পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গদাপৰ্ব্ব । ] নাভির নীচেতে, গদা প্ৰহারিতে, শাস্ত্রে নাহি কদাচন ॥ এই ভয় মনে, অস্যায় করিতে মন । হলধর ভয়, রাম যদি ক্রুদ্ধ হন ৷ সাত পাচ মনে, ভাবে ক্ষণে ক্ষণে, যে করুন হলধর । প্রতিজ্ঞ পালন, করিব আপন, প্ৰহারিব উরুপর ॥ এইরূপে দোহে, গদা ল’য়ে তাহে, মণ্ডলী করিয়া ভ্ৰমে । দুৰ্য্যোধন গদা, মারিতে সৰ্ব্বদা, উদ্যম করিল ভীমে ॥ উরূর উপর, বীর বৃকোদর, মারিতে না করে মন । মস্তক উপর, মারিতে সত্বর, ভাবিলেক দুৰ্য্যোধন ॥ এক লাফ দিয়া শূন্যেতে উঠিয়া, বারিব ভীমের গদা । এই অনুমানি, কুরু নৃপমণি, লাফ দিয়া উঠে তথা ॥ দৈবের কারণ, না যায় খণ্ডন, দুৰ্য্যোধন লাফ দিতে । ভীম গদাঘাত, যেন বজ্রপাত, বাজে তাহার উরুতে ॥ লোক দেখে রঙ্গে, দুই উরু ভঙ্গে, ভূমে পড়ে দুৰ্য্যোধন । দেখি দেবগণ, চমকিত মন, ভীম করে আস্ফালন ॥ ব্যাসের বচন, ভাবি অনুক্ষণ, পাঁচালী কৈল রচন । গদগপৰ্ব্ব বাণী অপুৰ্ব্ব কাহিনী, কাশীদাসের কথন ॥ গোবিন্দং গোকুলনন্দং ব্রহ্মাদ্যেরভি পূজিতম্ ॥ | i পবন-নন্দনে, : i i d | : | | | | | Sలసిరి দুৰ্য্যোধনের মস্তকে ভীমের পদাঘাত । ইন্দ্র যেন গিরিভেদ করে বজ্রাঘাতে । উরুভঙ্গে কুরুবীর পড়িল তেমতে ॥ ভাবিল হৃদয়, কুরুপতি উরুযুগ দেখিয়া নয়নে । কামের অধীন হ’য়ে ভজে নারীগণে ॥ হেন উরুভঙ্গ হয়ে পড়ে কুরুপতি । কুরু দুরু শব্দেতে কঁপিয়ে বহুমতি ॥ অন্যায় সমরেতে পড়িল কুরুস্থত। । উৎপাত হইল তবে দেখিতে অদ্ভুত ॥ বিপরীত বাত বহে নিৰ্ঘাত সদৃশ । ! শিবাগণ কান্দে রক্তবৃষ্টি অসদৃশ ॥ দুর্য্যোধনে চাহি ভীম বলিল বচন । শুন ওহে কুরুপতি মূঢ় দুৰ্য্যোধন ॥ ঘাঞ্জসেনী দ্রৌপদীর কৈলে অপমান । , তার ফল ভুঞ্জ এবে শুন রে অজ্ঞান ॥ হেটমাথা করি আছে কুরু মহামতি। ভীম বামপদে শিরে মারিলেক লাথি ॥ কৃপার সাগর যুধিষ্ঠির সাধুজন । অশেষ বিলাপ করি ভীমসেনে কন ॥ ওরে ভীম কি করিলি কৰ্ম্ম বিগর্হিত । এত অপমান করা অতি অনুচিত ॥ সমস্ত পৃথিবীপতি রাজা দুৰ্য্যোধন । জ্যেষ্ঠতাত ধৃতরাষ্ট্র রাজার নন্দন ॥ কেন তারে চরণ হানিলে কুলাধাম । কুরুনাথে মারিলে করিয়া অনিয়ম ॥ সসাগর পৃথিবীর রাজচক্রবর্তী । তাহার এমন কেন করিলে দুৰ্গতি ॥ মৃগমদ চন্দন স্বগন্ধ স্ববাসিত । পদ্মমালা শিরে শোভে কাঞ্চন রচিত ॥ ভাস্কর মুকুট মণি দিনকর প্রায় । দুৰ্য্যোধন শিরোমণি ধরণী লোটায় ॥ ওরে দুষ্ট ভীমসেন বড় দুরাচার । কেমনে করিলি বাম চরণে প্রহার ॥ কৃপাশীল যুধিষ্ঠির করিল ক্ৰন্দন। দেখিয়া বিস্মিত হয় যত সভাজন ॥