদশ অক্ষৌহিণী সেনাগণ নাশি । শোক অভিমানে দুৰ্য্যোধন ভয় বালি ॥ হইল পৃথিবীশূন্য জানি মহামতি । অশ্ব ছাড়ি ভূমিতলে করিলেন গতি । মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ হুর্য্যোধনের-দ্বৈপায়ল হ্রদে প্রৰেশ । সঞ্জয় বলেন রাজা কর অবগতি । আপন পমর শেষ দেখি মহামতি । কুরুকুলে সিংহ যেন ছিল মহারাজ । দাবানল দহে যেন শুষ্ক বনমাঝ । অগাধ শুষিল যেন মহোদধি জল । পাণ্ডবে শুষিল তেন কৌরবের বল। অমাত্য বান্ধব যত সব হৈল হত । সমর সমাজে ছিল যত a লোকলাজে অভিমানে না দেখি উপায় । শূন্ত হৈল বক্ষমতী জানিয়া নিশ্চয় ॥ জয় পরাজয় কৰ্ম্ম বিধির ঘটন। আপনার শাক্য নহে কৰ্ম্ম নিবন্ধন । এত ভাবি দুৰ্য্যোধন চলিল সত্বর । হস্তে গদা ধায় যেন মত্ত করিবর। সৰ্ব্ব শূন্ত অবশেষ দেরি বিমন। দ্বিতীয় বান্ধব নাহি সঙ্গে একজন । চিন্তাযুক্ত দুৰ্য্যোধন করিল গমন । কেহ না দেখিল কোথা গেল দুর্বোধন । দৈবাৎ সঞ্জয় রণে আসিয়া মিলিল ॥ " দেখি খৃষ্টছ্যক্ষ সাত্যফিরে আদেশিল ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।