や*ぐ3 ইন্দ্রাবরদলশ্যামং শঙ্খচক্ৰগদাধরং ॥ [ মহাভারত। বৃত্ৰাক্ষর হইল ত্রিদিব অধিকারী । নারায়ণ স্থানে সবে করিনু গোহারী ॥ কহিলেন কৃষ্ণ বৃত্র-বধের কারণ ৷ সকল দেবত যাহ দধীচি সদন ॥ দেব উপকার হেতু মুনির কুমার । দয়া করি ছাড়িবেন প্রাণ আপনার ॥ তার অস্থি ল’য়ে অস্ত্র কর আখণ্ডল । বজ্রাঘাতে মারহ দানব মহাবল ॥ শুন মুনি রক্ষা হয় না হয় অন্যথা । আপনার প্রাণ যদি ছাড়হ সৰ্ব্বথা ॥ মুনি বলে হেন বাক্য নাহি শুনি কাণে । পরের লাগিয়া কেহ ছাড়ে নিজ প্রাণে ॥ অনেক পুণ্যেতে প্রাণী নরযোনি পায় । কেমনে ছাড়িতে তাহ বল দেবরায় ॥ দুৰ্ল্লভ জনম এই মনুষ্য উত্তম । আর যত দেহ দেখ সকলি অধম ॥ শূকর জনম হৈয়া বিষ্ঠা মুত্ৰ খায়। শরীর ছাড়িতে তার মনে ব্যথা পায় ॥ মারিতে উদ্যত যদি কেহ করে তায় । শরীর মমতা হেতু সঘনে পলায় ॥ কাক গৃধ্ৰু শিব শ্বান থেচর গর্দভ। পিপীলিকা সৰ্প ভেক দেখ যত সব ॥ অধম যোনীর মধ্যে যেই প্রাণ ধরে । ইচ্ছাবশে কোন জন ছাড়ে কলেবরে ॥ বিশেষ ব্রাহ্মণদেহ হ’য়েছে আমার । বহু পুণ্যে দ্বিজতনু পাইনু এবার ॥ সকল প্রাণীতে জ্ঞান আছয়ে নিশ্চয় । আহার মৈথুন নিদ্রা আর আছে ভয় ॥ মনুষ্য সমান জ্ঞানী নাহি কোন জন । এ দেহে অনেক কৰ্ম্ম ভজন-সাধন ॥ হেন দেহ ছাড়িবারে কহ দেবরাজ । অামি যদি মরি তবে সিদ্ধ হবে কায ॥ ন হইল তব কার্য মম কিবা দায় । না বুঝি আদেশ কেন কর দেবরায় ॥ না ছাড়িব প্রাণ আমি শুনহ বিচার । _শুনিয়া সবার মনে লাগে চমৎকার ॥ حقیمت • = ۔ t \ يحديسك – ইন্দ্র আদি দেবগণ অধোমুখ হৈয় । ক্ষিতি পরে সর্বজন মৌনেতে বসিয় ॥ ত্রাসে কারে মুখে নাহি বচন নিঃসরে । সদয় হৃদয় মুনি জানিল অন্তরে ॥ কহিতে লাগিল মুনি করুণ বচন । ভয় ত্যজ কহি শুন সৰ্ব্ব দেবগণ । আমি ম’লে রক্ষা পায় দেবতা সমাজ । এ ছার শরীরে তবে কিবা আর কাজ । অবশ্য মরিব আমি দেবের কারণ । মম অস্থি ল’য়ে ইন্দ্র সাধ প্রয়োজন ॥ পৃথিবীতে যত যত করিলাম পুণ্য । আমার সার্থক জন্ম হ’ল ধন্য ধন্ত ॥ আশ্বাস পাইয়া ইন্দ্র কহে যুড়ি কর । কত কল্প অমর হইলে মুনিবর ॥ তোমার অস্থিতে হবে অস্ত্র বলবান । এ তোমার মৃত্যু নহে জীবন সমান ॥ এতেক শুনিয়া মুনি করিল স্বীকার । যোগাসনে বসি প্রাণ ত্যজে আপনার ॥ ইন্দ্রাদি দেবতাগণ হন হরষিত । পুষ্পবৃষ্টি মুনি পরে করে অপ্রমিত ॥ নাচিতে লাগিল দেবগণ উর্দ্ধবাহু । কার্য্যসিদ্ধি করিয়া আনন্দ করে বহু ॥ শঙ্খ ভেরি আদি বাজয়ে বিশাল । বীণা ডল্ফ ঘন বাজে ফুকারে কহাল । মধুর স্বনাদ বঁাশী বাজে শত শত । ৎসব করয়ে আসি অপরাদি যত ॥ মেনকা উৰ্ব্বশী আর রস্তু তিলোত্তম । জানপদী সহজস্য রূপে অনুপমা ॥ নানারঙ্গে নৃত্য করে যত বারাঙ্গনী । গন্ধৰ্ব্ব কিন্নর গায় হরষিত মন ॥ মহা মহোৎসব হৈল না পারি বৃণিতে | ডাক দিয়া দেবরাজ লাগিল কহিতে । হরিষ বিধানে কহে দেব আখণ্ডল । আজি হৈতে পুণ্য তীর্থ হইল এ স্থল " দধীচির তীর্থ নাম করি নিরূপণ । আমার ভারতী এই শুন বেগৰ - SM MSAMAMAAASAAAA
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।