পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্বলক্ষীময়ীং নিত্যাং সৰ্ব্বশক্তিময়ীং শিবাং H 8۰ ۹ون [ মহাভার যুধিষ্ঠির নিকটে আইল যত রাণী । কপিধ্বজ রথে চড়ি ধরিল তাহারে । সন্তুষ্ট হইয়া ধৰ্ম্ম কহিল পার্থেরে । যথা ধৰ্ম্ম তথা জয় বেদের বচন । গন্ধৰ্ব্বে জিনিয়া আন দুৰ্য্যোধন বীরে ॥ যথা ধৰ্ম্ম তথা কৃষ্ণ আছে নিরূপণ ॥ আজ্ঞা মাত্র ধনঞ্জয় আনে সেইক্ষণে । ! এইরূপে কহিল সঞ্জয় মহামতি । গন্ধৰ্ব্ব সহিত আনে রাজা দুৰ্য্যোধনে শুনিয়া নিস্তব্ধ হন অন্ধ নরপতি ॥ যুধিষ্ঠির রাজা দেখি বলিল বিস্তর । এইরূপে শোকাকুল অন্তঃপুরে যত। হেন কৰ্ম্ম কদাচিৎ না করিহ আর ॥ বিছর প্রভূতি কান্দে করি মৌনুব্রত। দোহারে বিদায় করি দিল যুধিষ্ঠির । , তথা যুধিষ্ঠির রাজ করেন ভাবনা। অভিমানে গেল সবে আপন মন্দির ॥ দুৰ্য্যোধন কোথা গেল কহ সৰ্ব্বজন ॥ তবে কত দিনাস্তরে রাজা দুর্য্যোধন । হেথা দুৰ্য্যোধন রাজা দ্বৈপায়ন হ্রদে । জয়দ্ৰথে পাঠাইল দ্ৰৌপদী কারণ ॥ সকল নাশিয়া হেথা রছিল বিষাদে । সবিনয় বচনে তুষিল ধৰ্ম্মমণি ॥ অনেক ভৎসনা কৈল বিবিধ প্রকারে । l | শূন্যপথে জয়দ্ৰথ সদা ফিরি বনে । রথ আরোহণ করি সদা চিন্তি মনে ॥ দৈবের নির্ববন্ধ কভু না যায় খণ্ডন । শূন্যঘর দেখি দুষ্ট হরিল তখন ॥ দ্রৌপদী হরিয়া ল’য়ে যায় দুষ্টমতি । রথেতে ক্ৰন্দন করে কৃষ্ণ গুণবতী ॥ হেনকালে আইলেন তথা ভীমসেন । তথা হৈতে দ্রৌপদীর স্বর শুনিলেন a. দ্রৌপদী লইয়া যায় জয়দ্ৰথ বীর । দেখি তবে দুই ভাই হইল অস্থির ॥ একাদশ অক্ষৌহিণী সৈন্য মম ছিল । একে একে ভীম সব সংহার করিল। মুনি বলে অবধান কর নরপতি । পরিণামে লাভ বিনা হয় হেন গতি ॥ যথ। ধৰ্ম্ম তথা জয় জানিহ রাজন । যথা কৃষ্ণ তথা ধৰ্ম্ম বেদের বচন ॥ মহাভারতের কথা অমৃত লহরী। কাহার শকতি ইহা বর্ণিবারে পারি ॥ কাশীরাম বিরচিল পাঁচালীর মত । এত দূরে শল্যপৰ্ব্ব হইল সমাপ্ত ৷ শল্যপৰ্ব্ব সমাপ্ত । .