পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গদাপর্ব। ] নিরে মাগিল তাহ অশ্বিনীকুমার ॥ বেই বিদ্যা প্রভাবে বাসব স্বৰ্গপতি । গ্রহণ করিবে মম বিদ্যা মূঢ়মতি ॥ সে বিদ্যা গ্রহণে হবে সমান আমার । মন্ত্রবলে নিতে পারে মম অধিকার ॥ এতেক ভাবিয়া ইন্দ্র করিল নিষেধ । শুন রাজা পূর্বকার বৃত্তান্ত বিভেদ । শুনিয়া সে জন্মেজয় হৈল হৃষ্টমন । হরি পুনঃ কি কহেন কহ তপোধন ॥ বিদায় হইয়া যদি আখণ্ডল গেল । দোহে মুনি সমিধানে প্রভাতে আইল ॥ মুনিবরে প্রণমিয়া দুই সহোদর। নিকটে বসিল দোহে হরিষ অন্তর ॥ কথোপকথন বহু হৈল মুনি সনে । ইন্দ্রের সংবাদ মুনি কহে দুইজনে ॥ উপদেশ তোমায় করাই যদি আমি । মম শিরশেছদন করিবে স্বরস্বামী ॥ তোমা দোহে মন্ত্ৰ দিয়া হারাইব প্রাণ । বুঝি দুইজনে ইহা কর সমাধান ॥ অশ্বিনীকুমার বলে শুন মহাশয় । এই বাক্যে কদাচিত না করিহ ভয় ॥ অনেক ঔষধ মোরা জানি মুনিবর। ক্ষণে জিয়াইতে পারি মৃত কলেবর ॥ স্বৰ্গ বৈদ্য অশ্বিনীকুমার দুই ভাই । যতেক ঔষধি কিছু অগোচর নাই । প্রতিজ্ঞা করিল ইন্দ্র কাটিবে তোমায়। মম এক নিবেদন শুন মহাশয় ॥ কাটিয়া তোমার মুণ্ড রাখি গুপ্তস্থানে। গুপ্ত মুণ্ড কথা যেন ইন্দ্র নাহি জানে a শধমুণ্ড তব স্কন্ধে করিয়া যোজন । সেই মুণ্ডে মন্ত্র মোরা লব দুইজন ॥ মন্ত্র দিলে দবরাজ কুপিত হইয়া এ তোমার অশ্বের মূণ্ড যাবেক কাটির a o: স্বকীয় মুগু মোরা দুইজন ৷ Fরপি তব স্বন্ধে করিব যোজন ॥ । লোকনাথং ত্ৰিলোকেশং পীতাংশ্বরধরং হরিং । ఆ4 * = or ইন্দ্র উপাসিত যেই বিদ্যা সারাৎসার । শুনিয়া দধীচি মুনি করিল স্বীকার । মুনি শির কাটিলেন অশ্বিনীকুমার ॥ অশ্বমুণ্ড যোড়া দিল মুনিবর স্বন্ধে । পরাণ পাইল মুনি মাহি কোন সন্ধে ॥ বিদায় লইয়া দোহে গেল নিকেতন । নারদ জানিয়া গেল সব বিবরণ ॥ সকল সংবাদ কহিলেন পুরন্দরে । খড়গ হাতে করি ইন্দ্র যায় ক্রোধভরে ॥ যোগে যথা আছে বসি সে দধীচি মুনি। তথা গিয়া উপনীত হৈল বজ্রপাণি ॥ দেখিল ধেয়ানে মুনি আছয়ে বসিয়া । মুনির অশ্বের মুণ্ড ফেলিল কাটিয়া ॥ অশ্বমুণ্ড লইয়া ইন্দ্র করিল গমন । দধীচি মুনির স্কন্ধ আছিয়ে তেমন ॥ অশ্বিনীকুমার চর ছিল সেইখানে । দ্রুতগতি বার্তা দিল ভাই দুইজনে ॥ অশ্বিনীকুমার তথা গেল শীঘ্রতর। মুনিমুণ্ড যুড়িলেক স্কন্ধের উপর ॥ ঔষধ পরশে মুনি পাইল পরাণ । অশ্বিনীকুমারে বহু করিল বাখান ॥ শুন সবে দধীচি মুনির আদ্যন্তর। পরকার্য্যে দিল মুনি নিজ কলেবর ॥ সকলে চলিয়া যাহ দধীচির স্থান । দেবের কারণে মুনি ছাড়িবে পরাণ ॥ এতেক কহেন যদি দেব নারায়ণ । বিদায় হইল তবে যত দেবগণ ॥ প্রণাম করিয়া সবে চলিল সত্বরে । সঙ্গেতে করিয়া নিল অশ্বিনীকুমারে । উপনীত হৈল যথা মুনি মহাশয় । প্রণাম কfরল গিয়া দেবতা-নিচয় ॥ পাদ্য অর্ঘ্য দিয়া মুনি পুজিল সবারে। বসিল সকল দেব আসন উপরে ॥ জিজ্ঞাসিল মুণিবর গমন কারণ । কহিতে লাগিল তবে সহস্ৰলোচন ॥ অবধান কর মুনি তপের গোসাই । | निज নিবেদন কথা কৰিতে ভরাই ।